Friday, October 26, 2012

অতিরিক্ত ভাড়া ফেরৎ দেওয়ার নির্দেশ যোগাযোগমন্ত্রীর


গাবতলী, ঢাকা : যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরৎ দেওয়ার জন্য বাস মালিকদের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘‘যদি ভাড়া ফেরৎ না দেওয়া হয় তাহলে ‍তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে এদের সাথে নিয়ে কোনো কাজ করা হবেনা ।

রাজধানীর গাবতলীর পশুরহাট পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী আরো বলেছেন, ‘‘যানজট পরিস্থিতি নিয়ে আমি সন্তষ্ট নই। বিশ বছরের জঞ্জাল সরাতে একটু সময় লাগবে।’’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘‘চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ এসব লোকদের গলায় গলায় ভাব। এরা বিভ্ন্নি দল করে রাজনৈতিক ময়দানে একে অন্যের বিরুদ্ধে কথা বলে। কিন্তু চাঁদাবাজি, টেন্ডারবাজিতে আসলে এদের গলায় গলায় ভাব। কোরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই ত্যাগের মধ্যে পশুর মনোবৃত্তি থাকবে কেন।’’

যোগাযোগমন্ত্রী ঝটিকা সফরে গাবতলী আসলে বেশ কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। এ সময় বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। রাতারাতি কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যাগুলো কেটে যাবে।’’

টার্মিনাল ও যানজট পরিস্থিতি নিয়ে তিনি সন্তষ্ট কিনা এ পশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি সন্তষ্ট নই। তবে আগের চেয়ে কিছুটা ‍অগ্রগতি হয়েছে।

যোগাযোগ মন্ত্রী বলেন, ‘রাস্তায় যানজট খুব একটা নেই বললেই চলে। আমি খবর নিয়েছি। একই সাথে রাস্তায় কোনো পশুর হাট নেই বলে উল্লেখ করেন তিনি।

ড্রাইভার এবং যাত্রীদের সতর্কভাবে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘‘ড্রাইভার এবং যাত্রী উভয়েই বেপরোয়া। সবাই পড়িমরি করে বাড়ি ছুটছে । যাত্রীরা ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে।’’

এসব থেকে সাবধান হওয়ার জন্য সকলকে আহবান জানান তিনি। বাংলানিউজ

No comments:

Post a Comment