Sunday, October 22, 2017

আদমজীর পাগলা আবদুল হক - তুষার কান্তি বসাক

১৯৬৮ সাল। ৬দফা সমর্থনে দেশব্যাপী চলছে প্রচার অভিযান।


 আদমজী জুট মিলস ছিল তখন ৬ দফার শক্ত ঘাটি। কুটির হাট অঞ্চলের অনেকে তখন আদমজী জুট মিলে চাকুরি করতেন তাদের মধ্যে গোপাল গাঁও গ্রামের আবদুল হক (পাগলা আবদুল হক) ও আমীন উল্ল্যাহ অন্যতম। একদিন ছুটিতে এরা দু'বন্ধু দেশে আসেন। কুটির হাট বাজারের ঈদগাওয়ের এককোনে বসে গল্প করছেন। সেই সময় ঈদগাওতে ভাসানি ন্যাপের সভা চলছে নেতৃত্ব রফিকুল ইসলাম ভূঞা ইন্তু মিয়া। সেই সভাতে হামলা করে তখনকার সরকার সমর্থক গোষ্ঠী। আবদুল হক ও আমান উল্ল্যা দেখলেন আদমজীতে বঙ্গবন্ধুর পক্ষে শক্ত অবস্থান আছে কিন্তু নিজ এলাকায় সমর্থক থাকলেও কোন সাংগঠনিক কাটামো নেই। তাই তারা দু'জন নিজ এলাকায় সাংগঠনিক কাটামো গড়ে তোলার লক্ষ্যে একদিন শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন এবং নিজ এলাকায় একজন নেতাকে আমন্ত্রন জানান। বঙ্গবন্ধু তখন বলেন থানা কমিটি ও জেলা কমিটির অনুমোদন নিয়ে আসতে। তখন থানা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন ইছহাক মিয়া ও জেলা কমিটির সভাপতি ছিলেন আবদুল মালেক উকিল। তাঁরা থানা কমিটির এছহাক মিয়া অনুমতি নিয়ে জেলা কমিটির অনুমতি আনতে গেলে আব্দুল মালেক উকিল নিজে উনাদেরকে শেখ মুজিবের কাছে নিয়ে যান। পরে সিদ্ধান্ত হয় তখনকার আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজ উদ্দীন আহম্মদ আসবেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে ৬ দফার পক্ষে জনসভা করতে। কিন্তু ইস্কুলের তখন প্রধান শিক্ষক ছিলেন এবিএম তালেব আলী তিনি ইস্কুল মাঠে অনুমতি দিতে নারাজ। এর পর মাস্টার নূর আহম্মদকে সভাপতি কাজী আব্দুল কাদেরকে সাধারন সম্পাদক ও মাস্টার মাহবুবল হক, মুলকতের রহমান, জহির উদ্দীন ভূঞা, হাফেজ আহম্মদ ভূঞা সহ অনেককে সদস্য করে ১ নং চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। এবিএম তালেব আলীর অনুমতি না পেয়ে  সভাপতির দায়িত্বে থাকা নুর আহম্মদ মাস্টার নোয়াখালী গিয়ে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে ৬দফার সমর্থনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজ উদ্দীন আহম্মদের উপস্থিতিতে সভা করতে সমর্থ হয় এভাবে ইউনিয়ন আওয়ামী কমিটি গঠিত হয়। ঠিক ঐ সময়ে বড়হালিয়া গ্রামের সোলতান আহম্মদকে সভাপতি ও আবদুছ সালাম বিএসসিকে সাধারন সম্পাদক করে ২নং বগাদানা ইউনিয়ন কমিটিও গঠিত হয়।

পরবর্তীতে ৭০ এর নির্বাচনে আবদুল হক ও আমান উল্ল্যার নেতৃত্বে একদল আদমজীর শ্রমিক বঙ্গবন্ধুর কাছে দাবী জানান এবিএম তালেব আলীকে নোমিনেশন দিতে। সেই নির্বাচনে এছহাক মিয়া ও বালিগাঁও ইস্কুলের প্রধান শিক্ষক শাহনেওয়াজও প্রার্থীর জন্য নোমিনেশন চেয়েছিল। কিন্তু এবিএম তালেব আলী ভাসানী ন্যাপ থেকে আওয়ামীলীগে যোগদান করে বিপুল ভোটে জয় লাভ করেন। এবং ফেনী ৩ নং আসনটি ৮৬ সাল পর্যন্ত  আওয়ামী লীগের দখলে ছিলেন।

ছবিতে: আবদুল হক, মুক্তিযোদ্ধা (প্রয়াত), আমান উল্ল্যা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বর্তমানে কুটির হাট বাজারে ফুটপাতে ব্যাবসা করে জীবিকা নির্বাহ করছেন।

কচ ও দেবযানী - জয়তি রায়

পৌরাণিক নারী( ধারাবাহিক)
 অহল্যা, তুলসী, কুন্তীর পরে দেবযানী)
Add caption

   
    কচ ও দেবযানী
        পর্ব ১
----------------------------
   দেবগুরু বৃহস্পতির কপালে ভাঁজ। স্বভাবতঃ শান্ত মানুষ, দেবগুরুজনচিৎ কোনো হাঁক ডাক করেন না। শান্ত মনে দেবতাদের কল্যানে পূজো আর, তিন স্ত্রী আর সন্তানাদি নিয়ে নিজের মতো থাকতে চাইলে কি হবে? ওই যে অর্বাচীন দেবরাজ ইন্দ্র, তাঁর যন্ত্রনায় দেবলোকে কেউ সুস্থির হয়ে বসতে পারবে ? কস্মিন কালেও নয়। মনে মনে মহা বিরক্ত হয়ে দেবগুরু ভাবেন--’ ইন্দ্র থাকে তো অপ্সরা বেষ্টিত হয়ে, নাহলে মুনি পত্নীদের পিছনে পিছনে ঘুরে বেড়ান মর্ত্য লোকে গিয়ে! তাই করো না বাপু। এখন তোমার সঞ্জীবনী মন্ত্রের কি দরকার হলো? যুদ্ধ তো করেন বিষ্ণু মহেশ্বর। তোমার গায়ে তো  আঁচ টুকু লাগে না। তবে? ‘  ক্ষুদ্ধ স্বরে তিনি প্রিয় পুত্রের উদ্দেশ্যে ডাক পাড়লেন---
    ‘ও কচ। কচ। এদিকে একটু এসো বৎস।’
*
সময় টি ভারি মনোরম। অবশ্য স্বর্গে কোন সময়ই বা খারাপ? তাপমাত্রা নিয়ন্ত্রণের যে উপায় মহাপ্রযুক্তি বিশারদ বিশ্বকর্মা আবিষ্কার করেছেন, তাতে স্বর্গে সবসময় এক মধুর আবহাওয়া , সুগন্ধী পরিজাতের সুগন্ধ , মন্দাকিনীর জলের নীচে এমন ভেষজ ঔষধি লতা গুল্ম রয়েছে, যে প্রবাহমান ওই স্রোতে যে স্নান করে , গায়ের বর্ণ উজ্জ্বল , চুল ত্বক সব সুন্দর হতে বাধ্য। স্থানে স্থানে কৃত্রিম কুঞ্জ তৈরি করা আছে। যার যখন ইচ্ছে, যে কোনো কুঞ্জে ঢুকে বসলেই, উৎকৃষ্ট মদিরা পাবে, অন্তরালে ব্যক্তির রুচি অনুযায়ী সুমধুর যন্ত্র বেজে উঠবে।
         এমন একটি কুঞ্জে বসে বৃহস্পতি পুত্র কচ, গভীর ভাবে মগ্ন ছিল অধ্যয়নে। বৃহস্পতির পনেরটি পুত্র কন্যার মধ্যে একমাত্র কচ, চিকিৎসা বিদ্যা আর দর্শন শাস্ত্র দুটোতেই সমান পারদর্শী। মাত্র কুড়ি বছর বয়স তাঁর, অপূর্ব সুন্দর চেহারার সঙ্গে মিশেছে বুদ্ধির দিব্য আভা। কচের পরিণত বুদ্ধির উপরে দেবতাদের খুব ভরসা। পাঠে মগ্ন হলেও কচের কানে পৌঁছলো পিতার ব্যাকুল ডাক। ব্যস্ত হয়ে পুঁথি ফেলে পিতার কাছে এসে সে প্রশ্ন আকুল চোখ দুটি তুলে তাকালো। কোনো সমস্যা আছে। নাহলে পিতা কখনো এভাবে ডাকেন না।
     ঝকঝকে সুঠাম শরীর, অতন্ত্য ব্যক্তিত্বসম্পন্ন পুত্রকে দেখে অন্যদিন বুকে জড়িয়ে নেন দেবগুরু। আজ কেমন বিষণ্ন স্বরে বললেন --
‘ বসো পুত্র।’
---’ কি হয়েছে?’ অভিবাদন করে,  না বসেই জিজ্ঞেস করলো কচ। সময় নষ্ট করতে সে ভালো বাসেনা।
  বৃহস্পতি বললেন--
   ‘ বসো। সময় লাগবে। দেখো বৎস, তুমি তো জানো ,দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। শক্তিতে কেউ কারো চেয়ে কম যায় না, কিন্তু বুদ্ধিতে দেবতারা শ্রেষ্ঠ। দেখো বাবা, এদের এই লড়াইয়ে না চাইতেও আমার সঙ্গে থাকতে হয়। তুমি তো জানো , ছলনা করে অমৃত দেবতারা চুরি করে খেয়ে নিয়ে অমরত্ব লাভ করে  ভেবেছিলো এবার অসুরদের জব্দ করবে। কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিয়েছেন, অসুরগুরু শুক্রাচার্য। ‘
  দম নেবার জন্য থামতেই কচ বলল--
  ‘ পিতা, ক্ষমা করবেন। আমি এসব শুনে কি করবো? মাথায় কিছু ঢুকছে না। একটা নতুন বিষয় এমন ভাবে আমার চিন্তাকে অধিকার করে আছে, যে কোনো অন্য কথা ভালো লাগছে না।’
   এমন সময় আচমকা সেখানে নারদ ঋষির প্রবেশ। যে কোনো জায়গায়, আলোচনায় নারদ একমাত্র ব্যক্তি ,যিনি বিনা অনুমতিতে ঢুকে তাঁর মতামত জানাতে পারেন। এখানেও তিনি হাসতে হাসতে ঢুকে বললেন--
  ‘ বৎস কচ, দেবকুলে তুমি হলে সবচেয়ে মেধাবী, তার উপরে সুদর্শনও বটে। তোমাকেই দেবগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীর সঙ্গে ভালবাসার ছলনা করে, সঞ্জীবনী মন্ত্রটি শিখে আসতে হবে। ‘
     কচ একেবারে আকাশ থেকে পড়লেন। সে শান্ত স্বভাবের একলা থাকা ছেলে। নতুন এক গবেষণায় ইদানিং খুব ব্যস্ত। আশেপাশে, স্বর্গ, দেবতা, অপ্সরা কিছুই খবর রাখার ইচ্ছে তার নেই, হঠাৎ এমন রাজনৈতিক ডামাডোলে একেবারে নায়ক হয়ে যাবার ধাক্কায় সে একেবারে অবাক হয়ে গেল।
    খুব রুষ্ট এবং গম্ভীর গলায় সে প্রশ্ন করলো ---
   ‘ ব্যাপারটা খুলে বলবেন মহর্ষি? গোলমেলে সে তো বুঝতেই পারছি। অমর দেবতাদের সঞ্জীবনী মন্ত্র জানার কি দরকার পড়লো? আর পড়লেও অসুররাজ বৃষপর্বা তার রাজ্যে আমাকে ঢুকতে দেবেন এবং শুক্রাচার্য শত্রুর ছেলেকে আদর করে সঞ্জীবনী মন্ত্রটি শিখিয়ে দেবেন! কি অদ্ভুত!’
    নারদ হাসতে হাসতে বললেন --
      ‘ আর একটু পরেই দেবরাজ ইন্দ্রের সভায় তোমার ডাক পড়বে কচ। বিষ্ণু আর ইন্দ্র পুরো ঘটনা বুঝিয়ে দেবেন। তৈরী হয়ে নাও।’
   --’ আবার চক্রান্ত? ,
দেবতারা চক্রান্ত ছাড়া কিছু বোঝেনা?’
---’ তুমি এখনো তরুণ কচ। নির্মল তোমার দৃষ্টি। পরিপক্ক হলে বুঝতে, সমাজ, দেশ বাঁচানোর জন্য কোনো কিছুই পাপ বা চক্রান্ত নয়। অসুরকুল সঞ্জীবনী মন্ত্রের জোরে শক্তিশালী হয়ে উঠছে। তাদের শক্তি খর্ব করতে হবে। দেবতাদের উপরে কেউ যেতে পারবে না। যাও, দেরি করোনা। কাজের কৌশল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে।
*
   আকাশ যানে করে মর্ত্যের দিকে উড়ে যাচ্ছিলেন কচ। মন খুব ভার। গতকাল ইন্দ্র আর বিষ্ণুর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন একজন বিদ্বান ধার্মিক বৃদ্ধ আর তাঁর কন্যা দেবযানী সঙ্গে অভিনয় করতে হবে তাঁকে। সে প্রশ্ন করেছিল,
   --’ বিদ্যা শিখতে গিয়ে গুরু কন্যার সঙ্গে প্রেমের অভিনয় কেন?’
   তাতে অট্টহাস্য হেসে ইন্দ্র বললেন--’ তুমি নিজের সত্য পরিচয়ই দেবে। কোনো সমস্যা নেই তাতে।দেবগুরু বৃহস্পতির পুত্র বিদ্যা শিখতে আসতেই পারে।  বিদ্যা শেখাতে ,শত্রু মিত্র ভেদ কেউ করেনা। কিন্তু, বাছা কচ, তিনি তোমাকে ওই বিশেষ বিদ্যাটি কখনোই শেখাবেন না। সেখানে প্রেমিকা দেবযানী বাধ্য করবে পিতাকে। শুনেছি, মাতৃহীন কন্যাটির কোনো কথাই দৈত্যগুরু উপেক্ষা করেন না।’
    মাথা নিচু করে বসে থাকা কচের কাঁধে হাত রেখে বিষ্ণু বললেন---
‘ মারি অরি পারি যে কৌশলে’ এতে কোনো দোষ নেই । তুমি যাও। কাজ শেষ করে এসো।’
      মিথ্যে ছলনা করে চুরি করতে হবে সঞ্জীবনী বিদ্যা! মানা করলে স্বর্গ থেকে নির্বাসন ।  না শব্দটি শোনা দেবতাদের ধাতে নেই। বিষ্ণুর গম্ভীর গলায় বলা শব্দকটি--কাজ শেষ করে এস--এক ধরণের আদেশ বই কি!
     কচ বাস্তববাদী ছেলে। মর্ত্যের দিকে যেতে যেতে পরিকল্পনা ছকে নিচ্ছিল মনে মনে। ভোর আকাশের মিষ্টি  আলোতে সবুজ গ্রহ পৃথিবী ভারি সুন্দর আর স্নিগ্ধ। কচ ভাবলেন--
   ‘ কারো পরিণতির জন্য কেউ দায়ী হয়না ।  যা হবার , তা আগে থেকে ঘটেই থাকে। কেউ একজন নিমিত্ত মাত্র হয়। তাই, আগামীদিনে যাই ঘটুক না কেন , কচ তার জন্য দায়ী নয় কোনোমতেই। ‘ মনকে প্রস্তুত করে, শুক্রাচার্যের আশ্রমের সামনে আকাশ যান থেকে নেমে পড়ল কচ।
*
শুক্রাচার্য কে দেখে মুগ্ধ হয়ে গেল কচ। শুনছিলো, ইনি ব্রাহ্মণশ্রেষ্ঠ এবং মহাজ্ঞানী। মহা উদ্ভাবনী শক্তির অধিকারী এই ব্রাহ্মণের রাজনীতির মতো কঠিন শাস্ত্র দর্শনে যেমন প্রজ্ঞা , তেমনি চিকিৎসা শাস্ত্রে ব্যুৎপত্তি  অসাধারণ। সমস্ত অবয়বে জ্ঞান মাধুরী যেন ঝরে পড়ছে। স্নেহ মিশ্রিত চোখ দুটি তুলে কচের দিকে তাকালো শুক্রাচার্য।
 ‘এনাকে ঠকাতে হবে? এনার প্রাণ পুতুলি কন্যা দেবযানীর সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে? ‘ তীব্র যন্ত্রনা মাখানো স্বরে কচ বললো---
  ‘ প্রভু! আমি কচ। অঙ্গিরা ঋষির পৌত্র। বৃহস্পতির পুত্র। আমি আপনার শিষ্য হতে চাই। এবং যতদিন আপনার শিক্ষা চলবে, আমি গুরুগৃহে থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করবো।’
  ---’ কোনো বিশেষ উদ্দেশ্যে আগমন হয়েছে তোমার? বৎস? দেবতার মতো জাত, বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে না।’
   কেঁপে ওঠা বুক সামলে , বিনীত মুখে কচ জবাব দেয়--
  ---’ দৈত্য দেবতা জানি না ঋষিবর। আমার জীবনের উদ্দেশ্য একটাই। তা হলো জ্ঞান অর্জন। জ্ঞান বৃদ্ধি। আর আপনার কাছে সে অভিষ্ট আমার পূর্ণ হবে, সে কথা আপনিও জানেন।’
---’ বৎস। জ্ঞানের দুয়ারে শত্রু মিত্র বলে কিছু নেই। গুরু শিষ্য সম্পর্ক পিতা পুত্রের চেয়েও দৃঢ় বন্ধনে আবদ্ধ। আশা করবো তুমি তোমার শিষ্যত্বের সম্মান রক্ষা করবে। ‘
  আবারো কেঁপে উঠলো কচ। মুখে অমলিন হাসি বজায় রেখে ,ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করলেন। স্মিত হেসে শুক্রাচার্য বললেন---
   ‘ আগামী কাল প্রাতে দেখা হবে।’ এই বলে, এক অনুচরকে  কচের থাকবার সু ব্যবস্থা করার আদেশ দিয়ে, নিজ গৃহর উদ্দেশ্যে পা বাড়ালেন আচার্য।
     সেখানে পৌঁছে কন্যা দেবযানীকে দেখে বৃদ্ধ পিতার মন খুশিতে ভরে গেল
   ‘ সারাদিন একলা  কি করো তুমি  কন্যে? তোমার মা বেঁচে থাকলে,,,’ কথা শেষ না করে শ্বাস ফেললেন পিতা। দেবযানী তাড়াতাড়ি পিতার বিশ্রামের ব্যবস্থা করে , সান্ত্বনার সুরে বলল--
 --” আমি সারাদিন খুব ভালো কাটাই পিতা। কিন্তু আজ আপনার একটু দেরি হলো যে?’
 --’দেবযানী। আজ দেবগুরুর পুত্র আমার কাছে বিদ্যালাভের জন্য এলো।’ ঈষৎ অহংকারী গলায় বললেন আচার্য--’ তবে ছেলেটি এত সুন্দর, যেমন ভদ্র, তেমনি সুকুমার, তেমনি আকর্ষণীয় ব্যক্তিত্বের বিভা। বড় ভালো ছেলে। দেখেই অতন্ত্য সৎ এবং আন্তরিক মনে হলো।’
 দেবযানী অবাক হয়ে পিতার ভাবাবেগ দেখছিল। কে সেই শিষ্য? যার সম্পর্কে স্বল্প ভাষী পিতা এতটাই আপ্লুত? দেখতে হবে তো! হঠাৎ দেবযানীর হাতে ধরা জল ভরা স্বর্ণপাত্রটি মাটিতে পড়ে গেলো। কোথায় একটা পাখি ডেকে উঠলো কর্কশ স্বরে। মন কেমন কু গেয়ে উঠলো কেন কে জানে?
আশ্রমে একজনের আগমন সংবাদ তো আনন্দ বয়ে নিয়ে আসবে। অমঙ্গল চিহ্ন চোখে পড়ে কেন?

কচ ও দেবযানী- পর্ব ২

_------++++++------------
     দেবযানী জানে যে সে একটু পাগল। একটু কেন? ভালোমতো পাগল। এর জন্যে পিতার অপরিমিত প্রশয় দায়ী কিছুটা, আর কিছুটা তাঁর জন্ম গত। যা চাই, তা চাই ই। সে যত অসম্ভব চাহিদা হোক, শুক্রাচার্য পূরণ করবেনই। খামখেয়ালী মেয়ে , মাতৃহীন, জীবনে ওই মেয়ে আর নিজের পড়াশুনো ছাড়া আর কিছু নেই  তাঁর। তাই যত যা কিছু বলুক দেবযানী , তিনি না করেন না। অবশ্য তাঁর হয়ে, ব কলমে দানব রাজ বৃষপর্বাই মেটান সব দাবী।
        আর সে দাবী না মেটানোর তো কোনো কারণ নেই।  শুক্রাচার্য হলেন দৈত্যরাজের শক্তি, তাঁর আবিষ্কৃত সঞ্জীবনী ঔষুধের জোরে আজ দেবতাদের সমকক্ষ অসুর। অবশ্য  দানব রাজ বৃষ পর্বা দেবতাদের যিনি মোটেই বিশেষ বীর ভাবতে রাজি নন।  তাঁর বক্তব্য, আজ দেবতাদের অমরত্বের   পিছনেও আছে বিরাট চক্রান্ত।
    সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করতে দেবতা অসুর দুই পক্ষই। অথচ ছলনা করে ওই বিষ্ণু পুরোটাই দেবতাদের ভোগে লাগালেন। মনে মনে  তাই ঘৃণা করেন দেবতাদের। তবে, আজ চিত্র বদলেছে। এখন  অসুররা যুদ্ধে আহত হলে, মৃত্যুর কাছে চলে গেলেও, ওই ঔষধে নিমেষে উঠে বসছে। সঙ্গে সঙ্গে দেবতারা ‘ গেল গেল ‘ রব তুলছে। আবার কি ছলনা করে ওই মন্ত্র হাতিয়ে নেয় কে জানে? পাষন্ড গুলো কে কোনো বিশ্বাস নেই।  তাই দানবরাজ--, শুক্রচার্য আর তাঁর কন্যাকে মাথায় করে রাখেন। কোনো রকম অমর্যাদা যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি তাঁর। এর মধ্যে গুপ্তচর  ব্যাজার মুখ নিয়ে  অভিবাদন করে বললো----
  ---’ মহারাজ। গুরুদেব শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতির পুত্র কচ কে শিষ্য করে নিজের আশ্রমে রেখেছে।’
 ---’ সে কি! ‘আর্তনাদ করে সিংহাসন থেকে পড়ে যান আরকি দানবরাজ---’ নাঃ, এই সরল গুরুকে নিয়ে আর পারা যায় না। নিশ্চই কোনো ভুজুং ভাজুং মিথ্যে বলে ঢুকেছে ওই দেবপুত্র। পাত্র মিত্র অমাত্য সবাই নজর রাখো ওই ছেলের উপর। নিশ্চয় করে বলা যায়, সঞ্জীবনী মন্ত্র চুরি করতেই বিষ্ণু আর ইন্দ্র মিলে পাঠিয়েছে। ‘
----’ মহারাজ, এই কথা দৈত্য গুরুকে বুঝিয়ে বললেই হয়!’
---’ না না। শুক্রাচার্য যেন ঘুণাক্ষরে টের না পান, তার শিষ্যর উপর আমরা নজর রাখছি। উনি অপমানিত বোধ করবেন।’
---’ মহারাজ, দৈত্যগুরু দেবযানী আর বৃহস্পতিপুত্র কচ, এদের মধ্যে আজকাল খুব বন্ধুত্ব। সারাদিন দুজনে একসঙ্গে থাকে। ‘  ব্যাজার মুখে গুপ্তচর খবর দিলো। শুনে মহারাজ মাথায় হাত দিয়ে বসে রইলেন। রাক্ষসেরা নিজেদের মধ্যে মুখ চাওয়া চায়ি করে ঠিক করল, একলা পেলেই কচকে খুন করে ফেলবে। তবেই আবার শান্তি ফিরবে অসুররাজ্যে।
*
 কচ যতবার ফুলগুলি তুলে তোড়া বাঁধছে, মনের মতো হয়না যেন। সকালের পাঠ সাঙ্গ হয়েছে। ভেষজ বিদ্যার জটিল কিছু সূত্র, আর রাজনীতি র কিছু অঙ্কের সমাধান করে, কচ চলেছে দেবযানীর গৃহের দিকে। এতক্ষনে সে নিশ্চয়ই স্নানাদি সেরে কচের প্রতীক্ষায় প্রহর গুনছে। কিন্তু উপায় কি? ফুলের তোড়া যেমন তেমন হলে হবে না। সব রঙের একটি অপূর্ব মিশেল থাকতে হবে। মাঝে মাঝে থাকবে কিছু সবুজ পাতা। খেয়াল রাখতে হবে, গতকালের ফুল সাজানো আর  আজকের মধ্যে কিছু  ফারাক থাকে। তবে তো দিনের বিশেষ চরিত্রটি প্রকাশ পাবে। নতুবা মনে হবে, এটা একটা অভ্যাসের দায় সারা কাজ। যে দিচ্ছে , তার মনে যাকে দিচ্ছে তার প্রতি কতখানি অন্তরকিতা আছে, সেটা প্রকাশ পায় উপহারে। তা সে যত সামান্যই হোক না কেন!
     কচ নিজেও খুব খুঁতখুঁতে। তার উপরে দেবযানীর তুষ্টি এক বড় কারণ এমন মনোযোগের। অবশেষে ফুল নিয়ে আশ্রম গৃহের প্রাঙ্গনে পা রাখলো, তখন সূর্য মধ্য গগনে।
    নীল শাড়ীর আঁচল দুলিয়ে দৌড়ে এলো দেবযানী---’ কচ, কচ, চলো। আজ তোমার জন্য এক বিশেষ মিষ্টান্ন প্রস্তুত হয়েছে। খাবে চলো।’ তারপরেই ফুল দেখে খুশি হয়ে বলল--’ ওমা! আজকের তোড়াটি সবচেয়ে সুন্দর। এটা এখানে রেখে, তুমি খাবে চলো।’
 কচ অনিচ্ছুক ভঙ্গিতে মাথা নাড়লো। মিষ্টি খেতে সে একবারে ভালোবাসে না। ম্রিয়মান স্বরে  বলল---’ থাক, মিষ্টান্ন থাক। তুমি বাইরে গিয়ে পাথরের উপরে বসো দেখি, কুন্দ ফুলের মালাটি তোমার পায়ে পরিয়ে দি।’
   দেবযানী হৈ হৈ করে হেসে উঠে বললো--’ খাবে না? মেদ বৃদ্ধি হবে বলে? কচ, তোমার এই সুঠাম সুন্দর শরীর--আহা! কত যত্নে বানানো। তোমাকে দেখে আমি আত্মহারা হয়ে যাই।’ বলে মুগ্ধ চোখে কচের শরীরের দিকে চেয়ে থেকে আচমকাই তাঁর গলা জড়িয়ে বলে উঠলো---’ আমি তোমাকে চাই কচ। তুমিও নিশ্চয় আমাকে কামনা করো?’ দেবযানীর তৃষিত চোখ থেকে চোখ সরিয়ে, মৃনাল বাহু দুটি খুলে দিয়ে কচ বললো--
---’ কত আশ্চর্য সব গল্প বলবো বলে সকাল থেকে বসে আছি। চলো, সারা দুপুর আমরা উদ্যানে ঘুরে বেড়াব আজ।’
   দেবযানী কচের ছলনা বোঝেনা। সে সোজাসুজি নিজের মনের কথা জানায়। এই ফুল এনে দেওয়া, এই গান , কবিতা শোনানো, অদ্ভুত সব গল্প বলা, মায়ের স্নেহের মতো মাঝে মাঝে বকুনী দেওয়া, এমন কি দেবযানীর চুল পর্যন্ত বেঁধে দিয়েছে কচ একদিন। ছোট থেকেই সে  যা চেয়েছে সব পেয়ে এসেছে। কচ কে সে কামনা করে, এ কথা জানিয়েছে পিতাকে। পিতা প্রশয়ের হাসি হেসেছেন। কাজেই দেবযানী নিশ্চিন্ত। সে হাসি মুখে কচের হাত ধরে গৃহের বাইরে পা বাড়াতে গেলে,  হঠাৎ পায়ে  কঙ্কর ফুটে গেল এক। তাড়াতাড়ি দেবযানীর নরম পায়ে  নিজের  আঙ্গুল বুলিয়ে দিতে দিতে মৃদু বকুনী দিলো কচ---’ দেখে চলতে পারো না?’
---’ এখনো তো গৃহেই আছি। তাই নিশ্চিন্ত ছিলাম।’
----’ গৃহ হোক আর উদ্যান সতর্ক থাকবে। নিশ্চিন্ত হয়ে চোখ বন্ধ করে থাকলে  এমনি করেই আঘাত পাবে , মনে রেখো।’
    থমকে যায় দেবযানী। সরলা বালিকার মতো অপাপবিদ্ধ দুটি চোখ মেলে তাকায় কচের ভাবলেশহীন মুখের দিকে। মাঝে মাঝেই কেমন দূরের মনে হয় তাকে! কেন? বুঝে পায়না সে  মনে হয়,  যে বসে আছে তার সামনে, সে কচ নয় ,অন্য কেউ। বুকের মধ্যে উথাল পাথাল করে ওঠে। শত্রু মিত্র, দেব দানব কিছুই বোঝে না সে। প্রথম প্রেমের সৌরভে ,তার তরুণী মন ডুবে রয়েছে এক আনন্দ সরোবরে। মুক্ত কণ্ঠে সে বলতে চায়--’ আকাশ দেখো, বাতাস শোনো, ওগো নদীর জল, কাননের ফুল সকলে শোনো, আমি ভালোবাসি গো ভালোবাসি।
     কোনো দ্বিধা সংকোচ জড়তা তার নেই। সে যা ভাবে, যা চায়, যেমন ভাবে পারিপার্শ্বিক কে নিয়ে খেলতে চায়-- তাই করে। কোনো আপোষে সে বিশ্বাস করে না। কোনো কারণে ‘ না’ শুনতে পছন্দ করে না। দেবযানী ধরেই নিয়েছে যে কচ ও তাঁকে ভালোবাসে। এক অসম্ভব অধিকার বোধ কাজ করে তার কচের ব্যাপারে। পাঠের সময়টুকু ছাড়া এক নিমেষের জন্য চোখের আড়াল করেনা তাকে।

 ‘ ব্যাথা করছে’ ? কচের প্রশ্নে সম্বিত ফেরে দেবযানীর। অনেক ক্ষণ ধরে তাঁর
 
     রক্ত পদ্মের মতো চরণটিকে নিজের হাতের উপর ধরেছিল কচ। আরামে চোখ বুজে প্রিয় স্পর্শের সুখে বিভোর দেবযানীকে মৃদু ধাক্কায় বাস্তবে ফিরিয়ে তার হাত ধরে সাবধানে উদ্যানের দিকে পা বাড়ালো কচ, মুখে মৃদু রহস্যময়তা, মনে চিন্তা কবে হবে কার্য সিদ্ধি? কবে ফিরে যেতে পারবে আপন পরিচিত পাঠ কক্ষে? নিজের মনে কথা বলে বলে হাঁটছিল দেবযানী, তাই নজরে পড়েনি কচের মুখ। তবে দেখলেও কি বুঝতে পারত কিছু? সরল পাখী কি বোঝে চতুর ব্যাধের কুটিলতা?

কচ ও দেবযানী পর্ব--৩
------------------------
   রাত এখন গভীর। আশ্রমের সকলে নিদ্রার কোলে। টিম টিম করে আলো জ্বেলে গভীর মনোযোগে দিনলিপি লিখছে কচ। শিখছে অনেক কিছু, যা কল্পনার অতীত। দৈত্যগুরুর অতলান্ত জ্ঞান দেখে অবাক হয়ে যায় সে। শ্রুতি পদ্ধতিতে পাঠ দেন মহর্ষি। শ্রুতি মানে শুনে মনে রাখা। এই পদ্ধতি সম্পূর্ণ বৈজ্ঞানিক। এর ফলে মেধা মনন সমস্ত কিছুর উন্নতি অনিবার্য। বৈদিক যুগে,  শিক্ষাপদ্ধতি উন্নতির জন্য ঋষিরা আধুনিক বিজ্ঞান সম্মত উপায় প্রয়োগ করেছেন। শ্রুতি তার মধ্যে একটি। অদ্ভুত এই উপায়। আচার্য মুখে বলছেন, শিষ্যরা কানে শুনছে, মনে রাখছে। একটা বুনন চলে। তার ফলে মস্তিষ্কের কোষ উজ্জীবিত হয়। শ্রবণ যন্ত্র তীক্ষ্ণ হয়,স্মৃতি শক্তি বৃদ্ধি পায় বহুগুণ।
     তবু, সময় পেলেই কচ কিছু সূত্র লিখে রাখে। যদিও তাঁর মনে রাখার ক্ষমতা আগামী একশো বছরেও লাঘু হবার নয়, তবু সে সুযোগের ব্যবহার করে। যে কুটিরটিতে সে থাকে, তাতে আরামের ব্যবস্থা পর্যাপ্ত। এগুলি আসলে নামেই কুটির। অসুররাজ্যে ঐশ্বর্যের প্রতুলতা দিয়েছে আরাম আর প্রাচুর্য। মদ্য, মাংস, নারী কোনো কিছুর অভাব নেই। যদিও ব্রহ্মচর্য পালন কালে, কচ ওসবের দিকে ফিরেও তাকাবে না। কিন্তু চাইলে সে আশ্রমের বাইরে সব কিছুই ভোগ করতে পারে।
     রাত্রি গাঢ়। বড় বড় বৃক্ষের শাখায় সর সর হাওয়ার শব্দ ছাড়া সব নিঃশব্দ। বাতাসের মতো ধীর পায়ে  ঘরে ঢুকে  এলো কেউ। হাওয়ায় ভাসা গলায় আগন্তুক বললো--’ সাবধান কচ। প্রাণের আশঙ্কা আছে তোমার। ‘
--’ কিন্তু, আমার এখানে আসার কারণ তো কেউ জানে না।’
 আবছা হাসলো আগন্তুক--’  কুটিল ষড়যন্ত্র চলছে  তোমাকে বাঁচাতে পারে একমাত্র দেবযানী। সে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে।’
---’ আর সেই বিশ্বাস আমাকে ভঙ্গ করতে হবে! নিজেকে এতখানি নিচে নামাতে হবে ভাবিনি কখনো!’ ক্ষোভে  দুঃখে বলে উঠলো কচ।
--’ আমি  দেবতাদের আজ্ঞাবহ দূত মাত্র।
 তবু তোমার মনোবেদনার উত্তরে বলতে পারি, জাতির উপকারের জন্য সব কিছু করা যায়।’
---’ এমন কপটতার পরিবর্তে নিজের প্রাণ দিলে ভালো হতো।’ তরুণ কণ্ঠ বেদনায় বুজে যায়। দেবযানীর সরল মুখখানি মনে পড়ে। দূত বলে গেল তাঁর প্রাণ হানির আশঙ্কা আছে। এমন ধিক জীবন! যদি যায় তো যাক।
*
  বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চলেছে, অথচ শুক্রাচার্যের হোমধেনু বনের কাছে চরাতে গিয়ে কচ ফেরেনি। উৎকণ্ঠায় ঘর বার করছে দেবযানী, চিন্তার আরো বিশেষ কারণ হলো, নিদির্ষ্ট সময়ে চেনা রাস্তা ধরে ঘরে ফিরে এসেছে, হোমধেনু। কিন্তু দূর দূর পর্যন্ত কচকে দেখা যাচ্ছে না।
      খুব রাগ হলো দেবযানীর। এই সময় সে গান শোনে। কচ গান গাইতে গাইতে, তার চুলে হাত বুলিয়ে দেয়। এসব তার অভ্যেস হয়ে গেছে। এখন যদি হঠাৎ করে অভ্যাস পূরণের লোক অদৃশ্য হয়ে যায়, তবে এমন বিরক্তি লাগে, যেন চোখে একটা ছোট বালি ঢুকে কির কির করছে।
    তারপর হলো উৎকণ্ঠা। কচ কে বিশ্বাস করে সে। নিয়ম মেনে চলা ছেলে, এমন করতেই পারে না। নির্ঘাৎ কোনো দুর্ঘটনায় পড়েছে । ভয়ে চিন্তায় অস্থির হয়ে ছুটে গেল পিতার কাছে---
  ‘ পিতা, কচ এখনো ফেরেনি। ধেনু গুলি ফিরে এসেছে। কচ নয়। পিতা, আমি নিশ্চিত, ওর কোনো বিপদ হয়েছে। তুমি কিছু করো। কচের যদি মৃত্যু ঘটে আমি কিন্তু বাঁচবো না।’
      শুক্রাচার্য অবাক হয়ে গেলেন। মেয়ে তার অবুঝ,  জেদী, অভিমানী, কিন্তু এমন স্পষ্ট করে নিজের প্রেমের কথা বলতে পারে যে, সে তো আত্মবিশ্বাসী ও বটে। মেয়ের ব্যাকুল চোখের দিকে তাকিয়ে,
  শুক্রাচার্য বুঝলেন দেরী করলে বিপদ হতে পারে। তিনি ধ্যান যোগে দেখলেন কিছু দানব , কচকে মেরে, টুকরো টুকরো করে কুকুরদের খাইয়ে দিচ্ছে।
  শিউরে উঠলেন দৈত্যগুরু। বুঝলেন, দৈত্যদের কাছে কচ এখনো শত্রুর ছেলে অথবা এক তস্কর। তাঁকে রাস্তা থেকে সরাবে অসুররাজ যেভাবেই হোক।  মনখারাপ হয়ে গেল তাঁর। নিছক সন্দেহের বশে এমন জঘন্য কাজ যারা করে, তারা কি করে দেবতাদের সমালোচনা করে? জলদ গম্ভীর স্বরে তিনি বললেন-- ‘ মা, চিন্তা নেই। এখুনি সঞ্জীবনী মন্ত্রে আহবান করছি কচ কে।’
   মন্ত্র উচ্চারণে জীবিত কচ, একেবারে অবাক হয়ে গেল। দেবযানী ছুটে গিয়ে তাঁর হাত ধরে ব্যাকুল হয়ে বলল--
  ‘ কি হয়েছিল তোমার? ‘
ভয়ার্ত গলায় কচ বললো---’আমাকে কতগুলো অসুর এসে হত্যা করেছিল দেবযানী।  ও দেবযানী! দেখো আমি বেঁচে আছি। এ কি করে সম্ভব হলো?’
 তাচ্ছিল্যের স্বরে দেবযানী বললো--’  পিতার সঞ্জীবনী মন্ত্রের গুনে তুমি ফিরে এসেছ। তিন লোকে কেবল আমার পিতাই  এই মন্ত্র জানেন। আর কেউ নয়।’
 কচ দেবযানীর হাত ধরে গাঢ় স্বরে বলল--’ আবার যদি এমন বিপদ হয়?’
---’ আবার তোমাকে বাঁচিয়ে তুলবো। তোমাকে ভালোবাসি। তোমার জন্য সব করতে পারি।’
    সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেছে আশ্রমের চারিপাশ। মুখ দেখা যায়না ভালো। না হলে দেবযানী দেখতে পেত তার সামনে দাঁড়িয়ে আছে  এক অচেনা কচ। মুখে যার ধূর্ত কৌশলী হাসি। যে পরিষ্কার বুঝতে পারছে, সঞ্জীবনী মন্ত্রের জন্য কেন দেবযানীকে লক্ষ্য পূরণের অস্ত্র ভাবতে বলেছিলেন শ্ৰী বিষ্ণু।
কচ ও দেবযানী--৪
      কচের উপর দ্বিতীয় আক্রমণ ঘটলো খুব তাড়াতাড়ি। রোজকার মতো সেদিনও দেবযানীর জন্য ফুল সংগ্রহে গভীর অরণ্যে প্রবেশ করেছিল সে। যত গভীর অরণ্য, ততো নাম না জানা ফুলের সমারোহ। এগুলি আনলে ,চমকে যায় দেবযানী।
 ছেলে মানুষের মতো হাতে তালি দিয়ে হেসে ওঠে
     --’ আহ্হঃ। তোমার সব কিছু কেমন অন্যরকম কচ। তোমার ভাবনা, কথা, গান--এমন আর কেউ নয়।’
  ----’ এমন বলো কেন দেবযানী? আমি সাধারণ। ওই দেখো, দেখো ,বিকেলের আকাশ দিয়ে পাখা মেলে উড়ে যায় বলাকা। দেখো!’ কচ ভয় পায় নাকি? কথা ঘুরিয়ে দেয়। সে প্রেমিক নয়। সে আসলে এক নকল জাদুগর। যদি ধরে ফেলে এই সরলা বালিকা? যদি বুঝে যায়, কচের বাঁশির সুরে মিশে আছে বিষ। প্রেম নেই কোথায়ও। আছে বিশ্বাসঘাতকের কালো ধোঁয়া।
    অসুরপুরের অরণ্য আদিম। আকাশ ছোঁয়া দীর্ঘ পুরোনো বৃক্ষরাজির আড়াল ভেদ করে সূর্যের প্রবেশ অবাধ নয়, তাই নীচের জমি স্যাঁতসেঁতে ভেজা। ঝরে পড়া পাতার রাশিতে লুকিয়ে থাকে বিষাক্ত সাপ, কীট পতঙ্গ। কচ এমন দেখেনি আগে। এমন থমথমে, ঘুমন্ত অরণ্য স্বর্গে নেই। স্বর্গে সমস্ত কিছু হিসেব করে। অরণ্য আছে। কিন্তু তা পাহাড় ঝর্ণা দিয়ে সাজিয়ে মনোরম করে রাখা। স্বাভাবিক সৌন্দর্যে বেড়ে ওঠা বৃক্ষরাজির বেয়াদপি দেবরাজ সহ্য করবেন না। কচ বার বার এই অরণ্যে ছুটে আসে। এর আদিম শরীরী ঘ্রাণ বুক ভরে নেয়। খুঁজে বার করে এমন অনেক পুষ্প, যা এতদিন গোপণ ছিল, কেউ দেখেনি।
    অরণ্যের গভীরে প্রবেশের কারণ শুধু ফুল নয়, অনেক অজানা অচেনা লতা গুল্মের সন্ধান পায়  কচ, যা ভেষজ চিকিৎসায় খুব উপকারী। পাকে চক্রে দেবতা অসুরের দ্বন্দ্বে জড়িয়ে পড়লেও, মূলত তাঁর মন আনন্দ পায় নিত্য নতুন আবিষ্কারে। এই যেমন সেদিন এক লতা গুল্ম আবিষ্কার করলো যার রস থেকে কর্কট রোগের আরাম হয়। যদিও এখনো সে সিদ্ধান্তে পৌঁছুতে পারেনি। তবে, স্বর্গে তাঁর অধ্যয়ন কক্ষের উপকরণের সাহায্যে  এই লতাকে পরীক্ষা করলে হয়তো সমাধান হবে। নিজের প্রিয় পাঠ কক্ষের কথা মনে করে দীর্ঘশ্বাস পড়লো কচের। কবে শেষ হবে এই নির্বাসন?
       অরণ্যে ফুল তুলতে তুলতে রাগ ইমনের সুর গুণ গুণ করছিল কচ। আজ ইমন রাগিনীতে বীণ বাজিয়ে শোনাবে দেবযানীকে। গতকালের ওই ভয়ঙ্কর ঘটনার পরে মন এখন অনেক শান্ত। বিকেল বিকেল আশ্রমে ফিরে, বীণা বাজাবে সে। দেবযানী মানা করেছিল আজ আশ্রমের বাইরে যেতে। কিন্তু কচ তা শুনবে কেন?  নিবিড় বনানীর রহস্যময়তা তাকে টানে। সুর আর সৌন্দর্যের নেশায় বিভোর থাকলেও কচ  দেখতে পেল মাথার ওপরে নেমে আসছে চকচকে ধারালো খড়্গ। প্রাণ পনে দৌড়োলো সে। খড়্গ যেন বিদ্রুপের হাসি হেসে ধড় থেকে মাথাটা কচাৎ করে কেটে দিলো। মুণ্ডহীন কচ কিছুক্ষন ধড়ফর করার পরে স্থির হয়ে গেল।
*
  অসুররাজ্যে প্রথমেই যেটি চোখে পড়ে তা হলো ঐশ্বর্যের ঝলমলানি। বিলাসিতায় প্রকট চারিপাশ। উৎকৃষ্ট সুরা, পণ্য সামগ্রী, অপ্সরা তুল্য রমনী , মহার্ঘ বস্ত্র পরিহিত দৈত্য গণের সদর্প চলা ফেরা। রাজ্যে স্বচ্ছলতা , প্রাচুর্য উপচে পড়ছে। ময় দানবের  সুদক্ষ পরিচালনায় দক্ষ কারিগর, শিল্পীদের দলটি ক্রমাগত রাজধানীর সৌন্দর্য বৃদ্ধিতে ব্যস্ত।
   শুক্রাচার্যের আশ্রমটি পাহাড়ের উপরে অতি মনোরম করে সাজানো। ভিতরে এক ছোট নদী আছে। আছে দেবযানীর পছন্দ মতো গাছ গাছালি। একটি স্বয়ংচালিত খেয়া নৌকা করে মরালির মতো নদীতে ভেসে যাচ্ছিল দেবযানী। গোধূলির আলো পড়েছে তাঁর কোমল মুখখানিতে। সে আজকাল সখীদের থেকে দূরে থেকে কচের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। আর একটু পরেই আসবে কচ। বাজাবে বীণ। পাহাড়ের ওই ওপরে চাঁদ উঠে আসবে যখন , তখন নিজ কুটিরে ফেরে কচ। প্রতীক্ষা মাঝে মাঝে এত অসহনীয় হয়ে ওঠে কেন বোঝেনা দেবযানী? সূর্য ডুবে গেল যেন? ওই কে আসে ছুটে ছুটে? দেবযানী তাড়াতাড়ি ডিঙি ঘুরিয়ে তীরে চলে। কে ওই অর্বাচীন দূত? যে বলে কচ আর বেঁচে নেই?
*

 দেবযানী পাগলের মতো আচরণ করতে লাগলো। আবারো সিদ্ধ সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে বাঁচালেন কচকে ঋষি। কিন্তু এবার ক্ষুব্ধ  শুক্রাচার্য বেগে চললেন দৈত্যরাজ বৃষপর্বার কাছে
 ---’ এসব কি হচ্ছে দৈত্যরাজ? কচ আমার আশ্রিত, সন্তান তুল্য। তার ওপর এমন আক্রমণ? এ আমার অপমান! ‘
---’বিশ্বাস করুন গুরুদেব। আমি কিছুই জানি না ।  আজকাল কিছু বাইরের অবাঞ্ছিত দৈত্যের প্রবেশ ঘটেছে রাজ্যে। হয়তো তাদের সঙ্গে কোনো বিরোধ ঘটে থাকবে কচের। ‘
---’ ওমন ছেলেই নয় সে , যে অকারণ বিরোধ ঘটাবে। আপনি আমার সঙ্গে ছলনা করবেন না দৈত্যরাজ!’ ক্রোধে অগ্নিবর্ন হয়ে শুক্রাচার্য বললেন।
---’ গুরুদেব। গুরুদেব  শান্ত হন। উতলা হবেন না। আপনি অন্তর্যামী। আপনাকে ছলনা করবো এমন ক্ষমতা আমার নেই।’ রাজা বৃষপর্বা আকুল হয়ে গুরুদেবের চরণ তলে বসে পড়লেন।
---’ ব্রাহ্মণের ক্রোধ উচিৎ নয়। কিন্তু মহারাজ , আপনি সতর্ক না হলে,,কথা শেষ না করে বেগে প্রস্থান করলেন ঋষি।
   সেদিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে রাজা বললেন
----’ আপনি সরল ব্রাহ্মণ। দেবতাদের চক্রান্ত বোঝেন না। আপনি আর দেবযানী হতে বিপদে পড়বো আমরা।’ তারপরেই হুঙ্কার দিয়ে  দৈত্যদের দিকে ফিরে বললেন --
 অপদর্থের দল! বার বার বেঁচে ফিরে আসছে বৃহস্পতি পুত্র। এবার এমন বুদ্ধি বার করো, যেন সিদ্ধ সঞ্জীবনীও বাঁচাতে না পারে ওই দুষ্টকে।’
*
 সে এক বুদ্ধি বেরোলো বটে ! দানবরা প্রথমে কচ কে কেটে কুচি কুচি করে, পুরো শরীরটাকে পুড়িয়ে, ভস্ম বানিয়ে ফেললো, তারপরে সেই ভস্মচূর্ণ  উৎকৃষ্ট মদ্যের সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকে পান করতে দিলো। সন্দেহের কোনো কারণ ছিল না। সুরাপান তাঁর নিয়মিত অভ্যাসের মধ্যে পড়ে। তিনি নির্দ্বিধায় সুরার সঙ্গে মিশ্রিত কচের দেহ ভস্ম খেয়ে নিয়ে বিশ্রাম নিতে চলে গেলেন।
   উৎকন্ঠিত দেবযানীর চোখের সামনে রাত গভীর হতে লাগলো ধীরে ধীরে। কচ ফিরলো না। দেবযানীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। অসহায়ের মত ছুটে গেল পিতার কক্ষে। উত্তেজিত কন্যার আকুল কান্নায় ঘুম ভেঙে উঠে শুক্রাচার্য বার বার প্রয়োগ করতে লাগলেন সিদ্ধ মন্ত্র। কিন্তু তবু কচ ফিরলো না। আকুল কান্নায় ভেঙে পড়লো দেবযানী। তাই দেখে দৈত্য গুরু বললেন
---’ শান্ত হও কন্যে। তুমি এত বিদ্যা শিক্ষা করেছ, জানোনা যে মরণ আসবেই একদিন? তার জন্য শোক বৃথা? আর তা ছাড়া তোমার কোনো দিক থেকেই যোগ্য নয় ওই ছেলে। শোক ভুলে নিজের কাজ করো।’
 উপদেশের উত্তরে আরো জোরে কেঁদে উঠলো দেবযানী। কাঁদতে কাঁদতে বললো---
---’ দানবরাজ্যের মতো ধনবান না হোক পিতা, কচ হৃদয়ে ধনী। আমি যা বলতাম তাই শুনতো। কোনোদিন প্রতিবাদ করেনি। পিতা, কচ আমার সখা, আমার প্রাণ।’
---’ এসব কি বলছো কন্যে?’
---’ পিতা! ওমন সুন্দর পুরুষ আমি কোনদিন দেখিনি। ওমন বিদ্বান ওমন স্নেহ --পিতা ! কচ কে আমি ভালোবাসি। সে যদি ফিরে না আসে আমি আত্মহত্যা করবো।’
    শুক্রাচার্য কন্যাকে ভালোবাসেন। কিন্তু নিজের কাজের বাইরে সময় কতটুকু দিতে পারেন? সখীদের সঙ্গে একলাই বড় হচ্ছে কন্যে। সময় দিতে অপারগ হয়ে দেন অপরিমিত প্রশয়। সেই প্রশয়ের ফল আজ সামনে দাঁড়ানো। জেদী ,অপরিণত বুদ্ধির এক তরুণী। এবং এমন সর্বনাশা জেদ ডেকে আনতেই পারে মৃত্যু, সে কথাও বোঝেন তিনি। নিঃশ্বাস ফেলে নিজেকেই দুষলেন ঋষিশ্রেষ্ঠ। সান্ত্বনা দিয়ে কন্যাকে কাছে টেনে চোখের জল মুছিয়ে  ভারী গলায় বললেন---
   ‘ কেঁদোনা দেবযানী। পিতা আমি। কিন্তু পিতার কর্তব্য করিনি কোনোদিন। তোমার একাকিত্ব বুঝিনি আমি।  তোমার মনের সেই শুন্য জায়গা ভরে দিয়েছে কচ। আমি আনবো তাকে ফিরিয়ে। যে ভাবেই হোক। কিন্তু, কন্যে, আজ একটি কথা শোনা এই অসহায় পিতার। মন যেন কখনো ক্রীতদাস না হয় কারো। ক্রীতদাস মন সিদ্ধান্ত নিতে অপারগ হয়ে পড়ে।’
---’পিতা! ‘ ক্রোধে চিৎকার করে ওঠে দেবযানী--’ অনর্থক কথায় সময় নষ্ট করছেন আপনি। ধ্যানযোগে জানুন কচ কোথায়? তারপর উদ্ধার করুন তাঁকে।’
----’ বেশ পুত্রী। তাই হোক তবে।’  আচমন করে ধ্যানে বসলেন মহামতি।
      নির্জন বনানী। অপার মহিমায় রাত্রি ক্রমে রহস্যময়। কিছু নিজস্ব শব্দ থাকে রাতের, থাকে নিজস্ব স্পর্শ। গোটা একটা দিন হলো প্রকৃতির সংবাদ বাহক। সকাল থেকে রাত বিভিন্ন সময়ের প্রেক্ষাপট , বিভিন্ন বার্তা বহন করে আনে।
   উৎকন্ঠিত দেবযানীর সামনে চোখ খুললেন শুক্রাচার্য। এই মাত্র ধ্যানে যা দেখলেন তা এত ভয়ঙ্কর, এতই বেদনাবহ এবং বীভৎস --সে সংবাদ তিনি দেবেন কি করে ওই প্রাণ পুতুলিকে? নিজেকে মহাজ্ঞানী মনে করতেন তিনি। আজ দেখলেন সময়ের বিদ্রূপের কাছে কিভাবে পরাজিত হয় জ্ঞান। এমন অসহায় ,এমন ক্লান্ত কখনো বোধ করেন নি তিনি। দেবতা অসুর মানব --কালের পদতলে প্রত্যেকেকে নতজানু হতে হয়। ক্লিষ্ট মুখে তিনি তাকালেন কন্যার দিকে। এমনই বেদনার্ত সেই ভঙ্গী যে দেবযানী চমকে উঠলো , দ্রুত পায়ে পিতার কাছে বসে, দুই হাতে গলা জড়িয়ে স্নেহ সিক্ত স্বরে প্রশ্ন করলো --
  ‘ কি হয়েছে পিতা? কি হয়েছে আমাকে বলো?’
কন্যার সুকুমার মুখটির দিকে তাকিয়ে চোখে জল এলো দোর্দন্ডপ্রতাপ ঋষির। শুষ্ক হেসে বললেন---
  ‘ তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি পুত্রী। জেনেছি কচ কোথায় আছে?’
---’ জানতাম পিতা। আপনি সর্বশক্তিমান। আপনি পারবেন না, এমন কোনো কাজ নেই। এবার ফিরিয়ে দিন আমার প্রিয়তমকে।’
---’তার আগে একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, দেবযানী।’
---’প্রশ্ন? এই সময়ে? আচ্ছা, বলুন কি প্রশ্ন?’
---’ কাকে জীবিত দেখতে চাও তুমি? তোমার পিতাকে না কচকে? যে কোনো একজন কে বেছে নিতে হবে তোমাকে। পিতা অথবা কচ!’

    রাত্রির অন্ধকার ভেদ করে কর্কশ স্বরে পেঁচক ডেকে উঠলো এক। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হতে থাকলো কন্যার প্রতি পিতার চিরকালীন প্রশ্ন
----’কাকে চাও কন্যে? পিতা না প্রেমিক? পিতা না প্রেমিক? পিতা না প্রেমিক?’
পর্ব --৫
---------
       অসুররাজ্যে  উৎসবের মেজাজ  আজ সকাল থেকে।  উৎসবের কারণ নিয়ে  কেউ কিছু বলছে না। এমন কি কানাকানি পর্যন্ত নয়। চাপা খুশি যাকে বলে। কিন্তু লক্ষ্য করলেই বোঝা যায়, অন্যদিনের তুলনায় দৈত্যরাজ বৃষপর্বা, বেশ খোশ মেজাজে সিংহাসনে বসে উৎকৃষ্ট মৈরেয় পান করছেন সেই সঙ্গে অকাতরে দান করেছেন ছোট ছোট মূল্যবান স্ফটিক খন্ড, স্বর্ণ মুদ্রা, গহনা এবং সূক্ষ্ম বস্ত্র। আজ সভায় রোজকার কাজের তেমন গুরুত্ত্ব নেই, বরং অমাত্য ও অন্যান্য উচ্চ পদস্থ রাজ কর্মচারীরা নিজেদের মধ্যে কৌতুক দৃষ্টি বিনিময় করে চলেছে।
  এমন সময় রাজ সমীপে এসে অভিবাদন করে দাঁড়ালো গুপ্তচর।
---’ এখন কি সংবাদ হে?’ লঘু মেজাজে জিজ্ঞেস করলেন মহারাজ।
---’ মহারাজ। রাত ভোর পর্যন্ত গুরুদেব আর আচার্যা দেবযানীর বাক বিতণ্ডা চলেছে। তারপর হঠাৎ সব নীরব হয়ে যায়। মহারাজ, আপনি তো জানেন, গুরুদেবের আশ্রমে প্রবেশ করা, যে কোনো দুর্গের চাইতেও কঠিন।’ ইনিয়ে বিনিয়ে সংবাদ বাহক অজুহাত দিতে থাকে।
----’ অযথা বাক্য প্রবাহে বিলম্ব না করে মূল কথায় এসো তুমি।’  বিরক্তি চাপা নেই দৈত্যরাজের স্বরে,
  ---’ গুরুদেব আর তাঁর কন্যার বাক বিতন্ডার সংবাদে আমার কোনো রুচি নেই। আর তোমাকে , তোমার দল বল সহ গুরুদেবের উপরে নজর রাখতে বলা হয়েছিল, তুমি এখানে চলে এলে কেন?’
---’ মহারাজ! সেই কথাই তো বলছি, আমরা ভালো করে কিছু দেখতে পাইনি সত্য, কিন্তু শুনতে পেয়েছি।’
----’ শুনবে আর কি? প্রথমে বাক বিতণ্ডা তারপরে কান্না। দেবযানীর কান্না। মৃত কচের জন্য। হাঃ। কি আনন্দ আজ। দুষ্ট দেবতাদের চক্রান্ত ব্যর্থ হলো। শান্তিতে মদ্য পান করবো আজ।’
 বার্তা বাহক দানব কুন্ঠিত মুখে, বিশাল শরীর যথা সাধ্য ঝুঁকিয়ে, করুণ কণ্ঠে বললো---
   ‘ কান্না নয় মহারাজ। ভোর সকালে আমরা শুনলাম বীণা বাজিয়ে গান।’
---গান?’ সমস্বরে সভাস্থ সমস্ত দানব আর্তনাদ করে উঠলো--’ বীণা বাজিয়ে গান?’ মুহূর্তে আমোদিত সভাঘরের উপর ছেয়ে গেল বিষাদের কালো মেঘ। কি বলে এই অর্বাচীন? জলদগম্ভীর কণ্ঠে প্রধান অমাত্য প্রশ্ন করলেন---
  ‘ গান? কচ মৃত। এখন গান কে গাইবে? হে দূত, তুমি দেবযানীর কান্নাকেই গান ভেবে ভুল করছো। ভালো করে ভেবে বলো।’ রুষ্ট কণ্ঠে মহামন্ত্রী বলেন।
---’ না মহামন্ত্রী।  কান্না নয়। পুরুষ কণ্ঠে সুন্দর সাবলীল সুর পাহাড়ের উপর দিয়ে ভেসে ভেসে আমাদের কানে এলো। ব্যাপার কিছু বুঝতে না পেরেই আমি এখানে চলে এসেছি।’
   থেমে গেল নর্তকীদের নুপূর নিক্কন, ফেনিভ মদিরার পাত্র ম্রিয়মান, হীরক খণ্ডের মতো বাতিদান নিষ্প্রভ, স্বর্ণ সিংহাসনে উজ্জ্বল বস্ত্রে সুপরুষ দৈত্যরাজের হাস্যোজ্জ্বল মুখে কালো ছায়া
  পুরুষ কণ্ঠে সংগীত? বীণ বাদন? তার মানে?
      কচ বেঁচে আছে? জীবিত আছে?  কি করে সম্ভব হলো এই অসম্ভব কাজ? কে করলো? কিভাবেই বা করলো?
কচ ও দেবযানী ---পর্ব -৬ ---জয়তী রায়

---------–----/-----------------------------------
        ‘ নারায়ণ নারায়ণ’ বলতে বলতে নারদ হাজির বিষ্ণুলোকে। স্বর্গ মর্ত্য পাতাল তিনলোকে নারদ , যেখানে যখন মন চায় পৌঁছে যান। তিনি হলেন সবজান্তা ঋষি। তিনলোকের সব গোপন খবর তাঁর ঝুলিতে মজুত। তবে শিবলোকে নারদ ঘেঁষেন না। ওই ভোলানাথকে তিনি সমীহ করেন। ভূত প্রেত , বদমেজাজী নন্দী ভৃঙ্গি নিয়ে সপরিবারে বাস দেবের দেব মহাদেব স্বর্গের ধার ধারেন না । বেশির ভাগ সময় গভীর তপস্যায় মগ্ন থাকেন। যে যুদ্ধে দেবতারা একেবারে গো হারান হেরে যান, সেখানে তিনি ত্রাতা রূপে উপস্থিত হবেন, নিজের ভয়ঙ্কর ত্রিশূল নিয়ে। এবং, সে যুদ্ধে জয় অনিবার্য। ওখানে নারদ ঘেঁষেন না। কে জানে কখন তৃতীয় নয়নের আগুন দিয়ে ভস্ম করে দেন। আসলে যেখানে কপটতা নেই, সেই স্থানে একটু সামলে চলাই ভালো।
  বিষ্ণুলোক স্বর্গের সবচেয়ে সুন্দর স্থান। দেবরাজ ইন্দ্রের সভায় ঐশ্বর্যের আড়ম্বর বেশি, কিন্তু বিষ্ণুলোক , লক্ষীর হাতের ছোঁয়াতে সৌন্দর্য ও সুরুচির প্রকাশে অপরূপ। ব্যক্তির নিজের বিভা স্থান কে মহত্ব পূর্ণ করে তোলে। শ্রী বিষ্ণু , একজন ধী যুক্ত দেবতা। জ্ঞান, বুদ্ধি, ব্যক্তিত্বে তিনি সকলের চেয়ে শ্রেষ্ঠ। নারদ নিজেকে বিষ্ণুর পরম ভক্ত বলে মনে করেন। এবং যখন ইচ্ছে হয়, নিজের ইষ্ট দেবতাকে দর্শণ করতে চলে আসেন।
      নারদকে দেখে খুশি মনে আহবান জানালেন বিষ্ণু
      ---’ আসন গ্রহণ করুন ঋষিবর। কুশল মঙ্গল সব?’
 প্রণাম করে নারদ বললেন--’ আপনার ছত্র ছায়ায় আছি ভগবন। কোনো অনিষ্টর ক্ষমতা নেই আমাকে স্পর্শ করবার।’
স্মিত প্রশয়ের হাসি হাসলেন বিষ্ণু। কে না জানে ভক্ত হলো দেবতার বড় হাতিয়ার। যার যত ভক্ত, সে তত শক্তিশালী দেবতা।
 --’ আয়ুষ্মান ভব। তা ঋষিবর , আগমনের হেতু?’
 --’  ভগবন! এখন তো সর্বত্র প্রধান আলোচ্য বিষয়  কচ দেবযানী। সিদ্ধ সঞ্জীবনী মন্ত্রটি অপহরণ করতে সে সক্ষম হলো শেষ পর্যন্ত, এই নিয়েই নানা আলোচনা চলছে।’ বিনীত কিন্তু কৌশলী কণ্ঠে বললেন নারদ। একটু উপহাস যেন বলার ভঙ্গীতে?
---’অপহরণ? অপহরণ কেন বলছো নারদ? তোমার আস্পর্ধা তো কম নয়? বৃহস্পতি পুত্র  মন্ত্র  শিক্ষা করতে গেছে। চাতুরী করতে নয়।’
 ---’ প্রভু রুষ্ট হবেন না প্রভু। এ আমার কথা নয়। তিনলোকেই এমন কানাকানি চলছে যে, দেবতারা বড় ঘৃণিত ছলনা করেছে অসুরদের সঙ্গে। প্রভু! কি বলবো আপনাকে লজ্জার কথা, লোকে এমন কথাও বলছে যে, ভবিষ্যতে দেবযানী গভীর বিষাদে ডুবে যাবে  কচের জন্য।’
----’ তুমি থামো নারদ। দেবযানী কখনোই হার মানবে না জীবনের কাছে। সে বাঁচতে জানে। কচ স্বর্গ রাজ্যে ফিরে এলেই সব স্বাভাবিক হয়ে যাবে আবার। ‘
----’ প্রভু। কি যে বলেন! ক্ষমা করবেন দেব। কচ ছলনা করেছে, কিন্তু দেবযানী নয়। সে মন সমর্পণ করেছে কচকে।
---’ শোনো নারদ। যা ঘটবার তাই ই ঘটবে। ন্যায় অন্যায় সব কিছু কালের গর্ভে হারিয়ে যায়। দুঃখ বা আঘাতের প্রয়োজন আছে বই কি! দুঃখের আগুনে পুড়ে আসে পরিণত বোধ।’
---’ নারায়ণ ! নারায়ণ! প্রণাম। আপনার সান্নিধ্য আমাকে বড় আনন্দ দেয় প্রভু! এখন দাসের প্রতি কি আজ্ঞা?’
----’ কে দাস? ভক্ত কখনো দাস নয়। প্রকৃত ভক্তের দাস স্বয়ং ভগবান। সে যাই হোক, তুমি অসুর রাজ্যে যাও।  অনুপার্বিক জেনে আমাকে বলো।’
----’ যথা আজ্ঞা  প্রভু।’
*
 মহর্ষি শুক্রাচার্যের  আশ্রমে ভোরের আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ঠান্ডা বাতাস বইছে। পাখিদের কূজন আর সুবাসিত পুষ্পের আয়োজনে একটি নিশ্চিন্ত ভোর নেমে এসেছে  আশ্রমের উপরে।
       আহির ভৈরবীর সুরে বীণ বাজিয়ে তন্ময় সুরে গান গাইছে কচ। ঈষৎ দূরে একটু  শুক্রাচার্য বসে আছেন নিমিলিত চোখে, শরীরে ক্লান্তির ছায়া হলেও মুখখানি প্রফুল্ল। দেবযানী হাঁটুর উপরে মুখ খানি রেখে শান্ত মনে কচের গান শুনছে। সমস্ত বাতাবরণ শান্ত, স্নিগ্ধ, সৌম্য। গতরাতে যে বিপদের ঝড় বয়ে গিয়েছিল , তার চিন্হ মাত্র আর নেই।
    গান শেষ হলে, শুক্রাচার্য আপন কক্ষে ফিরে গেলে, কচ  দেবযানীর কাছে গিয়ে,  করতলে তার মুখখানি নিয়ে বললো---
   ‘ গতকাল তোমার জন্য প্রাণ ফিরে পেলাম। তোমার জন্যই  সিদ্ধ সঞ্জীবনী  মন্ত্র শিখতে পারলাম। এখনো ভাবলে শিউরে উঠছি, কি করে গুরুদেবের উদর থেকে আমি নতুন জন্ম লাভ করলাম। ‘
   দুই হাত দিয়ে প্রিয়তমের মাথার চুল গুলি নেড়ে দিল দেবযানী। অপলক তাকিয়ে রইলো তাঁর মুখের দিকে। এমন তো নয়, যে, তাকে কেউ কোনোদিন প্রেম নিবেদন করেনি? কিন্তু এমন সারল্য , তাকে ঘিরেই স্নেহের দিনরাতের আবর্তন আর কার ছিল? কচ যখন তাকে ‘ দেবী ‘ বলে সম্বোধন করে, তার কেমন মৃতা মায়ের কথা মনে হয়। যাকে সে কোনোদিন পায়নি।
  --’ কচ !কচ! তুমি জানো না, আমার জীবনে যে সুর তুমি বাজিয়েছ, তার মূল্য কতখানি। কচ তুমি জানোনা গতকাল রাতে আমি কি ভয়ঙ্কর খেলা খেলেছি পিতার সঙ্গে, শুধু তোমার জন্য। ভালোবাসলে মানুষ সব পারে।’ অস্ফুটে নিজের মনে কথা গুলো বললো দেবযানী।
---’ দেবী! চলো কুটিরে ফিরে যাই। তুমি একটু বিশ্রাম করো। আজ পাঠে যাবো না। গুরুদেব বিশ্রাম নিক। আমি তোমার জন্য মালা গেঁথে দি।”
---’ কচ। আমার কোথায়ও যেতে ইচ্ছে করছে না। সমস্ত আতঙ্কের শেষে শরীর ভার মুক্ত। এখন এই নরম তৃণের উপরে নিজের শরীর ছেড়ে দিয়ে বেশ লাগছে।’
--’ তাহলে তোমার মাথায় হাত বুলিয়ে দি?’
---’ কচ। এমন কেন করছো? শান্ত হয়ে বসো। একটু অনুভব করি এসো। কেন তোমার ভালো লাগছে না মুহূর্তটি?’
---’ দেবী!  আমার তো আজ ভোরে নতুন জন্ম হলো। মনে করে দেখো, আমার ভস্মীভূত শরীর সুরার সঙ্গে পান করেছেন গুরুদেব। এবার যদি তিনি সিদ্ধ সঞ্জীবনীর জোরে আমাকে বাঁচাতে যান , তবে তাঁর পেট চিরে আমাকে বেরোতে হবে। অর্থাৎ গুরুদেব মৃত্যু না হলে আমি বাঁচবো না।’
---’ পিতাও সে কথাই বলেছিলেন কচ। প্রশ্ন করেছিলেন যে পিতা না প্রেমিক -- দুজনের মধ্যে কাকে চাই আমি!’ কচের কোলে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে দেবযানী বললো। এক রাতেই তাঁর পরিবর্তন লক্ষণীয়। চপলা কিশোরী থেকে পরিণত নারী যেন আজ সে। সস্নেহে দেবযানীর কপোল চুম্বন করে কচ বলে--
  -’ বুঝতে পারছি তোমার সংকট’
দেবযানী যেন শুনতেই পেলনা কচের কথা। দুরাগত পাখির শিষের মতো গলায় বলে গেল--
  ‘ আমি চিৎকার করে বললাম , দুজনকেই চাই পিতা। দুজনকেই চাই। কঠিন গলায় পিতা বললেন একজন দেবযানী। মাত্র একজন।’ চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল নেমে এলো বলতে বলতে
---’ কি অসহায় অবস্থা আমার। বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাবে। হাল ছেড়ে দিয়ে পিতার মুখের দিয়ে তাকিয়ে বসে রইলাম। পিতা আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে উঠলেন। হাতে মন্ত্রপূতঃ জল নিয়ে সেই কাজ করলেন, যা কেবল মাত্র একজন পিতাই করতে পারেন।’
---’ জানি দেবী। আমি তখন গুরুদেবের উদরে। তাঁর সঞ্জীবনী মন্ত্রের প্রভাবে জ্ঞান চোখ মেলেছি সেখানেই। কিন্তু সেই শরীর তখন সূক্ষ্ম। যদি বেরোতে চাই, মারা পড়বেন গুরুদেব। সে কথা টি খুব সংকোচে জানাতে গুরুদেব আমাকে দান করলেন সিদ্ধ সঞ্জীবনী মন্ত্র। ‘ বলতে বলতে দু হাত উপরে তুলে সোজা হয়ে দাঁড়াল কচ, ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে ভাবাবেগে বলতে লাগলো
--’ আমি সমস্ত মন প্রাণ দিয়ে অপরাজেয় ওই মন্ত্র শিক্ষা করলাম। বার বার মনন করলাম। তারপর গুরুর উদর ছিন্ন করে বাইরে এসে, মন্ত্রের প্রথম পরীক্ষা করলাম গুরুদেবের মৃত দেহের উপর।’
     উত্তেজিত কচ স্থান কাল পাত্র ভুলে আকাশপানে দেবতাদের উদ্দেশ্যে বলতে লাগল-
---’আশ্চর্য আশ্চর্য। আমি মন্ত্র প্রয়োগ করা মাত্র গুরুদেব বেঁচে উঠলেন। ওহঃ, কি আনন্দ। কি আনন্দ। মৃত শরীর প্রাণ পেল। আমি পারলাম সেই অসম্ভব সম্ভব করতে। আমার সব পরিশ্রম সফল। এবার ফিরে যাব স্বর্গরাজ্যে।’
---’ কচ!!’ তীর বেগে উঠে দাঁড়ালো দেবযানী, নিজের কানকে বিশ্বাস না করে,  বিস্ফারিত দুই চোখ টান করে চিৎকার করে বললো সে---’ ফিরে যাবে? কোথায় ফিরে যাবে? কি বলছো তুমি? আমরা বিবাহ করবো এবার কচ। ‘
---’বিবাহ? সে তো সম্ভব নয় দেবী। গুরু কন্যা তুমি। সর্বোপরি, গতকাল গুরু শুক্রাচার্যের উদর হতে পুনর্জন্ম হয়েছে আমার। সেই হিসেবে আমরা ভাই বোন। বিবাহের তো প্রশ্নই নেই।’

   এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে এই নাটকটি দেখছিলেন দেবর্ষি নারদ। দেবযানীর দিকে তাকিয়ে সমস্ত দেবতা জাতের উপর ক্রোধে জ্বলছিল তাঁর সর্ব অঙ্গ। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তীব্র বেগে স্বর্গের দিকে পলায়ন করলেন।  প্রত্যাখ্যাতা নারী বিষধর সাপের চাইতেও ভয়ঙ্কর। নারদ কি ভয় পেলেন? অভিজ্ঞ ঋষি জানেন, নারী যেমন সর্বস্ব দেয়, তেমনি সর্বস্বান্ত করেও দিতে পারে। পরিণতির ভয়ঙ্কর ফলাফলকে স্বর্গের নিরাপদ স্থানে বসে দেখাই ভালো।

  পর্ব -৬
---------------------
        ‘ নারায়ণ নারায়ণ’ বলতে বলতে নারদ হাজির বিষ্ণুলোকে। স্বর্গ মর্ত্য পাতাল তিনলোকে নারদ , যেখানে যখন মন চায় পৌঁছে যান। তিনি হলেন সবজান্তা ঋষি। তিনলোকের সব গোপন খবর তাঁর ঝুলিতে মজুত। তবে শিবলোকে নারদ ঘেঁষেন না। ওই ভোলানাথকে তিনি সমীহ করেন। ভূত প্রেত , বদমেজাজী নন্দী ভৃঙ্গি নিয়ে সপরিবারে বাস দেবের দেব মহাদেব স্বর্গের ধার ধারেন না । বেশির ভাগ সময় গভীর তপস্যায় মগ্ন থাকেন। যে যুদ্ধে দেবতারা একেবারে গো হারান হেরে যান, সেখানে তিনি ত্রাতা রূপে উপস্থিত হবেন, নিজের ভয়ঙ্কর ত্রিশূল নিয়ে। এবং, সে যুদ্ধে জয় অনিবার্য। ওখানে নারদ ঘেঁষেন না। কে জানে কখন তৃতীয় নয়নের আগুন দিয়ে ভস্ম করে দেন। আসলে যেখানে কপটতা নেই, সেই স্থানে একটু সামলে চলাই ভালো।
  বিষ্ণুলোক স্বর্গের সবচেয়ে সুন্দর স্থান। দেবরাজ ইন্দ্রের সভায় ঐশ্বর্যের আড়ম্বর বেশি, কিন্তু বিষ্ণুলোক , লক্ষীর হাতের ছোঁয়াতে সৌন্দর্য ও সুরুচির প্রকাশে অপরূপ। ব্যক্তির নিজের বিভা স্থান কে মহত্ব পূর্ণ করে তোলে। শ্রী বিষ্ণু , একজন ধী যুক্ত দেবতা। জ্ঞান, বুদ্ধি, ব্যক্তিত্বে তিনি সকলের চেয়ে শ্রেষ্ঠ। নারদ নিজেকে বিষ্ণুর পরম ভক্ত বলে মনে করেন। এবং যখন ইচ্ছে হয়, নিজের ইষ্ট দেবতাকে দর্শণ করতে চলে আসেন।
      নারদকে দেখে খুশি মনে আহবান জানালেন বিষ্ণু
      ---’ আসন গ্রহণ করুন ঋষিবর। কুশল মঙ্গল সব?’
 প্রণাম করে নারদ বললেন--’ আপনার ছত্র ছায়ায় আছি ভগবন। কোনো অনিষ্টর ক্ষমতা নেই আমাকে স্পর্শ করবার।’
স্মিত প্রশয়ের হাসি হাসলেন বিষ্ণু। কে না জানে ভক্ত হলো দেবতার বড় হাতিয়ার। যার যত ভক্ত, সে তত শক্তিশালী দেবতা।
 --’ আয়ুষ্মান ভব। তা ঋষিবর , আগমনের হেতু?’
 --’  ভগবন! এখন তো সর্বত্র প্রধান আলোচ্য বিষয়  কচ দেবযানী। সিদ্ধ সঞ্জীবনী মন্ত্রটি অপহরণ করতে সে সক্ষম হলো শেষ পর্যন্ত, এই নিয়েই নানা আলোচনা চলছে।’ বিনীত কিন্তু কৌশলী কণ্ঠে বললেন নারদ। একটু উপহাস যেন বলার ভঙ্গীতে?
---’অপহরণ? অপহরণ কেন বলছো নারদ? তোমার আস্পর্ধা তো কম নয়? বৃহস্পতি পুত্র  মন্ত্র  শিক্ষা করতে গেছে। চাতুরী করতে নয়।’
 ---’ প্রভু রুষ্ট হবেন না প্রভু। এ আমার কথা নয়। তিনলোকেই এমন কানাকানি চলছে যে, দেবতারা বড় ঘৃণিত ছলনা করেছে অসুরদের সঙ্গে। প্রভু! কি বলবো আপনাকে লজ্জার কথা, লোকে এমন কথাও বলছে যে, ভবিষ্যতে দেবযানী গভীর বিষাদে ডুবে যাবে  কচের জন্য।’
----’ তুমি থামো নারদ। দেবযানী কখনোই হার মানবে না জীবনের কাছে। সে বাঁচতে জানে। কচ স্বর্গ রাজ্যে ফিরে এলেই সব স্বাভাবিক হয়ে যাবে আবার। ‘
----’ প্রভু। কি যে বলেন! ক্ষমা করবেন দেব। কচ ছলনা করেছে, কিন্তু দেবযানী নয়। সে মন সমর্পণ করেছে কচকে।
---’ শোনো নারদ। যা ঘটবার তাই ই ঘটবে। ন্যায় অন্যায় সব কিছু কালের গর্ভে হারিয়ে যায়। দুঃখ বা আঘাতের প্রয়োজন আছে বই কি! দুঃখের আগুনে পুড়ে আসে পরিণত বোধ।’
---’ নারায়ণ ! নারায়ণ! প্রণাম। আপনার সান্নিধ্য আমাকে বড় আনন্দ দেয় প্রভু! এখন দাসের প্রতি কি আজ্ঞা?’
----’ কে দাস? ভক্ত কখনো দাস নয়। প্রকৃত ভক্তের দাস স্বয়ং ভগবান। সে যাই হোক, তুমি অসুর রাজ্যে যাও।  অনুপার্বিক জেনে আমাকে বলো।’
----’ যথা আজ্ঞা  প্রভু।’
*
 মহর্ষি শুক্রাচার্যের  আশ্রমে ভোরের আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ঠান্ডা বাতাস বইছে। পাখিদের কূজন আর সুবাসিত পুষ্পের আয়োজনে একটি নিশ্চিন্ত ভোর নেমে এসেছে  আশ্রমের উপরে।
       আহির ভৈরবীর সুরে বীণ বাজিয়ে তন্ময় সুরে গান গাইছে কচ। ঈষৎ দূরে একটু  শুক্রাচার্য বসে আছেন নিমিলিত চোখে, শরীরে ক্লান্তির ছায়া হলেও মুখখানি প্রফুল্ল। দেবযানী হাঁটুর উপরে মুখ খানি রেখে শান্ত মনে কচের গান শুনছে। সমস্ত বাতাবরণ শান্ত, স্নিগ্ধ, সৌম্য। গতরাতে যে বিপদের ঝড় বয়ে গিয়েছিল , তার চিন্হ মাত্র আর নেই।
    গান শেষ হলে, শুক্রাচার্য আপন কক্ষে ফিরে গেলে, কচ  দেবযানীর কাছে গিয়ে,  করতলে তার মুখখানি নিয়ে বললো---
   ‘ গতকাল তোমার জন্য প্রাণ ফিরে পেলাম। তোমার জন্যই  সিদ্ধ সঞ্জীবনী  মন্ত্র শিখতে পারলাম। এখনো ভাবলে শিউরে উঠছি, কি করে গুরুদেবের উদর থেকে আমি নতুন জন্ম লাভ করলাম। ‘
   দুই হাত দিয়ে প্রিয়তমের মাথার চুল গুলি নেড়ে দিল দেবযানী। অপলক তাকিয়ে রইলো তাঁর মুখের দিকে। এমন তো নয়, যে, তাকে কেউ কোনোদিন প্রেম নিবেদন করেনি? কিন্তু এমন সারল্য , তাকে ঘিরেই স্নেহের দিনরাতের আবর্তন আর কার ছিল? কচ যখন তাকে ‘ দেবী ‘ বলে সম্বোধন করে, তার কেমন মৃতা মায়ের কথা মনে হয়। যাকে সে কোনোদিন পায়নি।
  --’ কচ !কচ! তুমি জানো না, আমার জীবনে যে সুর তুমি বাজিয়েছ, তার মূল্য কতখানি। কচ তুমি জানোনা গতকাল রাতে আমি কি ভয়ঙ্কর খেলা খেলেছি পিতার সঙ্গে, শুধু তোমার জন্য। ভালোবাসলে মানুষ সব পারে।’ অস্ফুটে নিজের মনে কথা গুলো বললো দেবযানী।
---’ দেবী! চলো কুটিরে ফিরে যাই। তুমি একটু বিশ্রাম করো। আজ পাঠে যাবো না। গুরুদেব বিশ্রাম নিক। আমি তোমার জন্য মালা গেঁথে দি।”
---’ কচ। আমার কোথায়ও যেতে ইচ্ছে করছে না। সমস্ত আতঙ্কের শেষে শরীর ভার মুক্ত। এখন এই নরম তৃণের উপরে নিজের শরীর ছেড়ে দিয়ে বেশ লাগছে।’
--’ তাহলে তোমার মাথায় হাত বুলিয়ে দি?’
---’ কচ। এমন কেন করছো? শান্ত হয়ে বসো। একটু অনুভব করি এসো। কেন তোমার ভালো লাগছে না মুহূর্তটি?’
---’ দেবী!  আমার তো আজ ভোরে নতুন জন্ম হলো। মনে করে দেখো, আমার ভস্মীভূত শরীর সুরার সঙ্গে পান করেছেন গুরুদেব। এবার যদি তিনি সিদ্ধ সঞ্জীবনীর জোরে আমাকে বাঁচাতে যান , তবে তাঁর পেট চিরে আমাকে বেরোতে হবে। অর্থাৎ গুরুদেব মৃত্যু না হলে আমি বাঁচবো না।’
---’ পিতাও সে কথাই বলেছিলেন কচ। প্রশ্ন করেছিলেন যে পিতা না প্রেমিক -- দুজনের মধ্যে কাকে চাই আমি!’ কচের কোলে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে দেবযানী বললো। এক রাতেই তাঁর পরিবর্তন লক্ষণীয়। চপলা কিশোরী থেকে পরিণত নারী যেন আজ সে। সস্নেহে দেবযানীর কপোল চুম্বন করে কচ বলে--
  -’ বুঝতে পারছি তোমার সংকট’
দেবযানী যেন শুনতেই পেলনা কচের কথা। দুরাগত পাখির শিষের মতো গলায় বলে গেল--
  ‘ আমি চিৎকার করে বললাম , দুজনকেই চাই পিতা। দুজনকেই চাই। কঠিন গলায় পিতা বললেন একজন দেবযানী। মাত্র একজন।’ চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল নেমে এলো বলতে বলতে
---’ কি অসহায় অবস্থা আমার। বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাবে। হাল ছেড়ে দিয়ে পিতার মুখের দিয়ে তাকিয়ে বসে রইলাম। পিতা আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে উঠলেন। হাতে মন্ত্রপূতঃ জল নিয়ে সেই কাজ করলেন, যা কেবল মাত্র একজন পিতাই করতে পারেন।’
---’ জানি দেবী। আমি তখন গুরুদেবের উদরে। তাঁর সঞ্জীবনী মন্ত্রের প্রভাবে জ্ঞান চোখ মেলেছি সেখানেই। কিন্তু সেই শরীর তখন সূক্ষ্ম। যদি বেরোতে চাই, মারা পড়বেন গুরুদেব। সে কথা টি খুব সংকোচে জানাতে গুরুদেব আমাকে দান করলেন সিদ্ধ সঞ্জীবনী মন্ত্র। ‘ বলতে বলতে দু হাত উপরে তুলে সোজা হয়ে দাঁড়াল কচ, ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে ভাবাবেগে বলতে লাগলো
--’ আমি সমস্ত মন প্রাণ দিয়ে অপরাজেয় ওই মন্ত্র শিক্ষা করলাম। বার বার মনন করলাম। তারপর গুরুর উদর ছিন্ন করে বাইরে এসে, মন্ত্রের প্রথম পরীক্ষা করলাম গুরুদেবের মৃত দেহের উপর।’
     উত্তেজিত কচ স্থান কাল পাত্র ভুলে আকাশপানে দেবতাদের উদ্দেশ্যে বলতে লাগল-
---’আশ্চর্য আশ্চর্য। আমি মন্ত্র প্রয়োগ করা মাত্র গুরুদেব বেঁচে উঠলেন। ওহঃ, কি আনন্দ। কি আনন্দ। মৃত শরীর প্রাণ পেল। আমি পারলাম সেই অসম্ভব সম্ভব করতে। আমার সব পরিশ্রম সফল। এবার ফিরে যাব স্বর্গরাজ্যে।’
---’ কচ!!’ তীর বেগে উঠে দাঁড়ালো দেবযানী, নিজের কানকে বিশ্বাস না করে,  বিস্ফারিত দুই চোখ টান করে চিৎকার করে বললো সে---’ ফিরে যাবে? কোথায় ফিরে যাবে? কি বলছো তুমি? আমরা বিবাহ করবো এবার কচ। ‘
---’বিবাহ? সে তো সম্ভব নয় দেবী। গুরু কন্যা তুমি। সর্বোপরি, গতকাল গুরু শুক্রাচার্যের উদর হতে পুনর্জন্ম হয়েছে আমার। সেই হিসেবে আমরা ভাই বোন। বিবাহের তো প্রশ্নই নেই।’

   এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে এই নাটকটি দেখছিলেন দেবর্ষি নারদ। দেবযানীর দিকে তাকিয়ে সমস্ত দেবতা জাতের উপর ক্রোধে জ্বলছিল তাঁর সর্ব অঙ্গ। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তীব্র বেগে স্বর্গের দিকে পলায়ন করলেন।  প্রত্যাখ্যাতা নারী বিষধর সাপের চাইতেও ভয়ঙ্কর। নারদ কি ভয় পেলেন? অভিজ্ঞ ঋষি জানেন, নারী যেমন সর্বস্ব দেয়, তেমনি সর্বস্বান্ত করেও দিতে পারে। পরিণতির ভয়ঙ্কর ফলাফলকে স্বর্গের নিরাপদ স্থানে বসে দেখাই ভালো।

     ( ক্রমশঃ)

হে শহুরে বাবু - রুচিরা দেওয়ান

যাই হোক সাজেকের অভিজ্ঞতা আর একটু শেয়ার করি । (ন্ হালিলে ভিলে দুধও হেই ন পায়)  । যখন আমার গন্তব্যস্থলে পৌঁছালাম প্রায় অন্ধকার হয়ে আসছে । কারণ বৃষ্টির কালো মেঘ  সাথে থেমে থেমে বৃষ্টি । ( দেরী এজন্য আমারর রথ দেখা আর কলা বেচা । দিঘীনালায় থেমেছি ৩ ঘন্টার মত । কারণ মামা বাড়ী + নানি অসুস্থ তাকেও দেখা)   ঠিক সে সময় দু'জন ঢাকায়া ছেলে বলে উঠলো এই সময়েও বেড়াতে আসে !!  আমি বললাম এখানেই রাতে থাকবো । ওরা অবাক !!  কোথায় থাকবেন।?  বললাম দেখে যেতে পারেন । ওরা রুমের ভাড়া শুনে যত না অবাক তারচেয়ে আরো বেশী অবাক হ্যাডম্যান বাবু'র মেয়ের জামাইয়ের পেটানো শরীর দেখে !!  ওহ্ দাদা কিভাবে এই বডি বানালেন ?  আমরাতো ফার্মের মুরগী হয়ে গেছি । অনেক চেষ্টা করেও পারছি না 😃😃 আসলেই ওদের জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করে দেখলাম  লম্বা একহারা গড়ন পেটানো শরীর ।ওদের লোভি বা কেন হবে না !!  সাজেকবাসীর  আগে বাজারে যেতেই লাগত দু'দিন । এখন রাস্তা হওয়ার কারণে দিনের ভিতরেই ফিরতে পারে । আগে যে কলার ছড়া বিক্রি করতো ১ দিনের পথ হেঁটে ২০ টাকায় সে কলা এখন বাড়ীর কাছেই বিক্রি করছে জোড়া ৫ টাকায় । আসার সময় ছোট এক ছেলেকে সঙ্গে পাঠিয়ে ছিলো আমার ব্যাগ আর তাদের দেওয়া জুমের চাল ৪ কেজির মত সেগুলো পৌঁছে দিয়ে যাবে । ফেরার সময় কথা হলো তারর সাথে । কথা বলার শুরুতেই তোতলামি শুরু হয় তার । মা বাবা নাই। থাকে দাদু'র সাথে। কাজ করে রিসোর্টে  বাসন মাজা + বোর্ডারদের খাবার পৌঁছে দেওয়া।  ভালোই টাকা পায় । যখন পৌঁছালাম আমি দিলাম ১০ টাকা। না সে বললো ৫০ টাকা দিতে হবে। অথচ তাকে বলা হয়েছে টাকা না নিতে 😃 ।
এভাবে বিভিন্নভাবে টাকা কামানোর সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের । একজনকে দেখলাম ছোট ছোট বাঁশের লাঠি বিক্রি করছে ।
সাজেক বললে অনেকে রাগে লাফায় । ওদের রাগের কারণটাও ঠিক উপরে উপরে অনেক কিছু দেখা যায় কিন্তু বাস্তব উপলদ্ধি অনেক কঠিন ।  শহুরে বাবু সুইচ টিপলে বাতি জ্বলে, ঠান্ডা সুপেয় পানি পাওয়া যায়। হয়তো দেখা গেলো এক গ্লাস পানি নিজ হাতে ঢেলেও খেতে হয় না। কাজের লোক  অথবা মা অথবা বউ করে দিচ্ছে । বর্ষাকালটা খুব আরামে কাটে সাজেক বাসীর । যখন পানি অনেক নীচে নেমে ঝর্ণা থেকে সংগ্রহ করা লাগে তখনি  পানির কষ্ট কাকে বলে বুঝা যায় । একটা কাল্লোংয়ে( বেতের তৈরী যেগুলো রশি পেঁচিয়ে মাথায় করে জিনিসপত্র আনা নেওয়া করে পাহাড়বাসী) ২টা কলসি একসাথে নিয়ে আসে । আমাকে বললো, এভাবে এতবড় পাহাড় বেয়ে কতবার আনা যায় ?
হে শহুরে বাবু,  আপনি রাস্তায় বেরুলেই গাড়ী, নদী পথে গেলে স্পীড বোট,  দূরে কোথাও বেরাতে গেলে এসি গাড়ী, বাজার ঘরের দুয়ারে । সেই তুমি কি ওদেরকে আমৃত্যু পায়ে হেঁটে জীবন সংগ্রাম চালিয়ে যেতে বলবে ??   অসুস্থ হলেও কাজ করে যেতে হয় । আমি আমরা হলে বিছানা থেকেও নড়তে পারতাম না। আর কতো বন্ধু  be  practical ,,,,