Wednesday, October 17, 2018

চরিত্র কি ধোয়া তুলসী পাতা?- সুমি খান

চরিত্র কি ধোয়া তুলসী পাতা? মাসুদা ভাট্টি বা কারো চরিত্র বিচারের ভার কি ব্যারিষ্টার মইনুল হোসেনকে দিয়েছে কেউ?
১৬ অক্টোবর মঙ্গলবার রাতে একাত্তর টেলিভিশনের টক শো তে রাজনীতি বিষয়ে আলোচনা চলছিলো। সেখানে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি যে প্রশ্ন করেছেন, তার সঠিক জবাব দিতেন ব্যারিষ্টার মইনুল হোসেন, তার সৎ সাহস থাকলে । তিনি শিবিরের সমাবেশে বক্তব্য রেখেছেন এবং জামাতের প্রতিনিধি হিসেবে ঐক্যজোটে প্রতিনিধিত্ব করেছেন -সেই বিষয়ে তিনি আলোচনা না করে ব্যক্তিগত আক্রমণ করেছেন মাসুদা ভাট্টিকে।
মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে না পারলে , নিজের অসম্মান ডেকে আনা হয়।
নারীর প্রতি সম্মান প্রদর্শন করলে পৌরুষে আঘাত লাগে যাদের, তারা ‘মানুষ’ হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন নি। লাইভ অনুষ্ঠানে একজন নারীকে ’চরিত্রহীন’ বলে নিজের হীনতা , দীনতা প্রমাণ করলেন ব্যারিষ্টার মইনুল হোসেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র তিনি- এমন বাবা মায়ের সন্তান হয়ে তিনি জীবনভর নারীবিদ্বেষ ই করে গেলেন? এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এবং আশা করছি দেশ জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে, এবার অন্তত এ ধরণের অন্যায় অপরাধের উপযুক্ত বিচার পাওয়া যাবে।