Monday, April 29, 2019

এবার ফিরাও মোরে- কোথায় আল্লাহ ঈশ্বর ভগবান?-সুমি খান

প্যাগোডা গীর্জা
মসজিদ মন্দির
কোথায় আল্লাহ-তুমি অবতার?
কোথায যে ভগবান?
কোথায় কৃষ্ঞ যিশু?
কাঁদছে নারী
কাঁদছে পুরুষ
আবাল বৃদ্ধ শিশু!

পবিত্রতায় নিস্তরঙ্গ
করুণায় থরোথর!
বিপন্ন আজ তোমার মানুষ
কান্নার সরোবর!
রক্তের নদী বয়ে যায়
সিনাগগ,গীর্জায়!
মসজিদ -মন্দির ভাসে শুধু রক্তের বন্যায়!

তথাগত কতো শান্তির বাণী দিলো-
মন্দিরে দেবী খন্ডিত-
ভেঙ্গে চুরে
আর আগুনে পুড়ে
রামুর যতো বুদ্ধমূর্তি
সব একাকার লুন্ঠিত!

কেন তবু তুমি নির্বিকার-নীরব ?
বিশ্বজুড়ে যখন তারা সরব !
তাদের হাতেই খোলা তরবারি -
তাদের মাথায় কৃপা যে তোমারি!
যাদের হাতের খড়গ কৃপাণ
কেড়ে নিলো কোটি নিরীহ প্রাণ!

খড়গ হাতে গুজরাট জুড়ে
ছুটেছে কৃপাণ আসানসোলে
নিরীহ কিশোর সিবঘাতুল্লাহ
প্রাণ হারিয়েছে যাদের হাতে!
তাদেরও কপালে জ্বল জ্বল করে
ভগবান পদচিহ্ণ !
তারা শুধু ছুটে চলেছে অসীমে-
সভ্যতা নিশ্চিহ্ণ!

খোলা তরবারী পতাকায় আঁকা
কলেমা তৈয়ব লেখা -
উড়িয়ে সে ধ্বজা
হেসে হেসে খুন করে গেলো তারা
নিরীহ শিশু যতো -
দ্যাখোনি কি তুমি
জায়াানের মা- ’হায় খোদা ‘বলে
তোমায় ডেকেছে কতো?
তবু যে তোমার আরশ কাঁপে না-
শিয়রে তাদের মৃত্যু হাসে না
আসে না তো যম-
আসে না তো আজরাইল!
আসে না তো কোন দৈববাণী
শান্তির দূত হয়ে-
এবার ফিরাও মোরে!
হে বিধাতা মোর-
এবার ফিরাও মোরে!
------------------------
০০২
----------------
লক্ষ্মীপেঁচা জেগেছিলো কাল
বলে গেছে অমানিশা
ঘিরেছে পৃথিবী -
হারিয়েছে যেন দিশা!
সকাল ৮টা ২৪ মিনিট, ৩০ এপ্রিল,২০১৯, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা