Tuesday, July 24, 2012

ব্রিটেনে বসবাসরত অবৈধ বাঙ্গালিরা স্বেচ্ছায় দেশে ফিরলে স্পেশাল ট্রেনিং দেবে ব্রিটিশ হাইকমিশন

সিলেট, ২৪ জুলাই : ব্রিটেনে বসবাসরত অবৈধ বাঙ্গালিরা স্বেচ্ছায় দেশে ফিরলে স্পেশাল ট্রেনিং দেবে হাইকমিশন। এর মাধ্যমে তারা তাদের স্কিল ডেভেলপ করতে পারবে এবং চাইলে দেশে কাজে লাগবে অথবা অন্য কোন দেশে গিয়ে তাদের অভিজ্ঞতা কাজে লাগাবে।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে ব্রিটিশ সরকারের প্রতিনিধি দলের মতবিনিময় সভায় একথা জানানো হয়।

সভায় ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আরো বলেন, সিলেটে স্পেশাল ইকোনোমিক জোন হচ্ছে। এতে চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানসম্মত কর্মী দিতে বৃটিশ হাইকমিশন প্রস্তুত রয়েছে।তারা আরো বলেন, সিলেটে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। যারা ব্রিটেনে অবস্থান করছেন, তাদেরকে দেশে বিনিয়োগের জন্য আমরা উদ্বুদ্ধ করব। 

মতবিনিময় সভায় সিলেট চেম্বার সভাপতি বলেন, সিলেটে শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চেম্বার বিশেষ মনোযোগ দিয়েছে। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ইউকে বর্ডার এজেন্সি’র এসিস্ট্যান্ট ডিরেক্টর মিচেল স্মিথ, ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের মাইগ্রেশন ডিরেক্টর রাচেল অকেথ, মাইগ্রেশন ডেলিভারি অফিসার স্টিভ আসখাম ও ব্রিটিশ হাই কমিশন সিলেট অফিসের হেড রিফুল জান্নাত। চেম্বার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি হাজী ইফতেখার আহমদ সোহেল, পরিচালক তারেক আহমদ, মো. লায়েস উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, এনামুল কুদ্দুস চৌধুরী, নুরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ভূট্টো, মো. মামুন কিবরিয়া সুমন, মো. এমদাদ হোসেন, তাহমিন আহমেদ ও মুশফিক জায়গীরদার প্রমুখ।

No comments:

Post a Comment