Monday, September 10, 2012

কোকোকে বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজদের অন্যতম ঘোষণা


২৯-৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টে জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে সমঝোতার উপর অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ দুর্নীতিবাজদের প্রোফাইল তুলে ধরা হয় যার মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত রহমান কোকো।

কোকো সম্পর্কে সিঙ্গাপুরে ২০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অপরাধ ও ৩৮.৮৩ কোটি টাকা জরিমানার বিষয়টি উল্লেখ করা হয।
যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে টেলিকমিউনিকেশন ও বন্দরসংক্রান্ত প্রকল্পে বৈদেশিক দুর্নীতি ও এফসিপিএ লঙ্ঘন করে ২ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে নন-কনভিকশনভিত্তিক বাজেয়াপ্তকরণ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

১০ সেপ্টেম্বর, ২০১২ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত রিজিওনাল রিভিউ গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের এ সম্মেলনে বাংলাদেশ আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা অর্থ ফেরত পেতে সরকারের প্রচেষ্টাসহ জঙ্গি অর্থায়ন, সন্ত্রাস দমন, সীমান্ত সন্ত্রাস ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে।