Monday, July 16, 2012

এবারের রোজায় অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

এবারের রোজায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। এরমধ্যে সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত সময় দেয়া রয়েছে নামাজের জন্য।  

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোজার মাসের জন্য নতুন এই অফিসসময় জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং জরুরি সেবাখাতে নিয়োজিত অন্য প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নিয়মমত অফিস সময় ঠিক করে নেবে। সুপ্রিম কোর্ট নিজেদের এবং তাদের আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে।###

No comments:

Post a Comment