Tuesday, July 17, 2012

একদিনের বেতনের অর্থ দেওয়ার সিদ্ধান্ত:নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণাকে একটি রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএফইউজে ও সারা দেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন


মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের সাংবাদিক সমাজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে আর্থিক সহযোগিতা হিসেবে একদিনের বেতনের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
সভায় কোন বিদেশী এজেন্সির সহায়তা বা করুণার প্রতি তাকিয়ে না থেকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণাকে একটি রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএফইউজে ও সারা দেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। সভায় পদ্মা সেতু নির্মাণে বিএফইউজের ১০টি অঙ্গ ইউয়িনের সদস্যদের একদিনের বেতনের সমপরিমান অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাবটি উত্থাপন করেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর উত্থাপতি প্রস্তাবকে সমর্থন করেন বিএফইউজে নির্বাহি পরিষদের পক্ষে মহাসচিব আবদুল জুলিল ভুইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু, যশোহর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহাবুজ্জামান ঝন্টু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিষ্ট, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল আলম মিল্লাত, বগুড়া সাংবাদিক ইউয়িনের সভাপতি আকতারুজ্জামান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী মো. ইয়াসিন ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাফিস আশরাফ।  সভায় সিদ্ধান্ত হয় স্ব স্ব ইউনিয়ন নিজ উদ্যোগে সদস্যদের একদিনের বেতনের সমপরিমান টাকা সংগ্রহ করে বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভুইয়ার কাছে জমা দেবেন। সকল অঙ্গ ইউনিয়নের সদস্যদের অনুদানের টাকা কেন্দ্রীয়ভাবে জমা হওয়ার পর তা  আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবে বিএফইউজে।
 
সভায় অষ্টম বেতন বোর্ড  গঠন, দূ:স্থ অসহায় সাংবাদিকদের জন্য স্বাধীনতার ৪০ বছর পর প্রধানমন্ত্রীর আগ্রহে রাজস্ব খাতের আওতায় তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রথম পর্যায়ে ১ কোটি টাকার স্থায়ী আর্থিক সহায়তা তহবিল গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট অন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। গৃহিত অপর প্রস্তাবে সম্প্রতি নিহত সাংবাদিক সাগর-রুনিসহ অতীতে বিভিন্ন সময়ে নিহত সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করা হয়। সভায় বিএফইউজের পক্ষ থেকে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভায় শতকরা ১২০ ভাগ মহার্ঘ্যভাতার দাবির প্রস্তাব উত্থাপন করতে সভাপতি ও মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়। সভায় গৃহিত অপর প্রস্তাবে বিএফইউজে নেতৃবৃন্দকে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত্ দেওয়ায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে ধন্যবাদ জানানো হয়

No comments:

Post a Comment