Wednesday, May 8, 2013

রাজাকার, রাজাকারপন্থী, রাজাকারের বাচ্চাদের কর্তৃত্ব এ দেশে আর হবে না : মুনতাসীর মামুন



৩ মে শাপলা চত্বরের জনসভায় শিফন পরিহিত খালেদা জিয়ার হাসি ও ঠাট্টা করার ভঙ্গিতে বক্তৃতা শেষ করায় চিন্তায় পড়ে গিয়েছিলাম। তার হাসি ও ঠাট্টা জীবননাশী। এমনিতে শুধু আমরা নই, মধ্যবিত্ত ও রাজনীতি বিমুখ অনেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ঘোষণায়। বিএনপি জামায়াত ঘেঁষা বা নিরপেক্ষ অনেক বিজ্ঞ, টিভিতে এই তত্ত্ব দিচ্ছিলেন যে, এতদিনে একটি তৃতীয় শক্তির আবির্ভাব হলো এবং তা হলো হেফাজতে ইসলাম। তাদের খুশির কারণ, হেফাজত জামায়াত-বিএনপির অনুগত।
আমরা ঘরপোড়া গরু। ৩ মে খালেদা জিয়া যখন চকচকে পোশাক-আশাকে প্রফুল্ল চিত্তে জনসভায় এলেন তখনই শঙ্কিত বোধ করলাম। এর আগে তার সহযোগী শক্তি হেফাজতে ইসলাম ঘোষণা করেছিল, ৬ তারিখে নতুন সরকার গঠন করবে। শেখ হাসিনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী, হাটহাজারী মাদ্রাসার আহমাদ শফীকে। হাসিনাকে আত্মসমর্পণ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে হানাদারদের সহযোগীর কাছে আবার আত্মসমর্পণ করতে হবে- এটি অশেষ তৃপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল খালেদার কাছে। তার প্রয়াত স্বামী বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিলেন পাকিস্তানকে পরাজিত করার জন্য। আর তিনি প্রতিশোধ নিতে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে। এটি তার জন্য আরও আনন্দের, কারণ, ১৯৭২ সালে তাকে যেতে হয়েছিল মাথা নিচু করে বঙ্গবন্ধু কন্যার কাছে সাংসারিক সমস্যা মেটানোর জন্য।
যাক, খালেদা জিয়া জনাব শফীর অনুচরদের সে ঘোষণা মনে রেখেছিলেন। তাই সমবেত সমর্থকদের জিজ্ঞেস করেছিলেন তারা ২৪ ঘণ্টা অবস্থান করবেন কীনা। তিনি, খালেদা একটি ঘোরের মধ্যে ছিলেন, তাই হেফাজতের নামটি পর্যন্ত ভুলে গিয়েছিলেন। তার সহকারী একজন যিনি এখন নেতা তবে প্রাক্তন লাঠিয়াল ও হাইজ্যাকার, তাকে হেফাজতের নাম মনে করিয়ে দিলেন এবং তারপর খালেদা ঘোষণা করলেন, যেহেতু হেফাজত সমাবেশ করবে সেহেতু সরকারকে তাদের দাবি মেনে নেয়ার ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হলো।
আমরা অনেকেই তখন শঙ্কিত। খালেদার ঘোষণার পর থেকে মধ্যরাত পর্যন্ত আমি ও আমার বন্ধুরা সেলফোন কোম্পানির খাতে মোটা টাকা গচ্চা দিলাম। আমরা অনুমান করছিলাম, হেফাজত যে কোনভাবে ঢাকায় ঢুকবে এবং অবস্থান নেবে। ৫ তারিখ সন্ধ্যায় ৪৮ ঘণ্টা পুরো হলে বিএনপি-জামায়াত (হেফাজতেও তারা আছে সাদা পায়জামা পাঞ্জাবি ও টুপি পরে) মিলিত হবে হেফাজতীদের সঙ্গে। তাদের মিলিত শক্তি পতন ঘটাবে ‘নাস্তিক’ হাসিনার। বিজয়ী হবেন শফী-খালেদার নতুন প্যানেল। দৈনিক জনকণ্ঠে ওইদিনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, বিএনপি নেতাদের সঙ্গে ইতোমধ্যে হেফাজতী নেতাদের আলাপ-সালাপ হয়েছে এবং হেফাজতীদের কোন্ কোন্ মন্ত্রণালয় দেয়া হবে সে সম্পর্কেও আলোচনা হয়েছে। খালেদার মুখে হাসি থাকবে না তো আমাদের থাকবে!
সেদিন রাতে বহুদিন পর খালেদা চমৎকার ঘুম ঘুমিয়েছেন বলে অনেকের অনুমান। আমাদের কেটেছে বিনিদ্র রজনী। সকালে তাই ফোন করে ঘুম ভাঙ্গালেন আমার বন্ধু শাহরিয়ার কবির। শাহরিয়ার সবসময় বিপ্লবী উত্তেজনায় আক্রান্ত এবং প্রায় সময়ই এ কারণে বিনিদ্র রজনী যাপন করেন এবং তার রাতের চিন্তা ও তত্ত্ব সকালে আমাদের কাউকে না কাউকে শুনতে হয়। খুব সকালে ফোন করলে ধরে নিতে হবে, বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে সারারাত জেগেছিলেন। দেরিতে ফোন করলে বুঝতে হবে, বয়সের কারণে একটু ঘুমিয়ে পড়েছিলেন। আমরাই শাহরিয়ারকে ফোনের কারণ, তার তুলনায় আমি খানিকটা ভীতু। আমি জিজ্ঞেস করলাম, লন্ডনের ভিসা আছে? শাহরিয়ার জানালেন, ভিসা আছে, টিকেট নেই। আমি জানালাম, দু’টার কোনটিই আমার নেই। কী হবে? উদ্বেগের হেতু হিসেবে জানালাম, ৬ তারিখ শফী-খালেদার সরকার হবে। আমাদের তো বাঁচার উপায় নেই। আর ১৪ দলের নেতারা তো সবার আগে পালাবে ২০০১ বা ২০০৬-এর মতো। শাহরিয়ার জানালেন, ভিসা টিকেট থাকলেও তিনি ১৪ দলের নেতাদের মতো আচরণ করবেন না। তিনি জনগণের সঙ্গেই থাকবেন। তাছাড়া এ সরকারের দুঃসময়ে পাশে থাকা নৈতিক কর্র্তব্য। বুঝলাম, তার সঙ্গে আলোচনা চালানো বৃথা। বাস্তব বোঝা তার পক্ষে কঠিন। ১৪ দল বা নির্দিষ্টভাবে আওয়ামী লীগ যে অনেক আগে থেকেই কোটারির বাইরের সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে এবং পরামর্শ, সাহায্য-সহায়তা যে অনাকাক্সিক্ষত এটি বোঝার ক্ষমতা আমার বন্ধুটি ক্রমেই হারাচ্ছে বলে আমার ধারণা। অবশ্য, এটিও বলি তার কথা কখনও কখনও আবার ঠিকও হয়ে যায়।
আসলে, সব আমলেই আমাদের অবস্থা খারাপ। আমরা বলতে পেশাজীবী, বুদ্ধিজীবী। সংস্কৃতিকর্মী যারা মুক্তিযুদ্ধ ও ১৯৭২ সালের সংবিধানে বিশ্বাসী। বঙ্গবন্ধু আমলে, সম্পত্তি হারানো থেকে মাঝে মাঝে ধাওয়া খাওয়া ছিল আমাদের অনেকের ললাট লিপি। অন্তত আমাদের পরিবারের। জাতীয় পার্টির আমলে প্রায় সময়ই দৌড়াতে হয়েছে, লাঠির বাড়িও পড়েছে পিঠে, হাতে। স্বৈরাচারী ও ব্যভিচারী জেনারেল এরশাদ আমলের একটি দিনের কথা মনে পড়লে দুঃখের মধ্যেও হাসি পায়। অধিক ওজনের জনপ্রিয় নাট্যশিল্পী আলী যাকের হাঁসফাঁস করে দৌড়াচ্ছেন, পিঠে এরই মধ্যে পুলিশের লাঠির একটি বাড়ি খেয়েছেন। তার পাশে থাকা শিল্পী হাশেম খান ও তার পিছে থাকা আমি হাতে লাঠির বাড়ির জ্বালা সামলাতে সামলাতে দৌড়াচ্ছি। ওই আমলে বিশ্ববিদ্যালয়ে আমার রুমে বোমা পেতে রাখা হয়েছিল। অল্পের জন্য বেঁচে যাই। খালেদা জিয়ার প্রথম আমলে মুরতাদ ঘোষিত হই এবং উদ্যমী ছাত্রদল সমর্থকের পিস্তলের গুলি ও আরেকবার তাদের ছোড়া ভারি পাথর থেকে রক্ষা পাই। দ্বিতীয় আমলে অনেকে জেলে যাই, শাহরিয়ার দু’বার। আওয়ামী লীগ আমরা যাই বলি বা যাই করি তাই ধরে নেয়া হয় সরকার বিরোধিতা হিসেবে এবং ১/১১-এর আগে থেকে যারা শেখ হাসিনার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় লড়েছেন তাদের সযতনে পরিহার করা হয়। আমি যে শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত তার কথা বলি। গত কয়েক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্য পদে (শিক্ষকদের সবচেয়ে আকাক্সিক্ষত পদ) প্রায় ক্ষেত্রে বেছে বেছে তাদেরই নিয়োগ দেয়া হয়েছে যারা সবসময় শেখ হাসিনার ব্যাপারে নিশ্চুপ বা নিষ্ক্রিয় থেকেছেন অথবা বিরোধিতা করেছেন এবং তাদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতাও এমন আহামরি কিছু নয়। তবে, মুক্তকণ্ঠে এ কথা বলা প্রয়োজন যে, শেখ হাসিনার আমলেই আমরা নিরাপদ মনে করি। ৬ তারিখের নতুন সরকার নিয়ে তাই ছিল শঙ্কা। কারণ, ইতোমধ্যে আমাদের অনেককে মুরতাদ ঘোষণা করা হয়েছে। ক্ষমতায় এলে তারা মুরতাদদের ক্ষমা করবে এমন ভাবা বোকামি। তবে একজন মুসলমান হিসেবে অন্তিমে নিয়তিবাদী হয়ে বসে থাকি।
আমাদের শঙ্কার, শুধু আমাদের নয় দেশজুড়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন ক্রমাগত সরকারের নতজানু নীতিতে হতাশা ও বিরক্ত হয়ে উঠছিল। সরকার নানা কারণে নানা নীতি পারে, কিন্তু, তাই বলে দলও? এ কারণে, বঙ্গবন্ধু দল ও সরকার প্রধান ভিন্ন রেখেছিলেন অন্তত কাগজপত্রে ও প্রকাশ্যে। সরকারপ্রধান ও তার পার্শ্বচররা বার বার হেফাজতের মধ্যে জামায়াত দেখছিলেন। সেটি সত্য কিন্তু হেফাজত যে স্বেচ্ছায় জামায়াতী হয়ে যাচ্ছিল তাও তো সত্য। সরকার প্রধানের মিনতি দেখে এ অনুমান দেখা দিয়েছিল যে, ১৪ দল প্রধান ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তবে, বিএনপিরা নিশ্চিত ছিল, সরকার পতন হচ্ছেই, হেফাজতীরাও। ৫ মে টাকা না পাওয়া হেফাজত কর্মীরা লং মার্চ করে কমিউনিস্টদের মতো জেহাদের বা সরকার উৎখাতের বাসনায় শহরে ঢুকছিল তখন নাকি বিএনপি নেতাদের অনেকে টিপটপ থেকে সদ্য ইস্ত্রি স্যুট আনতে পাঠিয়েছিলেন। টাকা খাওয়া পান খাওয়া ঠোঁট লাল করা হেফাজতী নেতারা এর আগে রোদ-বৃষ্টিতে লং মার্চ করার ভয়ে দাঁড়িতে হাত বুলাতে বুলাতে আহমাদ শফীকে নিয়ে প্লেনে ঢাকায় পৌঁছেছিলেন। অবশ্য এর কারণও ছিল, সরকার গঠনে তারা দর কষাকষি করেছিলেন। আহমাদ শফীকে প্রেসিডেন্ট করার শর্ত নাকি মেনে নেয়া হয়। যে কারণে, দুপুরে, জানিয়েছেন আমাকে যুবক কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হেফাজতীরা তার ও অন্য আরও গোটা দশেক গাড়িতে গান পাউডার ছিটিয়ে আগুন দেয়ার সময় গ্যাংনাম স্টাইলে নাচতে নাচতে উল্লসিত হয়ে সেøাগান দেয়- ‘রাষ্ট্রপতি হবে কে, আহমাদ শফী আবার কে?’। ‘শেখ হাসিনার গদিতে আগুন দে, পুড়িয়ে দে’, ‘আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান।’ রফিকুল ইসলাম ব্যাংক থেকে ধার নিয়ে গাড়িটি কিনেছিলেন এবং হেফাজতীদের সরকারী ভাষ্য অনুযায়ী অরাজনৈতিক ও ঈমানী শান্ত মুসলমান ভেবেছিলেন। গাড়ি পুড়তে দেখে তা মনে করে অনুশোচনায় ভুগছিলেন। হেফাজতী নেতারাও নাকি লন্ড্রি থেকে পাজামা-পাঞ্জাবি ইস্ত্রি করে এনেছিলেন এবং ক্ষমতা নেয়ার সময় টুপি পরবেন না পাগড়ি পরবেন এ নিয়ে নাকি মৃদু দ্বন্দ্বও দেখা দিয়েছিল। এর প্রতিফলন দেখি ৫ তারিখে হেফাজতের জনসভায় যেখানে কিছু নেতার মাথায় ছিল টুপি, কিছু নেতার মাথায় পাগড়ি।

৫ মে সকাল থেকে অধিকাংশ ঢাকাবাসী ছিলেন টেলিভিশনের সামনে। বিদ্যুতায়িত মাধ্যম এখন অতি শক্তিশালী। প্রায়ই আমি এ তত্ত্বটি উল্লেখ করি তা’হলো, বাঙালীরা জেনেটিক্যালি গ-গোলে জাতি এবং তাদের ঝোঁক ডানপন্থার দিকে। আওয়ামী লীগকে ধরা হয় সংখ্যাগরিষ্ঠ দল। আসলে তা’ নয়। সম্মিলিতভাবে আওয়ামী লীগবিরোধী ভোটের সংখ্যা বেশি। সে জন্য আওয়ামী লীগ নেতারা সবসময় ভোটার নিয়ে চিন্তিত থাকেন বেশি। আওয়ামী লীগেও ডানপন্থার ঝোঁক প্রবল, হেফাজতী ইস্যুতে যা ফুটে উঠেছে। শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের দু’টি দিক আছে। তার বর্তমান আমলে, সবচেয়ে বেশি নাশকতামূলক ঘটনা ঘটেছে এবং এর পিছে কোন না কোনভাবে বিরোধীদের চক্রান্ত ছিল। এত চক্রান্ত দমন করে টিকে থাকা দুষ্কর। সে কারণে তিনি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন গুটিকতক নেতা-আমলা ও সেনাবাহিনীর ওপর। তার পৃষ্ঠপোষকতায় যারা নেতা বা ক্ষমতাবান তারা সবাই যোগ্য ও বিশ্বস্ত এমন কথা শেখ হাসিনার একান্ত শুভার্থীরা তার সামনে বললেও, অপ্রকাশ্যে বলেন না। পৃষ্ঠপোষকতায় যারা নেতা হয়েছেন তারা ‘ইয়েস মিনিস্টার’ ছাড়া কোন পরামর্শ দেয়ার সাহস রাখেন না বা নেতা সেই সুযোগও দেন না। শুধু তাই নয়, মধ্যবিত্ত সিভিল সমাজের সঙ্গে তার সম্পর্কও বিচ্ছিন্ন। এ কারণে, তার অবস্থান এখন দুর্বল, যদিও তিনি ভাবেন সবল। এর প্রতিফলন দেখি, আওয়ামী লীগের মিছিলে যেখানে ৫০ জনের বেশি হয় না বা সমাবেশে যেখানে স্বতঃস্ফূর্তভাবে কতজন আসে সন্দেহ। এ দুর্বলতাগুলো তার মতো রাজনীতিবিদ একেবারে অনুভব করেন না তা নয়, কিন্তু উপেক্ষা করেন। তার আমল শেষ হয়ে যাচ্ছে কিন্তু গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, মানবতাবিরোধী অপরাধ মামলা এখনও শেষ করা গেল না বা রায় কার্যকর হয়ত করা যাবে না। একদিন এজন্য তিনি আফসোস করবেন।
এ দুর্বলতাগুলো পরিস্ফুট হয়েছিল দেখেই বিএনপি-জামায়াত এমনভাবে মাঠে নামার সুযোগ পেয়েছিল। সব গুরুত্বপূর্ণ পদে নারী দেয়াতে চমক থাকতে পারে কিন্তু তা নারীর ক্ষমতায়ন নয়, ভোট আকর্ষণও নয়। মাদ্রাসা আওয়ামী লীগের ভোট ব্যাংক নয়। তাদের তোষামোদ করলেও নয়। এ কথা নীতি নির্ধারকরা বিশ্বাস করেন না- এমন এক কল্পনার জগতে তারা বাস করেন। আওয়ামী লীগ আমলে দু’টি প্রতিষ্ঠান লাভবান হয়- এক. মিলিটারি, দুই. ধর্ম (মাদ্রাসা ইত্যাদি)।
আওয়ামী নেতৃত্বের ধারণা এদের সন্তুষ্ট রাখলেই মোক্ষ হাসিল হবে। দু’টি ধারণাই ভুল প্রমাণিত হয়েছে। তুলনামূলকভাবে মাদ্রাসা শিক্ষা যত লাভবান হয়েছে এ আমলে, অন্য কোন আমলে তা হয়নি। শুধু তাই নয়, শিক্ষা কার্যক্রমে বাংলাদেশের ইতিহাস (১৯৪৭-১৯৭৫) বাধ্যতামূলক না করে বাধ্যতামূলক করা হয়েছে ধর্ম শিক্ষা যা দেশকে আরও মৌলবাদী করবে। এ আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া হয়েছিল আহমাদ শফীর কারণে। তিনি প্রতিদান কী দিলেন?
জামায়াতের বিরোধী আরও ‘ইসলামী’ দল আছে যারা একটা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ বা ১৪ দলকে সমর্থন দেয়। ইসলামী দল মানেই ইসলামের ব্যবহার। আমাদের এখানে ইসলামী চিন্তার ক্ষেত্রে ধারা দুটি- দেওবন্দী ও বারলেভি। দু’টিই হানাফি ফিকাহ্্ অনুসরণকারী এবং দুটিই বিশ্বাসী তকলিফে ইজতেহাদে নয়। দেওবন্দীরা নবী (স.) অতীন্দ্রয়বাদীতায় বিশ্বাসী নয়। মাজার, মিলাদ পীর প্রভৃতি দেওবন্দী ধারায় বিদ‘আ। তারা পছন্দ করে না বারলেভি, আহমদিয়া, আহলে হাদিস ও শিয়াদের। দেওবন্দীদের প্রতিক্রিয়ায় বারলেভির আহমেদ রেজা খান (১৮৪৪-১৯২১) গড়ে তোলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত। তারাও তকলিফে বিশ্বাসী, কিন্তু নবী (স)-এর অতীন্দ্রয়বাদ, মাজার, পীর তারা মানেন। তারাও বিরোধী তবলিগ, আহমদিয়া, আহলে হাদিস, শিয়া ও দেওবন্দীদের। সুতরাং তফাত সামান্য। মওদুদীবাদের সঙ্গে দেওবন্দীদের কী খুব একটা বিরোধ আছে তাত্ত্বিক দিক থেকে? ওই রকম বিরোধ থাকলে কিন্তু হেফাজতীরা জামায়াতী হতো না। আহমাদ শফী অনেক লিখেছেন জামায়াতীদের বিরুদ্ধে, কিন্তু অন্তিমে মওদুদীবাদকেই গ্রহণ করেছেন- এটি মনে রাখা বাঞ্ছনীয়। বরং এখন দেখা যাচ্ছে বারলেভিদের সঙ্গে বরং তাদের বিরোধটা তীব্র। শাসকদের অধিকাংশ বারলেভিপন্থী; তাই তাদের উচিত ছিল দেওবন্দীদের তোষণ করা নয়, কৌশলগত কারণে বারলেভিদের পৃষ্ঠপোষকতা করা- একথা মনে রেখে যে, অন্তিমে এরা কেউ ১৯৭২ সালের সংবিধান বা সেক্যুলার সমাজে রাজি নয়। কিন্তু, তা না করে দেওবন্দীদের অতি তোষণের ফলে আজ এরকম হযবরল অবস্থা। শোনা যায়, মিথ্যাও হতে পারে- সরকার ও বিরোধী দল দুতরফ থেকেই টাকা খেয়েছে হেফাজতীরা।
ইসলামের ইতিহাসে ইয়াজীদ যে ভূমিকা পালন করেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সে ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন মাদ্রাসা থেকে সেক্যুলার ইস্কুলের সংখ্যা ছিল বেশি। জিয়াউর রহমান ইয়াজীদের মতো ক্ষমতা কুক্ষিগত করার জন্য ইসলাম ব্যবহার শুরু করলেন। আসলে নবী (স)-এর পর থেকেই ক্ষমতায় থাকার জন্য ধর্মের ব্যবহার শুরু, ইয়াজীদ তার একটি পর্যায় মাত্র। সেই থেকে এখন পর্যন্ত সে ধারায়ই চলছে। তবে, জিয়ার কাছে জাতি কৃতজ্ঞ যে, পাকিস্তানীদের মতো তিনি সবার লুঙ্গি পরীক্ষা করে মুসলমানি করাননি। পাকিস্তানীরা আমাদের মুসলমানত্ব দেখার জন্য ওই পর্যন্তও যেত। ভিকারুননিসা নূন যখন গবর্নর পতœী তখন তার নামাঙ্কিত স্কুলের নামকরণ করতে এসে বলেছিলেন, বাঙালীরা খতনাও করে না, সুতরাং তারা মুসলমান না। পরের দিন পোস্টার পড়েছিল তার সাহসের প্রশংসা করে যে, তার মতো একমাত্র পাঞ্জাবি মহিলাই পারে এতজনের মুসলমানত্ব পরীক্ষা করতে। এরপর থেকে মুসলমানত্ব সম্পর্কে তার যাবতীয় বাতচিত বন্ধ হয়ে যায় এবং এর কিছুদিন পরই ওই দম্পতি ঢাকা ত্যাগ করেন। আসলে এই স্কুলের নামটি বদল হওয়া উচিত। যিনি বাঙালীর খতনায় বিশ্বাসী নন তার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকা বাঞ্ছনীয় নয়।
যাহোক, জিয়া-এরশাদ ইসলামের নামে খুন-জখম-লুট-ব্যভিচার কিছুই বাদ রাখেননি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিশেষ করে আওয়ামী লীগ এতে রক্ষণাত্মক ভূমিকা গ্রহণ করে। তারা যে মুসলমান এটি বিএনপি ও জাতীয় পার্টি বা জামায়াতের কাছে পরীক্ষা দেয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। এভাবে ব্যবহারকারী ও যারা ধর্মকে ব্যবহার করতে চায় না, দু’পক্ষই ধর্মকে স্পেস ছেড়ে দিতে লাগল, সঙ্কুচিত হয়ে গেল ধর্ম-সহিষ্ণুতা বা ধর্মনিরপেক্ষতার জায়গাটা। আমরা কখনও চ্যালেঞ্জ করে বলিনি, যারা আমাদের ধর্ম সম্পর্কে প্রশ্ন তোলে তারাই ধর্মবিরুদ্ধ, তারাই ধর্মদ্রোহী।
এই স্পেস ছেড়ে দেয়ার ফলে চারদিকে শুধু ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা। পাকিস্তান আমলে যা ছিল না বাংলাদেশ আমলে তা দেখা গেল। বিদ্যুতায়িত মাধ্যমে প্রতিদিন ধর্ম শিক্ষা, রোজার দিন পারলে সারাদিন, কাগজে ধর্ম শিক্ষা, স্কুলে বাধ্যতামূলক ধর্ম শিক্ষাÑ এসব কিছু আমাদের অজান্তে আমাদের মানসিকতায় মৌলবাদের স্পেস করে দিচ্ছে। একটি উদাহরণ দেই। সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে অনেক সাহসী ভূমিকা রেখেছেন, ইতিবাচকও, কিন্তু বিরাট সংখ্যক সাংবাদিক জেনে না জেনে যা করেছেন গত ফেব্রুয়ারি থেকে, তা হেফাজতীকেই তুলে ধরেছে বা মৌল জঙ্গীবাদকে উজ্জীবিত করছে। হেফাজতের দু’টি সমাবেশই লাইভ ব্রডকাস্ট করা হয়েছে। আহলে সুন্নতের নয়, যদিও তাদের সমাবেশও কম বড় ছিল না। মহিলাদের বড় সমাবেশ হয়েছে মফস্বলে হেফাজতীদের বিরুদ্ধে, সেটিও গুরুত্ব পায়নি। বিভিন্ন টকশোতে হেফাজতীদের এনে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ানো হয়েছে। ভারসাম্যের নামে মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের সম্পর্কে মিথ্যা তথ্যের বয়ান করা হয়েছে। ৫ মে, ঢাকার উপকণ্ঠ থেকে এক সাংবাদিক আবেগাপ্লুত কণ্ঠে জানালেন, দলে দলে তৌহিদী জনতার সমাবেশ ঘটছে। মনে হচ্ছিল পারলে তিনিও সেখানে যোগ দেন। ওই সাংবাদিক ‘তৌহিদে’র মানে জানেন কী না সন্দেহ। আরেক সাংবাদিক জানালেন, ‘লাখো কোটি’ মানুষের সমাবেশ হচ্ছে উপকণ্ঠে। বিশ্বাসযোগ্য? ‘৭১-এর মতো টিভি, সবার মতে যা ’৭১-এ বিশ্বাসী, তাদের সাংবাদিক জানালেন, ঝাঁকে ঝাঁকে বুলেট ছোড়া হয়েছে। ঝাঁকে ঝাঁকে বুলেট ছুড়লে মৃতের সংখ্যা হতো কতো? একই দিনে বিএনপির এক পাতি নেতা, যাকে প্রায় বিভিন্ন টকশোতে আনা হয়, তিনি বিজ্ঞের মতো জানালেন ১ কোটি মানুষের সমাবেশ হয়েছে। তিন মিটারে আটে দুজন। যদি আয়তন এক লাখ মিটারও হয় আটে কয়জন? এদের সঙ্গে বাহাস করতে যান আওয়ামী লীগ নেতারা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন। লজ্জার ব্যাপার আমাদের জন্য যে, ৪২ বছর পর মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা, যুদ্ধাপরাধী আছে কিনা তা নিয়ে আমাদের বাহাস করতে হবে। এ ভাবে, আমরা সবাই মিলে বিএনপি-জামায়াত হেফাজতী ও অন্য ধর্ম ব্যবসায়ীদের জায়গা ছেড়ে দিয়েছি এবং এ কাজগুলো করছে সমাজে মুক্তিযুদ্ধের পক্ষের হিসেবে পরিচিত টিভি চ্যানেলগুলো। বিরোধীরা এ ভাবে জায়গা ছেড়ে দেয় না। এখন কে যে জামায়াতী পয়সা খাচ্ছে না, আর কে খাচ্ছে, বলা দুষ্কর।
হেফাজতী যখন আমাকে, শাহরিয়ার বা জাফর ইকবালকে মুরতাদ বলে তখন আমাদেরও বলা উচিত তারা মুসলমান কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে নাস্তিক বললে, যে বলে তাকেও নাস্তিকই বলতে হবে। আহমাদ শফী বা তার দলের নেতারা যখন শেখ হাসিনার মতো ধর্মপ্রাণ মহিলাকে নাস্তিক বলেন এবং বলেন, কেবিনেটের ১৩ জন নাস্তিক তখন তাদের ধরে এনে বলা উচিত, তুমি যে আস্তিক প্রমাণ দাও। খালেদা জিয়ার মধ্যে এসব বদমায়েশগুলো আস্তিকতার চিহ্ন খুঁজে পায়, তাকে বোরখা না পরিয়ে এমনি অবলোকন করতে চায়, আর অন্য পক্ষের হলে নাস্তিক। এ চক্র থেকে আমাদের বেরুতে হবে।
যখন জামায়াত ও হেফাজত খালেদা জিয়ার মধ্যে ইসলাম খুঁজে পায় আর শেখ হাসিনার মধ্যে হিন্দুত্ব খুঁজে পায় তখন প্রকাশ্যে বলার সময় এসেছে, এরা ইসলাম দূরের কথা ধর্মপ্রাণও নয়। মতলবি লোকজন শ্বাপদের মতো শিকারের খোঁজে বেরিয়েছে। হেফাজতের প্রত্যেক নেতাকে সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল, তারা মক্কার হারাম শরীফ মানেন কিনা? সেখানে নামাজ পড়া সওয়াব কিনা? সেখানে মেয়ে- পুরুষ গাদাগাদি করে নামাজ পড়ে সেটি জায়েজ কিনা? আমি সেখানে সোমালীয় ও ইন্দোনেশীয় মহিলাদের ধাক্কায় কয়েকবার ভূপাতিত হয়েছি। আল্লাহর ঘরে মহিলা-পুরুষ এক সঙ্গে নামাজ পড়লে গুনাহ্্ হয় না আর বাংলাদেশী আহমাদ শফী নামে এক মাদ্রাসা শিক্ষক বললেন, নারী পুরুষ এক সঙ্গে কাজ করতে পারবে না- সেটি কী ভাবে ঠিক? এই লোক কি আল্লার ওপর খোদকারি করতে চায় (নাউজিবিল্লাহ)?
আমরা এসব প্রশ্ন না করে হুজুর হুজুর করি। আমাদের লজ্জা হওয়া উচিত। সাংবাদিকরা হেফাজতীকে অনেক বড় করে দেখিয়ে, তাদের এসব বিষয় না তুলে এনে এক ধরনের অন্যায় করেছেন। হেফাজতীদের মার খেয়েও শিক্ষা হয়নি প্রথমবার। লক্ষ্য করবেন, তারা যেসব চ্যানেলের সাংবাদিকদের ওপর হামলা করেছে তারা অধিকাংশ সময় মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে কাজ করেÑ মালিকানা একেবারে জামায়াত-বিএনপি ঘেঁষা নয়। সৎ সাহস থাকলে সাংবাদিকদের বলা উচিত হেফাজতকে আর মিডিয়া প্রচার দেয়া যাবে না। হ্যাঁ, যাবে যদি তাদের অপকর্মগুলো প্রচার করা হয়।
এখন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির বলা উচিত আমরা আর এক ইঞ্চি জমিও ছাড়ব না। প্রয়োজনে সবাই মিলে যৌথ ফ্রন্ট করা উচিত এবং সে আহ্বান আসা উচিত এখন মুক্তিযুদ্ধের চেতনার অবিসংবাদিত নেতা হিসেবে শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনা যেমন একলা নিরাপদ নন- অন্যরাও একা নিরাপদ নন। একথা আর কেউ না বুঝুক মুজাহিদুল ইসলাম সেলিম নিশ্চয় বুঝছেন।
৫ মে যে মুহূর্তে হেফাজতকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দেয়া হলো সে মুহূর্তে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সিভিল সমাজের তাদের সমর্থকরা প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এতটা নতিস্বীকার তাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। অনেকে এও বলেছিলেন, আওয়ামী লীগকে আর সমর্থন করা যায় না। এবং সেটি অস্বাভাবিক কিছু নয়। এরপর হেফাজতী তা-ব।
হেফাজতী তা-বের একটি প্যাটার্ন লক্ষ্য করুন। ফেব্রুয়ারি-মার্চ মাসে জামায়াতীরা বিভিন্ন জায়গায় যে তা-ব করেছে হেফাজতের তা-বও সে রকমÑ গাছ কেটে ফেলা, ডিভাইডার ভেঙ্গে ফেলা, গাড়িতে, দোকান-পাটে আগুন, বোমা ও ককটেল ছুড়ে মারা; বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যু নিশ্চিত করা। তারাও ছিল অস্ত্রসজ্জিত, না হলে নিরাপত্তারক্ষীদের মৃত্যু হলো কিভাবে? ঐ দিন রাত পর্যন্ত যাঁরা এ দৃশ্য দেখেছেন, তাঁদের অনেকে বলেছেন, এ রকম ঘটনা বাংলাদেশে আর ঘটেনি। আসলে তরুণ প্রজন্মের সদস্য সংখ্যা বেশি, তাই তাদের কাছে এটি ভয়ানক মনে হচ্ছে। না এর আগেও দু’বার এ ধরনের ঘটনা ঘটেছে ১৯৭১ সালের পর। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু ও পরে ইয়াজিদ জিয়ার নেতৃত্বে জাতীয় চার নেতা ও কয়েক হাজার সৈন্যকে হত্যা ছিল ১৯৭১ সালের পর সবচেয়ে বড় হত্যা, ধ্বংসযজ্ঞের ঘটনা।
২০০৪ সালে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে গ্রেনেড হামলা ছিল আরো ভয়াবহ। কারণ রাষ্ট্রক্ষমতায় থেকে মন্ত্রী ও প্রশাসন মিলে গ্রেনেড ছুড়ে পাঁচ মিনিটের মধ্যে ২৭ জনকে হত্যা করে।
এরপর ৫ মের ঘটনা। তুলনামূলক হিসেবে নিহত কম। প্রথমটি যিনি ঘটান বলে সবার অনুমান তিনিও বিএনপি সৃষ্টি করেন। গ্রেনেড ঘটনা ঘটায় বিএনপি-জামায়াত মিলে। ৫ মে’র ঘটনা ঘটিয়েছে হেফাজত-জামায়াত-বিএনপি মিলে। এবং প্রতিটি ঘটনা ঘটানো হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এর অর্থ একটি। সেটি হলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না। হ্যা, যদি পাকিস্তান তারা মেনে নেয় তাহলে তাদের থাকতে দেয়া যাবে। গত ৩৫ বছরে আমাদের জায়গা ছেড়ে দিতে দিতে আজ তারা এ দুঃসাহস দেখাতে পারছে। হেফাজতকে যাঁরা অরাজনৈতিক বলতেন তাঁরা মুক্তিযুদ্ধের পক্ষের নয়। যে সব মন্ত্রী বারবার বলেছেন, হেফাজতে বিএনপি- জামায়াত ঢুকে নাশকতা চালিয়েছে তাঁরাও মানুষকে বিভ্রান্ত করেছেন। তাঁরা হেফাজতের দোষ ঢাকতে চেয়েছেন। এসব রাজনৈতিক কৌশল যে ভ্রান্ত, হেফাজত তা প্রমাণ করেছে। হেফাজত প্রথম থেকে রাজনৈতিক কথা বলে আসছে। হেফাজতের আমির ছিলেন পাকিস্তানের পক্ষেÑ এ কথাটা মনে রাখা জরুরী। তারা এতদিন নীরব ছিল, এখন সরব হয়েছে মাত্র। তথাকথিত আল্লামা সাঈদীর জায়গা নিয়েছেন আল্লামা আহমেদ শফিÑ তফাত এটুকুই মাত্র। হেফাজতের সব দাবিতে যদি রাজনৈতিক মতলব না থাকত বা যৌক্তিক হতো তাহলে তারা বিএনপির ১৮ বছর রাজত্বে সেগুলো তুলল না কেন? এমনকি জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকতে কেন ব্ল্যাসফেমি আইনের কথা তোলা হলো না? কেন সাঈদীর বা কাদের মোল্লার রায়ের পর জামায়াতের মতো হেফাজতীরা দাবি তুলে আন্দোলন শুধু নয় সরকার উৎখাতের আহ্বান জানায়? সরকার উৎখাতের দাবি ও ৬ তারিখে সরকার গঠনের দাবি কি রাজনৈতিক না অরাজনৈতিক?
হরতালের সময় জামায়াত-বিএনপি প্রথমে ককটেল ছুড়ে মারে, তারপর গাড়িতে আগুন লাগায়। এবং ভাংচুর করতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। তাদের লক্ষ্য অর্থনীতি পঙ্গু করে দেয়া। শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধি তারা গ্রহণ করতে পারছে না। এই পাকিস্তানীমনা লোকগুলোর মনে হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানকে ডিঙ্গিয়ে যাবেÑ তা হতে পারে না। পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র হলে বাংলাদেশকেও ব্যর্থ রাষ্ট্র হতে হবে। লক্ষ্য করুন, হেফাজত জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংকে আগুন দিয়েছে। ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইবনে সিনা ট্রাস্টে নয়। জামায়াত-বিএনপির কাছে ক্রেডিবিলিটি তারা তাদের তুলে ধরতে চেয়েছে, আলেমদের একাংশ ও পত্রপত্রিকার প্রতিবেদন অনুযায়ী আহমেদ শফির চেলারা প্রচুর টাকা খেয়েছে। সুতরাং যারা টাকা দিয়েছে তাদের কাছে নিজেদের যোগ্যতা তুলে ধরতে হয়। তারা যদি জামায়াতবিরোধী হতো তা হলে জনতা, সোনালী, ব্র্যাক বা গৃহঋণ সংস্থায় আগুন নয়, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ বা ইবনে সিনাতেও আগুন দিত। তারা জামায়াত-বিএনপি পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায়নি। তারা চেয়েছে বিরুদ্ধ পক্ষ এবং পরিণামে বাংলাদেশের যাতে ক্ষতি হয়, যাতে তারা ভিক্ষুক হয়ে যায়। এখানে বিএনপি জামায়াত নেতাদের একটি প্রশ্ন করতে চাইÑ যদি এখন ইসলামী ব্যাংক, ইবনে সিনার মতো প্রতিষ্ঠানগুলো মুক্তিযুদ্ধবিরোধী মালিকদের টেলিভিশন অফিস ও অর্থ প্রতিষ্ঠান একই রকম হামলার শিকার হয় তারা বুঝতে পারছেন অবস্থা কী হবে? যদি বেছে বেছে খোকা, মওদুদ ও জামায়াতী নেতাদের গাড়ি টার্গেট করা হয় তখন কী হবে? ধরা যাক, শেখ হাসিনার বদলে বিএনপি ও হেফাজতীরা ক্ষমতায় এলো। পরদিন থেকে ১৪ দল ও সমমনারা যদি একই কাজ করে, ক্ষমতায় থাকতে পারবেন? অর্থনীতি যদি একেবারে ভেঙ্গে পড়ে তাহলে ক্ষতায় থাকা যাবে? সুস্থমনা বা গণতান্ত্রিক রাজনীতি করতে চাইলে এ ধরনের কর্মকা- কেউ করত না। কিন্তু বিএনপি, এরশাদ, জামায়াত আমলে তো গুন্ডারাজই প্রতিষ্ঠিত হয়; সুতরাং তারা এ ধরনের বিকৃত রাজনীতি করবে তাই স্বাভাবিক। ৫ মে’র সমাবেশের ইতিবাচক দিক হলো হেফাজতীরাও যে বিকৃতমনা, অসুস্থ রাজনীতির বাহক সেটি প্রমাণিত হলো।
দুপুর পর্যন্ত ঢাকার মানুষরা ভেবেছিলেন সত্যিই হেফাজতীরাজ বোধহয় প্রতিষ্ঠিত হলো। বিএনপি সন্ধ্যার জন্য অপেক্ষা করছিলÑ যখন তারাও যোগ দেবে হেফাজতীদের সঙ্গে। খালেদা জিয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে বোঝা গিয়েছিল, পুরো বিষয়টি পরিকল্পিত এবং কেন ৩ মে বেগম জিয়া এত উৎফুল্ল ছিলেন তাও স্পষ্ট হলো। সে প্রসঙ্গ পরে।
অনেকে বলছেন, হেফাজতীরা ভাড়া করা এতিম তালেবএলেমদের দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সেøাগান দেওয়াচ্ছিলেন। সেøাগানটি ছিল ‘শেখ হাসিনার গালে গালে জুতা মার তালে তালে’।
মাদ্রাসার ছাত্রদের তাহজীব-তমুদ্দুন শেখাবার বদলে এইসব বেয়াদবি শিক্ষা দিচ্ছে বাবুনগরীরা। একজন ধর্মপ্রাণ বয়সী মহিলার নামে এই সেøাগান সভ্যতার কোন নিরিখে পড়ে না। হে বাবুনগরী, আহমেদ শফির নামে এ সেøাগান দিলে ভালো লাগবে? না, এ বেয়াদবি সেক্যুলার উদারপন্থীরা করে না। এসব বেয়াদবি শিক্ষা দেয়া হয় বাবুনগরীদের মাদ্রাসায়। এই সব সেøাগানের কারণে শেখ হাসিনা ক্রুদ্ধ হয়ে হেফাজতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তিনি ক্রুদ্ধ হতে পারেন, কিন্তু এই কারণে হেফাজতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমন মহিলা তিনি নন। রাজনীতি করলে অনেক কিছু সহ্য করতে হয়। ১৯৭৫ সালের পর থেকে যন্ত্রণার যে স্টিমরোলার তাঁর ওপর দিয়ে গেছে, অন্য কারো পক্ষে তা সহ্য করা দুঃসহ হয়ে উঠত।
অনেকের মতে, আওয়ামী লীগ অফিসে ঘণ্টা কয়েকের মধ্যে বহুবার হামলা হেফাজতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণ এটি একটি সামান্য কারণ হতে পারে বটে, তবে মূল কারণ নয়। হেফাজতীদের মতো উঠতি একটি দল আওয়ামী লীগ অফিস বারবার আক্রমণ করবে এবং সরকার আগের মতো নিশ্চুপ থাকবেÑ তাহলে দলই নিষ্ক্রিয় হয়ে পড়বে। হতাশা আরো বাড়বে। তারপরও বলব এটি মূল কারণ নয়। মূল কারণ, হেফাজতী-জামায়াতী-বিএনপিরা এমন তা-ব সৃষ্টি করছিল যাতে মনে হচ্ছিল, এ সরকার কার্যত আর নেই। দুই-তৃতীয়াংশের বেশি ভোটে নির্বাচিত একটি সরকার তা মেনে নিতে পারে না। তাদের ব্যবস্থা নিতে হয়। তাছাড়া জনগণের জানমাল রক্ষা করাও সরকারের অন্তিম দায়িত্ব।
ইতোমধ্যে হেফাজতী-জামায়াতী-বিএনপিরা বায়তুল মোকাররমের ধর্মীয় বইয়ের দোকানগুলো আক্রমণ করে। গত ৪২ বছরে অনেক দুর্যোগেও এসব ক্ষুদ্র দোকানের ওপর কখনও হামলা হয়নি। কারণ এসব দোকানে কোরান, আমপারা, তসবি, জায়নামাজ, টুপি, আতর বিক্রি হয়। হেফাজতী-জামায়াতী-বিএনপি (সংক্ষেপে এরপর থেকে হেজাবি) যখন দোকানগুলো আক্রমণ করতে যায় তখন ক্ষুদ্র দোকানদাররা বারবার মিনতি করছিল। ইয়াজিদের বরপুত্ররা তা শোনেনি। রসুল (স.)-এর নাতিদের হত্যায় ইয়াজিদের মন কাঁপেনি, আর ইয়াজিদের পুত্রদের হাত কাঁপবে? বরং কোরান-হাদিস যাতে ভালো করে আগুনে পোড়ে সে জন্য গান পাউডার ছড়িয়ে আগুন দেয়া হয়। নিমিষে ৬৩৫ জিল পবিত্র কোরান পুড়ে ছাই হয়ে যায়। ভস্মীভূত হয় অন্যান্য বই ও সামগ্রী। ক্ষতির পরিমাণ এক কোটিরও বেশি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব দেখল হেজাবিরা ধর্মগ্রন্থ কিভাবে পোড়ায়। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ ধর্মগ্রন্থ পোড়ানো। নাস্তিক হওয়াও এত বড় পাপের মধ্যে পড়ে না। এক হিন্দু ভদ্রলোক বলছিলেন, ভাই, মুসলমান না হতে পারি; কিন্তু কোরান তো পবিত্র ধর্মগ্রন্থ, সেটিতে আগুন দিতে বুক কাঁপল না! ধর্মগ্রন্থ পোড়ানো দেখে তাঁর চোখে পানি। একজন বলেছিলেন, যে ইসরাইল ও ইহুদীদের অধিকাংশ মুসলমান রাষ্ট্র ঘৃণা করে তারাও কখনও কোরান পোড়ায়নি।
অনেকে বলছেন, হেফাজতীরা ভাড়া করা এতিম তালেবএলেমদের দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সেøাগান দেওয়াচ্ছিলেন। সেøাগানটি ছিল ‘শেখ হাসিনার গালে গালে জুতা মার তালে তালে’। মাদ্রাসার ছাত্রদের তাহজীব-তমুদ্দুন শেখাবার বদলে এইসব বেয়াদবি শিক্ষা দিচ্ছে বাবুনগরীরা। একজন ধর্মপ্রাণ বয়সী মহিলার নামে এই স্লোগান সভ্যতার কোন নিরিখে পড়ে না। হে বাবুনগরী, আহমেদ শফির নামে এ সেøাগান দিলে ভালো লাগবে? না, এ বেয়াদবি সেক্যুলার উদারপন্থীরা করে না। এসব বেয়াদবি শিক্ষা দেয়া হয় বাবুনগরীদের মাদ্রাসায়। এই সব সেøাগানের কারণে শেখ হাসিনা ক্রুদ্ধ হয়ে হেফাজতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তিনি ক্রুদ্ধ হতে পারেন, কিন্তু এই কারণে হেফাজতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমন মহিলা তিনি নন। রাজনীতি করলে অনেক কিছু সহ্য করতে হয়। ১৯৭৫ সালের পর থেকে যন্ত্রণার যে স্টিমরোলার তাঁর ওপর দিয়ে গেছে, অন্য কারো পক্ষে তা সহ্য করা দুঃসহ হয়ে উঠত।
অনেকের মতে, আওয়ামী লীগ অফিসে ঘণ্টা কয়েকের মধ্যে বহুবার হামলা হেফাজতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণ এটি একটি সামান্য কারণ হতে পারে বটে, তবে মূল কারণ নয়। হেফাজতীদের মতো উঠতি একটি দল আওয়ামী লীগ অফিস বারবার আক্রমণ করবে এবং সরকার আগের মতো নিশ্চুপ থাকবে- তাহলে দলই নিষ্ক্রিয় হয়ে পড়বে। হতাশা আরো বাড়বে। তারপরও বলব এটি মূল কারণ নয়। মূল কারণ, হেফাজতী-জামায়াতী-বিএনপিরা এমন তা-ব সৃষ্টি করছিল যাতে মনে হচ্ছিল, এ সরকার কার্যত আর নেই। দুই-তৃতীয়াংশের বেশি ভোটে নির্বাচিত একটি সরকার তা মেনে নিতে পারে না। তাদের ব্যবস্থা নিতে হয়। তাছাড়া জনগণের জানমাল রক্ষা করাও সরকারের অন্তিম দায়িত্ব।
ইতোমধ্যে হেফাজতী-জামায়াতী-বিএনপিরা বায়তুল মোকাররমের ধর্মীয় বইয়ের দোকানগুলো আক্রমণ করে। গত ৪২ বছরে অনেক দুর্যোগেও এসব ক্ষুদ্র দোকানের ওপর কখনও হামলা হয়নি। কারণ এসব দোকানে কোরান, আমপারা, তসবি, জায়নামাজ, টুপি, আতর বিক্রি হয়। হেফাজতী-জামায়াতী-বিএনপি (সংক্ষেপে এরপর থেকে হেজাবি) যখন দোকানগুলো আক্রমণ করতে যায় তখন ক্ষুদ্র দোকানদাররা বারবার মিনতি করছিল। ইয়াজিদের বরপুত্ররা তা শোনেনি। রসুল (স.)-এর নাতিদের হত্যায় ইয়াজিদের মন কাঁপেনি, আর ইয়াজিদের পুত্রদের হাত কাঁপবে? বরং কোরান-হাদিস যাতে ভালো করে আগুনে পোড়ে সে জন্য গান পাউডার ছড়িয়ে আগুন দেয়া হয়। নিমিষে ৬৩৫ জিল পবিত্র কোরান পুড়ে ছাই হয়ে যায়। ভস্মীভূত হয় অন্যান্য বই ও সামগ্রী। ক্ষতির পরিমাণ এক কোটিরও বেশি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব দেখল হেজাবিরা ধর্মগ্রন্থ কিভাবে পোড়ায়। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ ধর্মগ্রন্থ পোড়ানো। নাস্তিক হওয়াও এত বড় পাপের মধ্যে পড়ে না। এক হিন্দু ভদ্রলোক বলছিলেন, ভাই, মুসলমান না হতে পারি; কিন্তু কোরান তো পবিত্র ধর্মগ্রন্থ, সেটিতে আগুন দিতে বুক কাঁপল না! ধর্মগ্রন্থ পোড়ানো দেখে তাঁর চোখে পানি। একজন বলেছিলেন, যে ইসরাইল ও ইহুদীদের অধিকাংশ মুসলমান রাষ্ট্র ঘৃণা করে তারাও কখনও কোরান পোড়ায়নি। এমনকি নাসারাদের দেশ আমেরিকার মৌলবাদী এক নাসারা কোরান পোড়ানোর হুমকি দেয়ায় স্বয়ং বারাক ওবামা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন। কওমিরা কেমন মুসলমান তা প্রমাণিত হলো। হেজাবিরা আমাদের মুসলমানত্ব নিয়ে প্রশ্ন তোলে। কোরান পোড়ানোর অথর্, তারা আর ইসলাম মানে না। আমরা ধর্ম থেকে কী খারিজ হব, এখন বাবুনগরী ও কওমি ও হেজাবিদের প্রমাণ করতে হবে তারা আদৌ ধর্মে বিশ্বাস করে কিনা? তারা শাহবাগের তরুণদের নাস্তিক বলে, কিন্তু এখন প্রমাণ হলো তারা কোরান পোড়ানো নাস্তিক। এক দোকানদার চিৎকার করে বলছিলেন (টিভি ফুটেজ) -এরা ‘আল্লাহর শত্রু’ এরা ধর্মের শত্রু, এরা নবীর (স.) শত্রু। এ কথার যৌক্তিকতা উড়িয়ে দেয়া যায় না। এক তরুণ বিক্রেতাও বলেছিলেন, শফির গুন্ডারা এ কাজ করেছে অর্থাৎ হেজাবিরা। আল্লামা নয়, হজরত নয়, মৌলানা নয় একেবারে শফি। যে সম্মান অর্জন করতে জনাব শফির লেগেছে ৭০/৮০ বছর। এক নিমিষে তা ধুলায় লুটাল। আল্লাহ্ বান্দাকে নানাভাবে পরীক্ষা করেন। আমরা অধিকাংশ সাধারণ বান্দা তাতে পাস করতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতার মোহে আহমেদ শফিও অন্ধ হয়ে গেলেন। ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী কোরান পুড়িয়েছিল। গত ফেব্রুয়ারি থেকে বিএনপির সহযোগী জামায়াতীরা কোরান ও জয়নামাজ পোড়ানো শুরু করে, মসজিদে আগুন লাগানো শুরু করে। বিএনপিও তা পরিপূর্ণভাবে সমর্থন করে। হেজাবিরাও এখন তা করল। আরো নির্দিষ্টভাবে বলতে হয়, হেফাজতের নির্দেশে হেজাবিরা কোরান পোড়ল।
এখানেই শেষ নয়, এরপর এরা বায়তুল মোকাররমের সোনার ও অন্যান্য দোকানে আগুন লাগায়, লুট করে। প্রমাণিত হলো হেজাবিরা কোরান পোড়ায়, আগুন লাগায় ও লুট করে। যদি কার্যকর কোন সরকার থাকে তাহলে এ পরিপ্রেক্ষিতে তাকে ব্যবস্থা নিতে হয়। সরকারও সে ব্যবস্থা নিয়েছে। আওয়ামী লীগও ব্যবস্থা গ্রহণের পক্ষ নেয়। বিকেলে সৈয়দ আশরাফুলের বক্তব্যে অধিকাংশ মানুষ চমৎকৃত ও বিস্মিত হয়। অনেকে বিস্মিত হয়ে বলেন, দেশের এ অবস্থা দেখে আশরাফুল ও আর ঘুমোতে পারেননি। অধিকাংশ আওয়ামী লীগ নেতা বক্তব্যের বদলে প্যান প্যান করেন। আশরাফুল মাপা কথায়, ঠাণ্ডা গলায় যেভাবে বক্তব্য দিলেন, তাতে প্রাণ খুলে তাঁকে অভিনন্দন জানাতে হয়। রাজনৈতিক মারপ্যাঁচের কথা তিনি বলেননি। যে রকম কথা আমরা পছন্দ করি, সরাসরি সে রকমই বলেছেন। মূল বক্তব্য- হেফাজতীদের আর ঢাকায় আসতে দেয়া হবে না। বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বেরুতে দেয়া হবে না। যারা এসব করছে তারা রাজাকার, রাজাকারের বাচ্চা। মুহূর্তে দৃশ্যপট পাল্টে যায়। দেশের যাবতীয় সেলফোন ব্যস্ত হয়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের নমনীয়তার কারণে যারা বিমষর্, হতাশ হয়ে মুষড়ে পড়েছিল তারা নিমিষে চাঙ্গা হয়ে ওঠে। তবে সংযম দেখায়। চাঙ্গা হয়ে যদি তারা রাস্তায় নামত তাহলে হেজাবিদের খবর ছিল। সাদেক হোসেন খোকাকে ১৯৭২ সালের মতো, মওদুদ আহমেদকে ১৯৯০ সালের মতো দৌড়াতে হতো। আশরাফের বক্তব্য অনুমোদন দেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বাকি কাজ সম্পন্ন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ‘ধাক্কাতত্ত্ব’ দিয়ে যে জমি হারিয়েছিলেন, ৬ মে সকালে সে জমি পুনরুদ্ধার করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় একটি অভ্যুত্থান বিনা রুক্তপাতে দমন করা হলো।
লন্ড্রি থেকে কাপড়চোপড় এনে, খোশ দিলে বিরিয়ানি খেয়ে বাবুনগরী, জুনায়েদীরা গাড়ি করে দ্বিপ্রহরে শাপলা চত্বরে পৌঁছান। অন্যদিকে, এতিমখানা ও মাদ্রাসা থেকে, ঢাকা শহরে দেখানো, ক্ষমতায় গেলে তারা যা খুশি করতে পারবে, ইসলাম কায়েমের তারা হবে সেনানি- এসব প্রলোভন দেখিয়ে আনা তালেবএলেমরা রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ পথ হেঁটে শাপলা চত্বরে পৌঁছায়। গতবার তাদের জন্য বিরিয়ানি, ফল-মূল, পানি ছিল। এখন সে সব কিছু না দেখে তারা ক্ষুব্ধ হয়। বিরিয়ানি খেয়ে পান চিবুতে চিবুতে বাবুনগরীরা তালেবএলেমদের শহীদ হওয়ার আহ্বান জানায় বার বার। নাস্তিক সরকারকে উৎখাত করে হয় তারা শহীদ হবে নয় গাজী হবে। একদিকে বাবুনগরীদের নির্দেশে শহরের একদিকে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছিল অন্যদিকে তারা প্রায় লাখখানেক লোক মজুদ রাখছিলেন রিজার্ভ ফোর্স হিসেবে। কিন্তু, সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় লক্ষণীয়, শহরের অন্যপ্রান্তে আমি রাত ৯টা পর্যন্ত ঘুরে দেখেছি, দোকানপাট খোলা, রাস্তাঘাটে মানুষজন, সব স্বাভাবিক। এর অর্থ কি এই যে, শহরের অনেকে এই সব নিয়ে চিন্তিত নন? পুরো বিষয়টিই কিন্তু কেমন অস্বাভাবিক ঠেকেছে।
সৈয়দ আশরাফের ঘোষণার পর সুর করে বাবুনগরীরা বলতে থাকেন, ‘আশরাফ আগামীকাল কোন্ পথ দিয়ে পালাবে তা ঠিক করো।’ হেজাবিরা তো নিশ্চিত যে, তারা ক্ষমতায় যাচ্ছে। তাই ক্ষমতার দম্ভে নানা ধরনের উপহাস করছিলেন। এবং বাচ্চা ‘জেহাদী’দের উন্মত্ত করে গাছ কাটা, ফুটপাথ তুলে ফেলা, ল্যাম্পপোস্ট উপড়ে ফেলার কাজে লাগাচ্ছিলেন। খেলায় যাকে ওয়ার্ম আপ বলে সে রকমভাবে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ‘লড়াই’ করার জন্য তাদের প্রস্তুত করছিলেন।
পুলিশ হেজাবিদের শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি দিয়েছিলেন এবং বিকেল পাঁচটার মধ্যে তাদের স্থান ত্যাগ করতে বলেছিলেন। এই শর্ত মেনে চুক্তিপত্র করেই হেজাবিরা সমাবেশ করছিলেন। যাঁরা কোরান পোড়ায় তাদের কাছে কথার বরখেলাপ কোন ব্যাপারই নয়। এবং ঠিকই দেখা গেল, হেজাবি নেতারা ঘোষণা করলেন, তাঁরা নড়বেন না। তাদের আল্লামা শফীর বক্তব্য না শুনে তারা নড়বেন না। আমরা যা অনুমান করছিলাম তাই ঠিক হলো। শুধু সমাবেশ নয়, তাঁরা চারদিকে তখনও আগুন লাগাচ্ছিলেন। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী যেভাবে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল হেজাবিরাও তাই করেছিলেন। হেজাবিদের প্রায় সব নেতা ১৯৭১ সালে হানাদার পাকিদের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছেন। পোড়ামাটি নীতি তাঁরা সেখান থেকে শিখেছিলেন। সরকার হেজাবিদের ধমকির বিরুদ্ধে কোন পদক্ষেপই নিতে পারছিল না। বাবুনগরীরা ক্ষমতা দখলে আস্থাবান ছিলেন একটি কারণেÑ তা’হলো, হাটহাজারী, লালবাগ ও লালখান বাজারে জঙ্গী ট্রেনিং দেয়া হয়। শাহরিয়ার কবিরের চলচ্চিত্রে দেখানো হয়েছে, আহমাদ শফী ও ইজহারুল ইসলাম জঙ্গী প্রশিক্ষণের ব্যবস্থা করে আফগানিস্তানে বাংলাদেশী জঙ্গী পাঠিয়েছেন এবং সে জঙ্গী মারা গেলে তার নিঃস্ব পরিবারকে কোন সাহায্য করেননি।
হেফাজতের সেøাগানই বলে দেয় তারা কী চেয়েছিল। তারা তালেবানী রাষ্ট্র করবে, আহমাদ শফী হবেন যার প্রধান। এখন বাবুনগরীর কনফেশনে জানা যাচ্ছে, তাঁরা ঠিকই তালেবানী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়েছিলেন যার প্রধানমন্ত্রী হবেন বাবুনগরী আর আধ্যাত্মিক গুরু আহমাদ শফী। [আমাদের সময়, ৮-৫-১৩]
ইরানের খোমেনী স্টাইলে আর কি! এখানেও আমরা ষড়যন্ত্রের মধ্যে ষড়যন্ত্র লক্ষ্য করি। খালেদা চাচ্ছিলেন জামায়াত-হেফাজতকে দিয়ে সরকার পতন ঘটিয়ে তিনি তখতে তাউসে বসবেন। কিন্তু দেখা যাচ্ছে, আহমাদ শফীরা বিএনপিকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাচ্ছিলেনÑ যেখানে খালেদার স্থান নেই। ষড়যন্ত্রের রাজনীতি এমনই হয়। পরস্পর পরস্পরের পিঠে ছুরি মারে।
রাত আটটায় খালেদা ঢাকাবাসীকে জানালেন, হেফাজতের পাশে দাঁড়াতে। ৪৮ ঘণ্টার মাথায় খালেদা এই ঘোষণা দিলেন। বোঝা গেল তাদের পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে তাঁরা পৌঁছেছেন। আহমাদ শফী গাড়ি করে রওনা হচ্ছিলেন ক্ষমতা দখলের ঘোষণা দিতে। তবে হেজাবি নেতাদের অনেকে মনে করছিলেন, তিনি হেজাবিদের ফিরে যেতেও বলতে পারেন। পথে আহমাদ শফীর মোবাইল ফোনে দু’টি ফোন আসে। তিনি ঘোষণা করেন, তিনি আর যাবেন না। এটিও প্রচারিত হয়ে পড়ে। কিন্তু, তিনি নির্দেশ দেন হেফাজতিরা যেন স্থান ত্যাগ না করে। দশটা-এগারোটার সময় দেখা গেল খালেদার নির্দেশ সত্ত্বেও মওদুদ, খোকা, আনোয়ার, দুদুরা খাবার, পানি নিয়ে নামছেন না। পরে ভাড়া করা জেহাদীদের কনফেশনে জানা গেছে, তারা প্রায় ২৪ ঘণ্টা অভুক্ত। পেশাব-পায়খানা করতে পারেননি। খাওয়ার পানিও পাননি। ঢাকার রাস্তাঘাট তাঁরা চেনেন না। বাতি নেই, অন্ধকার, কী করবেন বুঝতে পারছেন না। অনেকে ভয়েও স্থান ত্যাগ করতে লাগলেন। স্বদেশ রায় রাত ১১টায় ফোন করে আমাকে জানালেন, পত্রিকার প্রবিবেদক জানিয়েছেন, সমাবেশ থেকে লোকজন চলে যাচ্ছে।
বাবুনগরীরা এবং হেজাবিরা ভেবেছিলেন, এই সমাবেশ ভঙ্গ করার সাহস কারও নেই। আর বিএনপি-জামায়াত ক্যাডাররা যোগ দিলে তো কথাই নেই। সবই তো পরিকল্পনা মাফিক এগুচ্ছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসের একটি বড় বৈশিষ্ট্য অনিশ্চয়তা। এ কথা অনেকবার লিখেছি, ইতিহাসের পটভূমিকায় এই অনিশ্চয়তা বাঙালীকে অনেক বিপর্যয় থেকে বাঁচিয়েছে। এবারের অনিশ্চয়তা ছিল নিরাপত্তা বাহিনী সমাবেশ ভেঙ্গে দেয়ার চেষ্টা করবে কী করবে না। এক পুলিশ অফিসার আমাকে বলেছেন, পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত এত বৃহৎ আকারের সমাবেশ ছত্রভঙ্গ করার কোন পরিকল্পনা কখনও করা হয়নি। এটি ছিল এক ধরনের চ্যালেঞ্জ। কারণ, এ ধরনের পরিকল্পনা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি।
মাঝরাতের পর অভিযান শুরু হয়। ১৫ মিনিটের মধ্যে শাপলাচত্বর মুক্ত। সবার আগে পালান বাবুনগরী, লতিফ নেজামী ও তাদের সাঙ্গোপাঙ্গরা। নিজের সাথীদের ফেলে এ ভাবে পলায়ন তাদের চরম স্বার্থপরতা তা তৃণমূল পর্যায়ের হেজাবিদের মনে রাখা উচিত। তাদের তো লড়াই করে শহীদ হওয়ার কথা। শহীদ না হয়ে পালালেন কেন? এ প্রসঙ্গে মনে পড়ছে জঙ্গীগুরু শাইখ আবদুর রহমানের কথা। জঙ্গী শাইখ ধরা পড়লে তাঁর স্ত্রী আর্তকণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, তিনি তো শহীদ হবেন বলেছিলেন, তিনি তো শহীদ হলেন না!
তাঁরা তো লড়াই করে গাজী হবেন বলেছিলেন। কিন্তু লড়াই দূরের কথা, জলকামানের পানি, শব্দবহুল গ্রেনেড আর ফাঁকা রবার বুলেটেই শাপলা চত্বর খালি। একদল এক দৌড়ে যাত্রাবাড়ী হয়ে কাঁচপুরের পথে। বাকিরা এদিক-সেদিক গলি-ঘুপজি আর বিভিন্ন ভবনে। পরের এক চিত্রে দেখা যায়, কান ধরে একদল হেফাজতী বা হেজাবি বসে আছেন। তাঁরা শহীদও হননি। গাজীও হননি; বরং মানুষের কাছে পাজি হিসেবেই পরিচিত হয়েছেন। হেফাজতে শহীদ নয়, হেফাজতে গাজী নয়, এখন তারা হেফাজতে পাজি।
যা সবাই মনে করেছিল অসম্ভব, তাই হলো সম্ভব। বাংলাদেশে তাই বলি দুইয়ে দুইয়ে কখনও চার হয় না। একটা অনিশ্চয়তা থেকে যায়। ভোরে ঢাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলে।
নিরাপত্তা বাহিনী যখন শাপলা চত্বর মুক্ত করতে যায় তখন সব টেলিভিশন কর্মী, সংবাদকর্মীরা সঙ্গে ছিলেন। চারটি লাশ পাওয়া যায়, যা হেজাবিরা স্টেজের কাছে রেখেছিলেন পরে জনমনে উত্তেজনা সৃষ্টির জন্য। একজন পুলিশ মারা যায়। মিথ্যা সংবাদ পরিবেশনকারী হিসেবে খ্যাত অধুনা হেজাবিদের মুখপত্র নয়াদিগন্তের খবর অনুসারে পুলিশ-র‌্যাব হেজাবিদের পালানোর জন্য পথ করে দিয়েছিলেন বা কিভাবে পালাতে হবে সে পথ নির্দেশ করে দিচ্ছিলেন। তাদের খবর অনুযায়ী সারাদিনে শহরে মৃত্যুর সংখ্যা ১৬।
পরে সিদ্ধিরগঞ্জ-কাঁচপুরে মাইক দিয়ে মিথ্যা প্রচার করলে আবার সংঘর্ষ বাঁধে এবং তাতে কিছু মৃত্যু হয়। আমার এক সহকর্মী, যার বাড়ি রাউজানে, জানালেন, তাদের গ্রামের মসজিদের ইমাম তাঁকে ফোন করেছিলেন। ইমামকে টাকা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছিল। বিভিন্ন জায়গায় হেজাবিরা এভাবে টাকা দিয়ে লোক পাঠায়। অনেক মাদ্রাসা ও এতিমখানা থেকে অভিভাবকদের না জানিয়ে কিশোর ছাত্রদের ঢাকায় নিয়ে আসে। সেই ইমাম কাউকে না জানিয়ে ঢাকায় আসেন এবং শহীদ বা গাজী না হয়ে পাজি হিসেবে এক দৌড়ে যাত্রাবাড়ী আসেন। সকালে গ্রামে ফোন করে জানেন, না জানিয়ে কর্মস্থল ত্যাগ করায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। ইমাম এখন তদবির করছেন চাকরি ফিরে পাওয়ার জন্য।
হেফাজতীরা পিছু হটলেন কেন? কারণ হেফাজতীদের নেতারা প্রচুর টাকা খেয়েছিলেন। তাঁদের কর্মীদের মাঝে সে টাকা ভাগ করে দেননি। কোন কোন ক্ষেত্রে যাওয়া-আসার খরচ দিয়েছেন। টাকা খেয়ে একটা পর্যায় পর্যন্ত আন্দোলন করা যায়। টাকা খেয়ে ইসলাম নিয়ে তারা আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু, কোরান পোড়ানো, লুটপাট আর আগুন লাগিয়ে ধ্বংসযজ্ঞ করার পর টাকা খেয়েও আর আন্দোলন করতে পারবেন না। ইতোমধ্যে বাবুনগরীদের বিরুদ্ধে টাকা খেয়েও টাকা আত্মসাতের মামলা হয়েছে।
ইসলামের হেফাজত করার বিধান নেই। সৃষ্টিকর্তাই বলেছেন, তিনি এর হেফাজত করবেন। কিন্তু রসুল (স.) ও চার খলিফার পর ইসলামের স্বঘোষিত হেফাজতকারীরা মাঠে নেমে পড়েন এবং ইসলাম শান্তির ধর্ম থেকে অশান্তির ধর্মে পরিণত হয়। নানাজনের উদ্দেশ্যমূলক ব্যাখ্যায় নবীর (স.) শান্তির ইসলাম তিরোহিত হয়। এ অবস্থা চলে নবম শতক পর্যন্ত। আব্বাসীয় যুগে খলিফা মামুন তাঁর রাজত্বের শেষ দিকে এ ভুল বুঝতে পারেন। আমীর আলী লিখেছিলেন, ‘মানুষের মনকে অপরিবর্তনীয় মতবাদের বন্ধনে আবদ্ধ করার ফলে মামুন আগেই বুঝতে পেরেছিলেন। রাজত্বের শেষ চার বছর রাষ্ট্রকে ধর্ম-প্রভাব থেকে মুক্ত করতে এবং প-িতবর্গ ও শাস্ত্রজ্ঞগণ মানুষের বুদ্ধিকে যে শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন তা ছিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছিলেন।’ এ মুতাজিলাদের বা যুক্তিবাদীদের ধারণা ছিল এরকম। মামুন মুতাজিলা মতবাদ গ্রহণ করেন যার মূল কথা হলোÑ‘মানুষ ভাল ও মন্দের বিচারে স্বাধীনতার অধিকারী...আল্লাহর গুণাবলী তাহার সত্তা থেকে পৃথক নয় এবং কোরান সৃষ্ট বস্তু। মানুষের কার্যাবলী সম্পর্কে কোন চিরস্থায়ী বিধি নেই, যে স্বর্গীয় অনুশাসনসমূহ মানবের আচরণকে নিয়ন্ত্রিত করে তা উন্নতি ও পরিবর্ধনেরই ফল এবং বিশ্বনিয়ন্তা সমগ্র বিশ্বকে যে পরবর্তনের অধীন করেছেন তাও ঐ পরিবর্তনের অধীন।’
এর ফলে বিজ্ঞান, শিক্ষা, সাহিত্যে অভাবনীয় উন্নতি হয়। এই সময়টুকুকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। মুসলমানরা যে সব বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্য সম্পর্কে গর্ববোধ করেন তাঁরা ঐ সময়ই বিকশিত হয়েছিলেন। মুতাজিলাদের প্রভাব বেশিদিন ছিল না। ইমাম আহমদ ইবন হাম্বলের উত্থানের ফলে মুতাজিলারা হটে যান। হাম্বলী অনুসারীদের কারণে পরবর্তীকালে অসহিষ্ণুতা, অবিরত বিশৃঙ্খলা, দাঙ্গা ও রক্তপাত শুরু হয়, যা আজও বহমান।
পাকিস্তান আমলেও শাসকগণ ইজতেহাদের পথ বন্ধ করে দেয়। গুরুত্ব দেয় তকলিদের ওপর। ইজতেহাদ প্রতিষ্ঠা করতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যায় বাঙালী। বঙ্গবন্ধুর আমলটুকুকে ইজতেহাদের সময় বলা যায়। ১৯৭৫ সালের পর থেকে ইজতেহাদ লুপ্ত হয় এবং তকলিদের প্রভাব বাড়তে থাকে। নানা ব্যক্তি, গোষ্ঠী ইসলামের স্বঘোষিত ঠিকাদার হয়ে দাঁড়ায়, হেফাজত যার নবতম সংস্করণ। আজ ইজতিহাদের পথে সবচেয়ে বড় বাধা হেজাবিরা। বর্তমান সরকারকে ইজতিহাদের পথই বেছে নিহত হবে এবং এ কারণে প্রয়োজনে যতটা কঠোর হওয়া প্রয়োজন ততটা কঠোর হতে হবে।

বিএনপি করতে হলে প্রধান যে বৈশিষ্ট্য থাকতে হবে তা’হলো অবিরত মিথ্যাচার করার ক্ষমতা ও মানুষের প্রধান গুণ লাজলজ্জা বিসর্জন দেয়া। যে যত মিথ্যাচার করতে পারবে সে তত বড় নেতা হতে পারবে। হেফাজতী ঘটনা থেকে কয়েকটি উদাহরণÑ
বিএনপির এক নেতা সাদেক হোসেন খোকাকে দেখলাম ৬ তারিখ সংবাদ সম্মেলনে বলছেন, হাজার হাজার লোক মারা গেছে। সিএনএন, আল জাজিরা বলেছে, আড়াই হাজার লোক মারা গেছে। এর আগে হেজাবিদের তরফ থেকে রটানো হয়েছিল, আট হাজার মারা গেছে। অবাক হলাম, সারারাত টিভি দেখলাম, সংবাদ দেখলাম, কোথাও তো এই সংখ্যা শুনলাম না। তাড়াতাড়ি আল জাজিরা ধরলাম। বাংলাদেশ সম্পর্কিত খবরে বলা হলো মৃতের সংখ্যা ১৪।
৫ তারিখ মোহনা টেলিভিশনের এক অনুষ্ঠানে ১৯৭১ সালে সুন্দরবন সাব-সেক্টরের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিনের সঙ্গে ছিলাম। তিনি শ্রোতাদের এক প্রশ্নের জবাবে জানালেন, সাদেক হোসেন খোকা ও শাহজাহান ওমর (বিএনপি নেতা) টেলিভিশনে বলেছেন, সাঈদীকে তিনি চেনেন, তার সঙ্গে সাঈদীর যোগাযোগ ছিল। জিয়াউদ্দিন জানান, খোকা আরেকটি অনুষ্ঠানে জানান, টেলিফোনে তার সঙ্গে জিয়াউদ্দিনের কথা হয়েছে। জিয়াউদ্দিন জানিয়েছেন, সাঈদীর ব্যাপারে খোকা যা বলছেন [অর্থাৎ সাঈদী যুদ্ধাপরাধী নন] তা সত্য নয়। জিয়াউদ্দিন বললেন, ‘এরা দু’জনই ডাহা মিথ্যা বলছেন। তাদের সঙ্গে গত ১০ বছর আমার কোন দেখা- সাক্ষাত নেই। মুক্তিযোদ্ধারা এ রকম মিথ্যাচার কী ভাবে করেন?’ ৯ তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে দেখা। বাচ্চুকে ঠাট্টা করে জিজ্ঞেস করলাম, ‘বাচ্চু তোর জিগরি দোস্ত খোকা এত ডাহা মিথ্যা বলেন কীভাবে? টেলিভিশনে, সংবাদ সম্মেলনে চোখ খোলা রেখে নির্ভয়ে মিথ্যা বলছেন।’
বাচ্চু বললেন, ‘খোকা হিসেবে সাদেক হোসেন রাজনীতিতে জয়েন করেছিল। এখন তো তার পরিচিতি হয়ে গেছে সাদেক হোসেন ধোঁকা।’
অর্থাৎ, বিএনপি করলে মিথ্যাচার করতে হয়, ধোঁকাবাজ হতে হয়।
৬ তারিখ রাতে ২৪টা টেলিভিশনে ২৪টি টক শো হয়েছিল। প্রত্যেকটিতে বিএনপির পাতি নেতা বা সহানুভূতিশীল নেতাদের আনা হয়েছিল। প্রত্যেকে বলতে লাগলেন যে, কমপক্ষে আড়াই হাজার ব্যক্তি মারা গেছেন। অনেক লাশ গুম করা হয়েছে। অনেক ক্ষেত্রে সঞ্চালক ফুটেজ দেখালেন। ভবি ভুলবার নয়। এক টিভিতে ব্যারিস্টার খোকন এই অভিযোগ তোলার পর তথ্যমন্ত্রী ইনু বললেন, নাম ঠিকানা দেন। খোকন জানালেন, তার প্রত্যেক এলাকার উপজেলায় মানুষ মারা গেছে। ইনু বললেন, নাম ঠিকানা দেন। এক পর্যায়ে খোকন দুটি ছবি দেখালেন। একজন দর্শক পরে জানালেন, ছবিটি নাকি ছিল হাইতির কলেরায় মৃতদের লাশের ছবি। যুক্তিতে না পেরে খোকনের মতো চিৎকার করে ব্যারিস্টার বলতে লাগলেন, গুলি হলো কেন? গুলি হলো কেন?
অর্থাৎ বিএনপি করলে যুক্তি মানা চলবে না, গায়ের জোর দেখাতে হবে।
এমকে আনোয়ারকে তাঁর সহকর্মীরা জানতেন মাথা খালি আনোয়ার হিসেবে। ইদানীং প্রথম সারির নেতা হওয়ার বাসনায় তিনি বেশি কথা বলছেন। সংবাদ সম্মেলনে এমকে বললেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের নেতৃত্বে কোরান পোড়ানো হয়েছে। চিন্তা করুন, বাংলাদেশে হিন্দুরা এখন শুধু নাগরিক হিসেবে থাকতে চায়, ভোটাধিকার চায় না, সেখানে এক হিন্দু নাগরিক সবার সম্মুখে কোরান পোড়াবে, একথা কোন পাগলও বিশ্বাস করবে না। এই নির্জলা মিথ্যাচারের উদ্দেশ্য ছিল ৬ মে থেকে যাতে দাঙ্গা লাগানো যায় এবং হেজাবিরা যে কোরান পুড়িয়েছে সে নিয়ে যাতে আলোচনা অন্যখাতে যায়।
অর্থাৎ, বিএনপি করলে মনেপ্রাণে সাম্প্রদায়িক হতে হবে অথবা দাঙ্গা লাগাতে হবে।
অনেক বিএনপি নেতা বারবার বলছেন, ১৯৭১ সালের ২৫ মার্চেও নাকি এমনটি হয়নি, যা হয়েছে ৫ মে রাতে। এরকম বর্বর গণহত্যার কথা চিন্তা করা যায় না। গণহত্যা শব্দটি বার বার তারা ব্যবহার করছে। এর একটি উদ্দেশ্য, ১৯৭১ সালের গণহত্যাকে খাটো করে দেখানো এবং জনমানসে এ ধারণার সৃষ্টি করা যে, ১৯৭১ সালে তেমন কিছু হয়নি। ফলে, যুদ্ধাপরাধ মামলা জিঘাংসামূলক। প্রকৃত গণহত্যা এখন হচ্ছে এবং এর জন্য মানবতাবিরোধী অপরাধে বিচার করা হবে। ২৫ মার্চ ঢাকা শহরেই প্রায় দু’লাখ শহীদ হয়েছেন।
অর্থাৎ বিএনপি করলে সংবিধান বিরোধী হতে হবে। সংবিধানে উল্লেখিত মুক্তিযুদ্ধ সংক্রান্ত যাবতীয় শব্দাবলি উপেক্ষা করতে হবে।
৬ মে বিকেলে আমরা অনেকেই একটি এসএমএস পেয়েছি। তাতে লেখা ছিল, ভারতীয় এজেন্টরা মতিঝিলে হত্যাকা- চালিয়েছে এবং এখনও চালাচ্ছে। এর অর্থ এই সরকার ভারতের দালাল। অবশ্য সংবাদ সম্মেলনে এই উক্তি করা হয়নি।
বিএনপি বা হেজাবি হলে পাকিস্তানমনা হতে হবে।
টেলিভিশনের টক শোতে বিএনপি/হেজাবি সমর্থকদের সাংবাদিকদের অনেকে বলেছেন, তাঁরা ঘটনাস্থলে ছিলেন। টেলিভিশনে ধারণকৃত চিত্র তাঁরা দেখালেন। কিন্তু বিএনপি সমর্থক বা নেতারা বার বার জানালেন, ঘটনা সত্য নয়। তাঁরা তখন নয়া দিগন্ত, ইসলামী টিভি কেন বন্ধ করা হয়েছে এ প্রশ্ন তুলতে লাগলেন। এ দু’টি টিভি যে হেজাবিদের মুখপত্র হিসেবে অনবরত মিথ্যা এবং ৫ ও ৬ মে এমনভাবে সংবাদ পরিবেশন করছিল যে, সারাদেশে দাঙ্গা লেগে যেত। টিভিতে দেখান হলো হেজাবিরা মৃতের ভান করে পড়ে আছে। লাঠির খোঁচা খেয়েই চটপট উঠে দাঁড়িয়ে দৌড়াচ্ছে। সেটিও মানতে তাঁরা রাজি নন। সত্য কোনভাবে গ্রাহ্য করা যাবে না।
অর্থাৎ বিএনপি করলে নির্লজ্জ বা বেহায়া হতে হবে। আমার এক বন্ধু অনেক আগে বলেছিলেন, ভদ্রলোক হলে বিএনপি করা যাবে না।
হেফাজতী/হেজাবি সমাবেশ ও পরবর্তী ঘটনা নিয়ে বিএনপি নেতারা যা বলছেন এসব তার প্রকৃষ্ট উদাহরণ।
বিএনপি যে আড়াই হাজার মৃত্যুর কথা বলছে তার কোন প্রমাণ তারা দেখাতে পারেনি। আড়াই হাজার মানুষ হত্যা করতে হলে কত বুলেটের প্রয়োজন এ হিসাবও তাদের নেই। রবার বুলেট আর বুলেট এক হলে এক ধরনের বুলেটের নাম রবার বুলেট হতো না। কাঁদানেগাস দিয়ে মানুষও হত্যা করা যায় না। আড়াই হাজার মৃতদেহ সরাতে গেলে কত ট্রাক লাগে। টিভিতে কিন্তু কোন ট্রাকই দেখায়নি। ২৫০০ মানুষ মারা গেলে পুরো ঢাকা শহরের একাংশ স্বজনহারাদের আহাজারিতে ভরে যেত। স্বজন হারাদের প্রায় দেখাই যায়নি। আড়াই হাজার কেন এক শ’ লাশও ঘণ্টাখানেকের মধ্যে গুম করা সম্ভব নয়। ডিএমপি কমিশনারের ব্রিফিং বিশ্বাস না করলে আন্তর্জাতিক গণমাধ্যম দেখুন। ২৫০০ মারা গেলে সারা পৃথিবীর সাংবাদিকরা ঢাকায় চলে আসতেন। হেজাবিরা ভেবেছিলেন, তাঁদের অনেক মিথ্যাচারের মতো বা ক্রমাগত মিথ্যাচার করলে মানুষ তা বিশ্বাস করবে। কিন্তু সরকার একটি কৌশলী পদক্ষেপ নিয়েছিল। এই অভিযানের সময় দেশী-বিদেশী সংবাদ মাধ্যমের কর্মীদেরও সঙ্গে নেয়া হয়েছিল। ফলে, এ বারের মিথ্যাচার সফল হয়নি।
আমার মনে হয়েছে, টক শো বা খবরের কাগজে বিএনপির নেতাদের মন্তব্যের বিপরীতে একটি বিষয় উল্লেখ করা হয়নি; বিষয়টি উল্লেখ জরুরী ছিল। সংঘর্ষে যাঁরা মারা গেছেন তার জবাবদিহিতা সবাই চাইছেন। কিন্তু পটভূমিটা সবাই এড়িয়ে গেছেন। একজন নাগরিকের মৃত্যুও কারও কাম্য নয়। কিন্তু সে যদি নিজে আত্মহত্যা করতে চায়?
সৈয়দ আশরাফ সন্ধের আগে শাপলা চত্বর খালি করে দিতে বলেছিলেন। হেজাবি নেতারা তো তা করেনইনি বরং আশরাফকে নিয়ে ঠাট্টা করেছেন। সারাদিন তারা যে তা-ব চালিয়েছে সেটি কি আন্দোলনের মধ্যে পড়ে? আগুন লাগানো, ভাংচুর, লুট কী অপরাধ নয়? অপরাধ হলে তো ব্যবস্থা নিতে হবে। লক্ষ্য করবেন, হেজাবিরা যখন ঢাকা শহর অগ্নিকু-ে পরিণত করছে, পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোমা ছুঁড়ছে তখনও কিন্তু পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। করলেও তা অপরাধ হতো কিনা সন্দেহ। গভীর রাতে পুলিশ গিয়ে প্রথমে অনুরোধ করে তাদের চলে যেতে। হেজাবি নেতারা রাজি হয়নি। কারণ তারা তো সরকার গঠন করতে এসেছে, চলে যেত নয়। এর পর পুলিশ এ্যাকশনে যায়। অতর্কিতে যদি পুলিশ হামলা করত তা’হলেও না হয় দোষ দেয়া যেত। আর এ কেমন কথা, কিছু গু-াপা-া সারা শহরে অরাজকতা চালাবে কিন্তু সরকার কিছু বলতে পারবে না!
অনেকে বলেছেন, বিদেশে এরকম সমাবেশ ভাঙতে গিয়ে সমাবেশকারীদের বেশ মৃত্যু হয়েছে। কিন্তু, এত বড় সমাবেশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে এত কম সময়ে কোথাও মানুষ সরান যায়নি। এই প্রথম অনেকে পুলিশের প্রশংসা করে বলছেন, হেজাবিদের হাত থেকে ঢাকা শহর বাঁচানো যাবে কেউ আশা করেননি। অনেকে এও বলছেন, স্বারাষ্ট্রমন্ত্রীকে প্রচুর নিন্দামন্দ করা যেতে পারে, কিন্তু আল্লাহকে ধন্যবাদ, আগের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না। ১৯৭৫ সালের পর আর কেউ ধর্ম ব্যবসায়ীদের এমনভাবে কোণঠাসা করার সাহস করেননি। তবে এটিও মনে রাখার দরকার, প্রধানমন্ত্রীর সমর্থন না পেলে এ কাজ করা যেত না। এখন তিনি আর দোদুল্যমানবতায় ভুগছেন না। ভুল হোক ঠিক হোক তিনি একটি সিদ্ধান্ত দিয়েছেন। এবং এখনও সেই সিদ্ধান্তে অটল আছেন। পাঠক, আপনারা বলতে পারেন, আমি ১৪ দলের সমর্থক। তাই অযথা তাদের প্রশংসা করছি। তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে সিনিয়র সাংবাদিক এবিএম মূসার কথা ধরা যাক। গত চার বছরে কোন লেখায় তিনি বর্তমান সরকারের কোন প্রশংসা করেননি। এখন তিনি অসুস্থ। তারপরও লিখেছেন, ‘গতকাল (৭ মে) আমি এই সরকারের প্রশংসা করেছি হেফাজত ও ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক গোষ্ঠীকে শক্ত হাতে দমন করার জন্য। মহাজোট সরকারের অনেক কিছুই সমর্থন করি না সত্য; তার মানে এই নয়, দেশে তালেবান সরকার চাই। হেফাজতী নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের অভিযানে দুঃখজনক প্রাণহানি ঘটলেও উপযুক্ত সময়ে সরকারের এই অভিযানকে আমি স্মরণ করি। কারণ তারা অবরোধ ও সমাবেশের নামে হত্যাসহ নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির পাঁয়তারা চালিয়েছিল, তাতে আরও বেশি প্রাণনাশের আশঙ্কা ছিল। বাংলাদেশকে ধ্বংস করার ফন্দি এঁটেছিল হেফাজত।’ [আমাদের সময়, ৮-৫-১৩]
বাংলাদেশ ব্যাংক লুটের পরিকল্পনা, অন্যান্য ব্যাংকের ক্ষতি সাধন, লুট, পুলিশ হত্যা, নারকীয় সব কর্মকা-, দেশের কয়েক কোটি টাকার ক্ষতি, সর্বোপরি কোরান পোড়ানোর পরও শেখ হাসিনা হেফাজতী নেতাদের প্রধান আহমাদ শফী ও তার অনুচরদের সৌজন্যের সঙ্গে হাটহাজারী পাঠিয়ে দিয়েছেন। এ কথাটি যেন হেফাজতী নেতারা মনে রাখেন। তাদের সবাইকে আদালতে চালান দিলেও হেফাজতীরা ছাড়া কেউ সমর্থন করত বলে মনে হয় না।
কওমি মাদ্রাসাগুলো চলে যাকাত, কোরবাণীর চামড়া ও অনুদানের ওপর। প্রশ্ন উঠছে, তারা যদি ১-২ লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে থাকে তা’হলে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে। এ টাকা এলো কোত্থেকে? এবিএম মূসা সাহসী মানুষ। তিনি লিখেছেন, ‘আমি নাম ধরে বলতে পারি ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক নাশকতার অর্থ জুগিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ধ্বংসাত্মক কাজে ব্যবহার করছে।’ [ঐ] সরকারের উচিত এ বিষয়ে আলাদা একটি তদন্ত করা। আরেকটি বিষয়ও উল্লেখ্য, আমরা নিয়মিত ট্যাক্স দিই। এসব ধর্ম ব্যবসায়ীরা বা তথাকথিত ইসলামী দলগুলোর নেতারা কি ট্যাক্স দেয়? আমরা ট্যাক্স দিই কিনা তা সব সময় কর্তৃপক্ষ নজর রাখে, এসব নেতার ক্ষেত্রে? যদি এরা ট্যাক্স না দেয় তা’হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত। না হলে, আমাদের বলতে হবে, সরকার পক্ষপাতিত্ব করছে, যা অসংবিধানিক।
যার এখন গণভবনে থাকার কথা ছিল তিনি এখন ডিবি অফিসের কাঠের বেঞ্চে বসে রিমান্ডে অশ্রুপাত করছেন। কিন্তু এই অশ্রুতে সমব্যথী হওয়ার কোন কারণ নেই। এই জুনায়েদ বাবুনগরী ১৯৭১ সালে মুজাহিদ বাহিনীর নেতা ছিলেন। হেফাজতের নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী জুনায়েদের মামা। মামা-ভাগিনা ১৯৭১ সালের পরও আওয়ামী বিরোধিতা ছাড়েননি। ২০০৮ সালের নির্বাচনে তাঁরা সা.কা. চৌধুরীর হয়ে কাজ করেছেন এবং এই জুনায়েদ বিভিন্ন বক্তৃতায় বলেছেন, যারা আওয়ামী লীগে ভোট দেয় তারা নাস্তিক। ঢাকায় তাদের প্রথম সমাবেশেও টাকা যোগায় সা.কা.র পরিবার [জনকণ্ঠ ১০.৫.১৩]। যার কথা ছিল এখন বঙ্গভবনে আয়েসে দিন কাটাবার, তিনি এখন হাটহাজারি মাদ্রাসায় কাঠের বেঞ্চিতে বসে কাঁদেন। কিন্তু এখানেও সমব্যথী হওয়ার বা সম্মান দেখাবার কোন কারণ নেই। কারণ, তিনিও ১৯৭১ সালে যুক্ত ছিলেন মুজাহিদ বাহিনীর সঙ্গে।
ইতিহাস হচ্ছে অভিজ্ঞতা। সে কারণে আমরা বারবার বলি, ইতিহাসটা দেখ, তারপর সিদ্ধান্ত নাও। আমাদের ইতিহাসের অভিজ্ঞতা বলে, যে একবার রাজাকার সে সব সময় রাজাকার। ১৯৭১ সালে যারা রাজাকারী করেছে তারা কি ঐ পথ ছেড়েছে? একটা উদাহরণ দেখান যাবে? যাবে না। আমরা আরও বলি, যুক্তিযোদ্ধা হওয়া যতটা সহজ ছিল, আজীবন মুক্তিযোদ্ধা থাকা ততটা সহজ নয়। জিয়াউর রহমান ও তার সাথীরা এর বড় প্রমাণ, যাদের সঙ্গে ইয়াজিদের তুলনা করা যেতে পারে। বা সাদেক হোসেন খোকা, যিনি এখন পরিচিত সাদেক হোসেন ধোঁকা নামে; বা মওদুদ, সিভিলিয়ানদের মধ্যে যিনি সবচেয়ে বেশি এ দেশের ক্ষতি করেছেন। তাই আমরা ইতিহাসকে অভিজ্ঞতা হিসেবে মানি এবং কঠিন সত্যে উপনীত হই যে, তাদের সহস্র তোষণ করলেও তাদের পক্ষে আওয়ামী লীগকে ভোট দেয়া সম্ভব নয়, আওয়ামী লীগকে সমর্থন করা সম্ভব নয়, ভান হয়ত করতে পারে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা কখনও বুঝতে চাননি। প্রতিবার ক্ষমতায় গিয়ে তারা তাদেরই গুরুত্ব দিয়েছেন যারা তাদের হয়ে লড়াই করননি বা তাদের হয়ে কাজ করেছেন বলে ভান করছেন। এও এক ধরনের অদ্ভুত মানসিকতা, যা হীনম্মন্যতার তুল্য এবং এ কারণেই তারা সব সময় সমস্যায় পড়েছেন।
বেগম জিয়াও প্রস্তুত ছিলেন। জনাব ধোঁকার বাসায়, বাবুনগরী টাকা-পয়সা হেফাজতে নিতে ও সরকার পতনের বিষয়ে, ৫ মে-তেও আলাপ করেছেন বলে পত্রিকায় প্রকাশ। জানা যায় সরকার পতন ও সঙ্গে সঙ্গে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে বিশেষজ্ঞ মওদুদও প্রস্তুতি নিচ্ছিলেন। শোনা যায়, সরকার পতন হলে তারাই দ্রুত বিভিন্ন শক্তির সঙ্গে যোগাযোগ করে আসল ক্ষমতা হস্তগত করে বাবুনগরীদের হাটহাজারি পাঠিয়ে দেবেন। কিন্তু পতন হলো না। বাবুনগরীদের সাহায্যের জন্য খালেদার আহ্বান ঢাকাবাসী কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় তার গলার স্বর আর শোনা যায়নি।
খালেদা বা আহমাদ শফী ক্ষমতায় গেলে জামায়াতীরা জানত, তারাই হবে চাবিকাঠি। সুতরাং বিএনপির চেয়ে তারাই মাঠে নেমেছিল বেশি। এবং সে কারণেই ইসলামী ব্যাংক আক্রান্ত হয়নি, অন্যান্য ব্যাংক আক্রান্ত হয়েছে। ইতিহাসের অভিজ্ঞতায় বলতে পারি, আজ ইসলামী ব্যাংক আক্রান্ত হলে জামায়াত আন্দোলন থেকে সরে যাবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা জামায়াত ও পাকিস্তানীদের মার দিতে পেরেছিল দেখে তারা নতজানু হয়ে বসেছিল। ৫ মের অভিজ্ঞতা বলে, রাজাকার, রাজাকারপন্থী বা রাজাকারের বাচ্চাদের সঙ্গে যদি নমিত ব্যবহার না করেন তাহলে তারা ঠিক থাকবে। পত্রিকার খবরে প্রকাশ, আহমাদ শফী স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে অনুরোধ করেছেন, তার পুত্র আনাছ ও দুই খাদেমকে যেন গ্রেফতার করা না হয় [কালের কণ্ঠ, ১০.৫.১৩]।
তার কারণে এতগুলো মানুষের মৃত্যু হলো, জখম হলো, গ্রেফতার হলো, কারও কথা তার মনে হয়নি; শুধু পুত্র ও দুই খাদেমের কথাই মনে হলো! ঢাকা ছেড়ে যাওয়ার আগেও তিনি শুধু সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন, যে অগণিত মানুষের ক্ষতি তিনি করেছেন তাদের কাছে নয়। মনে রাখা ভাল, মানবিকতা তাদের বড় গুণ নয়। হলে, ১৯৭১ সালে তারা নিজেদের মানুষদের হত্যা করতেন না, মা-বোনদের ধর্ষণ করতেন না।
এ সব রাজাকার ১৯৭৫ সালের পর মাদ্রাসা তৈরি করে তাতে আশ্রয় নিতে থাকে। এবং এভাবেই বাংলাদেশে সহস্র মিনি মাদ্রাসা তৈরি হয়। শুনেছিলাম আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন, জামায়াত বা কওমি এক ভোট, নারীও এক ভোট। আমাকে দু’ইটাই দেখতে হবে। এখানেই ফ্যালাসি। ইতিহাসের অভিজ্ঞতাকে উপেক্ষা করা। জামায়াত বা মাদ্রাসা ভোট তার পক্ষে যাবে না, কিন্তু নারীর যাবে। সে ক্ষেত্রে মাদ্রাসা ভোট উপক্ষো নয়, গুরুত্ব না দেয়াই সমীচীন।
সরকারের কঠোর অবস্থানের ফলে আপাতত মাদ্রাসাগুলো খুব একটা নড়াচড়া করবে না। এদের নেতারা এত টাকা খেয়েছে যে, নিজেদের স্বার্থ আরও ক্ষুণœ হোক সেটি চাইবে না। কিন্তু তারা সব সময় পাকিস্তানী বাংলাদেশীদের পক্ষেই থাকবে। এছাড়া নিজেদের শক্তির দম্ভ ভেঙ্গে যাওয়ায়ও তারা হতবাক।
বিএনপি-জামায়াত এখন মরিয়া অবস্থায়। তাদেরও নিজেদের শক্তি সম্পর্কে যে বিশ্বাস ছিল তার ভিত নড়ে গেছে। তাদের হরতালের ডাক ব্যর্থ হয়েছে। তাদের লিডার আলবদর কামারুজ্জামানের ফাঁসির দ- হওয়ার পরও তারা আর আগের মতো রাস্তায় সহিংসতা দেখাতে পারেনি। কিন্তু, তারা এও জানে যে, এবার ক্ষমতায় যেতে না পারলে হেজাবিদের সেই রাজনৈতিক শক্তি আর থাকবে না। সুতরাং এখন তারা দেশ ধ্বংসে যা যা করার তা তা করবে। অর্থাৎ সামনের দিনগুলো আরও রক্তক্ষয়ী হওয়ার সম্ভাবনা।
৫-৬ মের ঘটনার অন্য একটি দিকও আছে। তা’হলো, পাকিস্তানী বাংলাদেশী বা হেজাবিরা অপরাজেয় নয়। বরং এই ধারণা তৈরি করতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অপরাজেয়, তারা ফিনিক্স পাখির মতো। এই শক্তির জায়গা থেকেই আগামী নির্বাচন সামনে রেখে কাজ করে যেতে হবে।
এ জন্য প্রথম কাজটি হবে সব ধরনের মান-অভিমান ভুলে সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সব দল, গ্রুপ, সংগঠন ও ব্যক্তিতে যৌথ ফ্রন্ট গড়তে হবে। লড়াইটা হবে হেজাবি অপশক্তির হাত থেকে দেশকে ও নিজেদের রক্ষা করা। সরকার আমাদের জন্য কী করল, তার চেয়েও বড় কথা আমরা কী করলাম, তা একবার ভাবা; সম্প্রতি বাংলাদেশ বিনষ্ট করার ষড়যন্ত্র দেখে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ভিত্তিতে কাজ করা যায় কিনা তা বিবেচনা করা। সরকারেরও উচিত হবে এ ধরনের বিভিন্ন উদ্যোগ সমন্বয় ও সাহায্য করা।
না, আমি কাউকে পরামর্শ দেব সে রকম বিজ্ঞ নিজেকে মনে করি না এবং সে ধৃষ্টতাও দেখাব না। সিভিল সমাজের স্বার্থে শুধু বলব, রাজনৈতিক নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। শুধু আশা করব, রাজনৈতিক নেতারা সিভিল সমাজের আশা-আকাক্সক্ষার প্রতি আরও সংবেদনশীল হবেন এবং গুরুত্ব আরোপ করবেন। কারণ, আমরাও ভোটার। আমাদের ইচ্ছা-অনিচ্ছার ওপরও তাদের জয়-পরাজয় নির্ভর করে। আমরাও একটি শক্তি এবং আমাদের চিরকালীন দাস হিসেবে ভাবার কোনও কারণ নেই। আমাদের অভিজ্ঞতা এ রকম-
১. ইসলামের নাম নিয়ে অনেকে রাজনৈতিক দল গঠন করে, ধর্ম ব্যবহার করে গোষ্ঠীস্বার্থ উদ্ধারের ব্যস্ত। এ কারণে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তারা নৈরাজ্য সৃষ্টি করছে এবং করবে। ১৯৭২ সালের সংবিধানে ফিরে না যাওয়ায় ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক রাষ্ট্রধর্ম অটুট থাকায় তাদের মনে এ প্রতীতি জন্মেছে যে, তারা অত্যন্ত শক্তিশালী। এ এক ধরনের জুজুর ভয়। সে কারণে, তারা মনে করে ধর্ম/ ইসলামের নাম ব্যবহার করে তারা যা খুশি তা করতে পারে। এমন কি বিএনপি ও জাতীয় পার্টি ‘ইসলামী’ দল না হয়েও অনবরত ইসলাম ব্যবহার করছে। ডানপন্থা এভাবে শক্তিশালী হচ্ছে। সুতরাং ভেবে দেখার সময় এসেছে, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে রাখা উচিত কি উচিত নয়। সৌদি আরব পর্যন্ত ইসলামিক রিপাবলিক নয়, কিংডম অব এরাবিয়াও নয়, সৌদি এরাবিয়া। কিন্তু মুসলমানরা এ ব্যাপারে নিশ্চুপ।
এ যুক্তিও উড়িয়ে দেয়া যায় না, সংবিধান থেকে এসব সাংঘর্ষিক বিষয়গুলো রাতারাতি উড়িয়ে দেয়া যাবে না। সময়টা ১৯৭২ নয়। এখন ধর্ম সমাজ- রাজনীতিতে অনেকটা স্পেস নিয়ে নিয়েছে। কিন্তু এ সাংঘর্ষিক অবস্থা কতটা হ্রাস করা যায় সেটি ভেবে দেখা দরকার। হয়ত, ১৪ দল আরেকবার ম্যান্ডেট পেলে এ বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করতে পারে। অথবা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী শক্তি যদি হেজাবিদের থেকে শক্তিশালী হতে পারে এবং হেজাবিরা যে ধর্মের নামে ধোঁকা দিচ্ছে সেটি তৃণমূলে বোঝানো যায়, তা’হলে বিষয়টি সহজ হবে। হেজাবিদের কোরান পোড়ানো একটি সুযোগ এনে দিয়েছে। আমাদের মনে রাখা দরকার, হেজাবিরা একটি দু’টি নয় কয়েক শ’ কোরান, জায়নামাজ ও তসবি পুড়িয়ে ফেলার পরও হেজাবিদের তেমনভাবে ধোলাই দিতে কেউ নামেনি। কিন্তু অন্যপক্ষের কেউ যদি অসাবধানেও একটি কোরান পোড়ান তা’হলে ১৪ দলকে ক্ষমতাচ্যুত করার জন্য হেজাবিরা বাংলাদেশ তোলপাড় করে ফেলত। মনে রাখা দরকার, সাঈদীর চাঁদে অবস্থানও এদেশের মানুষ বিশ্বাস করে।সুতরাং বাস্তবধর্মী এবং ইতিবাচক কী পদক্ষেপ নেয়া দরকার সেটি ভেবে দেখা উচিত।
(চলবে)
সূত্র: দৈনিক জনকন্ঠ

Monday, May 6, 2013

আমার গর্বের কষ্টে ছেয়ে আছ তুমি, কায়কোবাদ মামা-- আজাদ রাজিব


লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৫/০৫/২০১৩ - ১০:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি: স্মৃতিচারণ ইজাজ উদ্দীন কায়কোবাদ সাভার
আমার বিয়ের সময় কোন লাইটিং কোম্পানীর সাথে যোগাযোগ করি নাই। অন্যদের বিয়ে করার সময় ব্যবহার করতে দেখেছি, হাস্যকর লাগত। কিন্তু মনে মনে মজাও লাগত। এটা আমি সারা জীবন মনে রাখব, যে সারাদিন কাজ করে, এত এত দৌড়াদৌড়ির মধ্যে কিভাবে সময় বের করে, নিজের বড় ভাগ্নের বিয়েতে লাইটিং এর ব্যবস্থা করেছিল কায়কোবাদ মামা, কাওকে না জানিয়ে, আমাকে খুশি করতে। আমার লজ্জা লাগছিল, কেন এটা করলা মামা – প্রশ্ন করলে বলেছিল – আরে মামা তুমি কি বল, তুমি আমার ভাগ্নে না। আমি মনে মনে হেসে ভেবেছিলাম, ও এইরকম ই। ছোট, বড় যা কিছু করবে তা হবে least expected.

মামার মত ডানপিটে আর ফানি প্রকৃতির মানুষ আমি জীবনে কম দেখেছি। কারেন্ট চলে গেলে চিৎকার দিয়ে মানুষকে ভয় দেখানোর কথা মনে পড়ছে আমার। বাসায় ঝালমুড়ি বানাচ্ছে, অধীর আগ্রহে বসে আছি কখন খাব আমরা সবাই, মামা কোত্থেকে এসে ইয়া বিশাল মুঠ করে প্রায় পুরোটা একবারে মুখে দিয়ে দিল, আর খালামনি ওই হারামি ওই বলতে বলতে... মামা দিল দৌড়। আমরা হতাশ নয়নে ঝালমুড়ির গামলার দিকে তাকিয়ে আছি।

এই গল্পটা আমার মনে পড়ছে। আমাদের ফার্মগেটের বাসায় চাম্পা কলা বিক্রি করতে এক লোক আসত। লোকটা খুবি খাট প্রকৃতির ছিল, মাথায় ডালাতে কলা রেখে হাক দিত, কলা কলা... চাম্পা কলা। একদিন মামা আর আমি বাজার এ গিয়েছি, সামনে দেখি ওই লোক হেটে যাচ্ছে। মামা দেখলাম পিছনে পিছনে হাটছে আর কলা তুলে খাচ্ছে। আমি ফিসফিস করে বলার পর ও বলল, আরে ও টের পাবে না, তুই ও খা। আমাকে হাতে একটা কলা দেবার পর আমি হা করে তাকিয়ে ছিলাম, করে কি মামা।

এটা বলা ঠিক হবে কিনা জানিনা, তাও বলি। একবার শবে বরাতের বা কদরের রাত্রে মসজিদে গিয়েছি মামার সাথে। বরাবরের মত আমাদের টার্গেট মিলাদ শেষে জিলাপী খাব। মিলাদ শেষ হল, স্পেশাল রাত, তাই অনেক জিলাপী আর মিষ্টির প্যাকেট। এক হুজুর মিষ্টি বিলানোর প্রস্তুতি নিচ্ছেন। আমি অপেক্ষা করছি, আর ঐসময় মামা উঠে গিয়ে ঐ হুজুরকে বলল, আমাকে একটা প্যাকেট দেন, আমিও বিলাই। হুজুর তো ভালো মনে করে দিল এক প্যাকেট, জানিনা এর মধ্যে মিষ্টি নাকি জিলাপী। হুজুর তখন মিষ্টি বিলানো মাত্র শুরু করেছেন, এসময় মামা বলল, বাবু তুই এদিকে আয়। আমি ভাবলাম, হুদাই এই কাজ করতেছে, এখন আমাকেও মিষ্টি সাপ্লাই করতে হবে। আচ্ছা ঠিকাছে, আমি ফলো করতেছি ওকে, ও কাওকে মিষ্টি তখনো দেয় নাই, পেছন থেকে দেয়া শুরু করবে তাই মসজিদের একেবারে দরজার কাছে পৌছে গেল, আর আমি পিছে পিছে। এসময় আমার দিকে ফিরে বলল, বাবু দৌড় দে। আমি এতক্ষনে বুঝলাম ব্যাপারটা কি। কিন্তু ওকে নিরস্ত করার আগে ও দিল দৌড়, এখন আমিও তো accomplice. আমিও দিলাম জান হাতে নিয়ে দৌড়। তারপর বাসায় গিয়ে আমাদের জিলাপী বিলাস। আজো হাসি, এত দুঃখের ভেতরেও।

মামা খেলাধুলাতে ছিল ওস্তাদ। একদিনের কথা বলি, সেন্ট যোসেফ স্কুলের মাঠে একবার বাইরের কিছু ছেলে এসে ক্রিকেট প্র্যাক্টিস করছিল। মামা দেখলাম ওদেরকে কনভিন্স করে কাঠের বল হাতে নিয়ে বলিং করা শুরু করল। তার একটা বলও আমি দেখিনাই, ঐ ব্যাটসম্যান রাও দেখেনাই। আমি তখন নটরডেম এ পড়ি, মামাকে সম্ভবত ওরা চাকিং করছে বলে নিরস্ত করেছিল। কিন্তু আমি শিওর ছিলাম, ওরা আসলে ঠেকাতে পারছিল না মামার বল।

মামার গল্প বলে ফুরানো যাবে না। আমি তাকে বলেছি সবসময়, তোমার পোটেনশিয়াল সেরকম। তুমি লেখাপড়া বা খেলা কিছু একটা তে কাজে লাগাও। ও শুধু শুনত আর হাসত।

তোমার সাহসিকতা আমাকে ভয় পাইয়ে দিয়েছে মামা। তুমি কেন এত ডানপিটে ছিলে মামা, কেন এত সাহসী ছিলে। কে বলেছিল তোমাকে সাহস দেখাতে এত। নিজের জীবনের পরোয়া তো কখনই করনি, এখন নিজের পরিবারকে, আমাদেরকে পরোয়া করলে না এতটুকু।

আমার গর্বের কষ্টে ছেয়ে আছ তুমি কায়কোবাদ মামা।
সূত্র: সচলায়তন