Saturday, September 15, 2018

মাতৃত্বের প্রতি অাহ্বান- সুমি খান


কোথায় হারিয়ে যায়
সম্পর্কের সুতোগুলো পলে পলে
কখনো হয়নি বলা
 নিজেদের অানন্দ বেদনার গল্প
যখনি বলতে গেছি,
হয় নি সময় তোমাদের!
 জটিলতার জালে জড়িয়ে গেছে
সংকটের জাল
শূণ্যতায় ভরে দেয় চারদিক
মা - বাবা, ভাই বোনের
 নির্মল অানন্দে পূর্ণ করে তোলা
 নিজেদের কথাগুলো
ভুলে গেছি বলতে
সেই কবে থেকে -
অনেক দিন!
অভিমানের পলেস্তারা জমতে জমতে
 প্রাণ উজাড় করে ভালোবেসে
পরিবার, সন্তান অাগলে রাখতে
শুধু কি তবে নিঃস্ব করেছি নিজেকে?
তাই বুঝি অামি ব্রাত্য !

কালের যাত্রায় তবু প্রার্থনা নিরন্তর-
তোমাদের পূর্ণতা পূর্ণ থেকে পূর্ণতর হোক-
সময়ের অাহ্বান নিয়ে যাক
যতো দূর থেকে দূরে
হৃদয়ের অাহ্বান
 ঢাকেনি কোন কালো!
শুধু জানি কোন এক ভোরে
নিঃসীম অাকাশের পার হতে
ভেসে অাসা অালো
তোমাদের হৃদয়ের অন্তঃস্থল ছুঁয়ে
 না বলা বাণীর কথকতা
ভেঙ্গে দেবে একদিন যতো নীরবতা!
08.58 am
160918