Thursday, February 4, 2021

তৃষাতুর ঘাতক-সুমি খান

(বিকেল ৫টা, ৫ ফেব্রুয়ারী ২০১৫) বাতাসে লাশের গন্ধ- ২৫ মার্চ ১৯৭১- ইয়াহিয়ার দাবি ছিল অতি 'সামান্য' বাংলাদেশের মাটি- সে মাটি লুটে নিতে লুটেছে তোমার আমার সব- লুটেছে রবীন্দ্র নজরুল কেড়েছে তিরিশ লাখ প্রাণ লুটেছে তিন লাখ নারীর সম্ভ্রম- বাড়ি-ঘর মন্দির-মসজিদ-গীর্জা-প্যাগোডা আজো সেই প্রেতাত্মার রক্তবীজ রক্তপিপাসু লালায়িত - চলছে রক্তের হোলিখেলা- তুমি আমি নির্বাক- প্রশ্নের ঝোড়ো হাওয়া লুটে নেয় রক্তপ্রাণ প্রশ্নচিহ্ন আছে বটে- তবে সেটা শুধু শ্লীল অশ্লীলতার কি? বিষয়টা ভাবনার গভীর থেকে গভীরতর- যেন গভীরখাদ.. উবু হয়ে দেখতে হবে। পেছনে প্রস্তুত ঘাতকের সারি! যাদের দায়িত্ব সামান্যই- তুমি উবু হতেই খুব হাল্কা হাতে তোমার মাথার ঠিক পেছনটায় একটা চাটি- তলিয়ে যাবে তুমি- খাদের একেবারে তলানিতে!! তবু জেগে আছি আমি তুমি পিতৃপুরুষের ঋণে তিরিশ লাখ প্রাণের প্রতিশোধের দাবি নিয়ে- জেনে যাক্ ঘাতকের দল- যতোই বড়ো হোক্ ঘাতকের সারি- আমাদের মিছিলের সারি আজ তার চেয়ে অনেক বড়ো- জেগে আছি আমি তুমি লাশ কাটা ঘর নয় লাল সবুজের সবীজ মাতৃভূমির বুকে- ধানসিঁড়িটির তীরে- শঙ্খচিল শালিকের ভিড়ে- কর্ণফুলীর তীরে মাস্টার'দা প্রীতিলতার রক্তবীজ বেয়ে- ঘাতকের শান দেয়া ছুরির মুখে আমি আছি আছো তুমি বন্ধু চিরঞ্জীব!

না চিনিতেই ভালোবেসে কেনা দীর্ঘশ্বাস- সুমি খান

০১ দাম দর করতে শিখি নি- শিখিনি যাচাই আর পরখ বিচার এ জীবনে হলো না কিছুই বুঝি আর দানের মহিমা বুঝেছে কবে কে! ০২ কিছু পুরুষ বলে তারা নাকি নারীর সবটুকু চায়! কিছু দুর্বোধ নারী থাকে যাদের না পাওয়াতেই সুখ যারা ভাবে- ভালোবাসলে ’অদেয় কিছুই থাকে না’! ঈশ্বর মুখ টিপে হাসেন তখন- নারীশ্বর থাকতো যদি কেউ রক্ষক হয়ে আগলে রাখতো এসব দুর্বোধ নারীদের! হৃৎপিণ্ড থেকে বাঁচবার কথা ভুলে নিঃশ্বাস টুকুও উজাড় করে দেবার পর দমটুকু গারদে ভরে দিলে তোমরা- শ্বাসটুকু দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকলো! শ্বাস ও দীর্ঘ হয়- মেয়েটি জানলো- ধীরে ধীরে! সবটা দিলেও দীর্ঘশ্বাসগুলো আর কাউকে দিলো না মেয়েটি - ভালোবাসার বিনিময় হয় না যে! নিজের বলে এ জীবনে ওইটুকুই রয়ে গেলো মেয়েটির! দীর্ঘশ্বাস জমতে থাকে- সম্পদ বাড়তে থাকে মেয়েটি বেশ সম্পদশালী হয়ে গেলো তিলে তিলে! সকাল ৮টা ২০ মি. ০৪ ফেব্রুয়ারী, ২০২১, পাথরঘাটা, চট্টগ্রাম