Tuesday, July 24, 2012

আমেরিকার কত শতাংশ মানুষ মানবাধিকার সম্পর্কে ধারণা রাখেন- তা জানেন না ড্যান ডব্লিউ মজিনা


বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক হত্যা নিয়ে উদ্বেগ জানালেন ঢাকায় মার্কিণ রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা তিনি বললেন, এই ধরণের হত্যাকান্ড বন্ধে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রনালয়কে আরো বেশি দায়িত্বশীল হতে হবেবাংলাদেশের ৫১ শতাংশ মানুষেরই মানবাধিকার সম্পর্কে কোন ধারণা নেই বলে দাবি করেন মার্কিন রাষ্ট্রদূত 

হিউম্যান রাইট্ ওয়াচ বাংলাদেশের মানবাধিকার নিয়ে যখন উদ্বিগ্্ন তখন আমেরিকার কত শতাংশ মানবাধিকার সম্পর্কে জানেন - এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেনআমেরিকার কত শতাংশ মানুষ মানবাধিকার সম্পর্কে ধারণা রাখেন তা তিনি জানেন না   মঙ্গলবার বিকালে জাতীয় মানবাধিকার কমিশনে গিয়ে এসব কথা বলেন মার্কিণ রাষ্ট্রদুত এসময়ে তাঁর সঙ্গে ছিলেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক . মিজানুর রহমান

মজিনা বলেন, বাংলাদেশে ্যাব দিনে দিনে মানবাধিকারের বিষয়ে সচেতন হচ্ছে এজন্য আমেরিকা একজন বিশেষজ্ঞ দিয়েছেন যেন তারা মানবাধিকারের বিষয়গুলো খুব ভালোভাবে জানে বিষয়ে তিনি আরো বলেন, ্যাবের সব কাজ যেন আইনের মধ্য দিয়েই পরিচালিত হয়

বাংলাদেশের মানবাধিকার কমিশন কি কি করছে সেসম্পর্কে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনকে জানানোর পরামর্শ দিয়ে মজিনা বলেন, তাহলে হিউম্যান রাইটস সংগঠনগুলোর প্রতিবেদন তৈরিতে তা সহায়ক হবে 
 

No comments:

Post a Comment