Thursday, February 4, 2021

না চিনিতেই ভালোবেসে কেনা দীর্ঘশ্বাস- সুমি খান

০১ দাম দর করতে শিখি নি- শিখিনি যাচাই আর পরখ বিচার এ জীবনে হলো না কিছুই বুঝি আর দানের মহিমা বুঝেছে কবে কে! ০২ কিছু পুরুষ বলে তারা নাকি নারীর সবটুকু চায়! কিছু দুর্বোধ নারী থাকে যাদের না পাওয়াতেই সুখ যারা ভাবে- ভালোবাসলে ’অদেয় কিছুই থাকে না’! ঈশ্বর মুখ টিপে হাসেন তখন- নারীশ্বর থাকতো যদি কেউ রক্ষক হয়ে আগলে রাখতো এসব দুর্বোধ নারীদের! হৃৎপিণ্ড থেকে বাঁচবার কথা ভুলে নিঃশ্বাস টুকুও উজাড় করে দেবার পর দমটুকু গারদে ভরে দিলে তোমরা- শ্বাসটুকু দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকলো! শ্বাস ও দীর্ঘ হয়- মেয়েটি জানলো- ধীরে ধীরে! সবটা দিলেও দীর্ঘশ্বাসগুলো আর কাউকে দিলো না মেয়েটি - ভালোবাসার বিনিময় হয় না যে! নিজের বলে এ জীবনে ওইটুকুই রয়ে গেলো মেয়েটির! দীর্ঘশ্বাস জমতে থাকে- সম্পদ বাড়তে থাকে মেয়েটি বেশ সম্পদশালী হয়ে গেলো তিলে তিলে! সকাল ৮টা ২০ মি. ০৪ ফেব্রুয়ারী, ২০২১, পাথরঘাটা, চট্টগ্রাম

No comments:

Post a Comment