Saturday, July 21, 2012

বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক ধস

বিশ্বের শেয়ারবাজারগুলোতে গত বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতা থাকলেও একদিন পর শনিবার আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, অফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে সূচকের ব্যাপক পতন লক্ষ্য করা গেছে।

শনিবার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে সূচকের ব্যাপক দরপতন হয়েছে। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টকস ৫০ প্রাইস ইইউআর’র সূচক ৬৫ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৭ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ৬২ দশমিক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫১ পয়েন্টে এবং সিএসি ৪০ সূচক ৬৯ দশমিক ৭৫ পয়েন্ট কমে ৩ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

 জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স ১২৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৬ হাজার ৬৩০ পয়েন্টে, আইবিইক্স ৩৫ সূচক ৩৮৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ৫৯৯ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৭ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ৩৮ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে এবং স্টক্সস ইউরোপ ৫০ প্রাইস সূচক ৩৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে ২ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে।

 এশিয়ার বাজারগুলোতে সূচকের ব্যাপক পতন হয়েছে। এশিয়ার প্রধান বাজারগুলোর মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ১২৫ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ৬৬৯ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ১৩ পয়েন্ট কমে ৭৩৩ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ৮১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৪০ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২০০ সূচক ৭ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৪ হাজার ১৯৯ পয়েন্টে স্থির হয়।

এছাড়া, এস অ্যান্ড পি এশিয়া ৫০ সিএমই সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ১২৭ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ০ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৮২২ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ২৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৯৮ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ১৬ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১৬৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। শনিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শেয়ারবাজারের মধ্যে মেক্সিকান স্টক এক্সচেঞ্জ মেক্সিকান বোলসা আইপিসি সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৪০ হাজার ৮০৮ পয়েন্টে এবং মেক্সিকান স্টক এক্সচেঞ্জ আইএনএমইএক্স সূচক ৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ১২০ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৮২২ পয়েন্ট, এস অ্যান্ড পি ৫০০ ইনডেক্স ১৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্টে, নাসডাক কম্পোজিট সূচক ৪০ দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ৯২৫ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ৯০ দশমিক ১৬ পয়েন্ট কমে ৭ হাজার ৭৫৯ পয়েন্টে, সান্টিয়াগো স্টক এক্সচেঞ্জে ৩১ দশমিক ৪৯ পয়েন্ট কমে সূচক ২১ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।

No comments:

Post a Comment