২৪ মার্চ ২০১৪ রাত ৮টা ৪৮ মিনিট
বৃষ্টি র ঝাপটা এসে কখন যে ভিজিয়ে দিলো টের পায়নি বিজিতা।
বৈশাখ আসবার আগেই ঝড়?
সাদা গোলাপের লতানো ঝাড়টা ঝড়ের দোলায় নুয়ে পড়েছে।
কী যে কষ্টের সব দিন
শহরটা কেমন যেন ন্যাড়া ন্যাড়া হয়ে যাচ্ছে
শিরিষের ডাল টা দুলে গেলো সামনে
বলে গেলো, আচ্ছা, বারবার জানান দিয়ে যায়
আমার পারিপার্শ্বিকতা আমায় কোনভাবেই চাইছে না-কিন্তু আমি যে নিজে থেকে সরে যেতে পারছি না -
কী করণীয় বলতে পারো?
বিজিতি চমকে তাকায়-
কিছু বুঝে উঠবার আগেই দখিন হাওয়ার তুমুল তান্ডবে সব যেন লন্ডভন্ড হয়ে যায়
বৃষ্টি র ঝাপটা এসে কখন যে ভিজিয়ে দিলো টের পায়নি বিজিতা।
বৈশাখ আসবার আগেই ঝড়?
সাদা গোলাপের লতানো ঝাড়টা ঝড়ের দোলায় নুয়ে পড়েছে।
কী যে কষ্টের সব দিন
শহরটা কেমন যেন ন্যাড়া ন্যাড়া হয়ে যাচ্ছে
শিরিষের ডাল টা দুলে গেলো সামনে
বলে গেলো, আচ্ছা, বারবার জানান দিয়ে যায়
আমার পারিপার্শ্বিকতা আমায় কোনভাবেই চাইছে না-কিন্তু আমি যে নিজে থেকে সরে যেতে পারছি না -
কী করণীয় বলতে পারো?
বিজিতি চমকে তাকায়-
কিছু বুঝে উঠবার আগেই দখিন হাওয়ার তুমুল তান্ডবে সব যেন লন্ডভন্ড হয়ে যায়
No comments:
Post a Comment