Thursday, October 25, 2012

অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে ১০০ কোটি ৮২ লাখ ডলার রেমিটেন্স : অতীতের সব রেকর্ড ভাঙবে


ঢাকা, অক্টোবর - চলতি অক্টোবর মাসের ১৯ দিনেই (১৯ অক্টোবর পর্যন্ত) ১০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান সোমবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি বেশি টাকা পাঠানোয় রেমিটেন্স প্রবাহে এই রেকর্ড হয়েছে।”

একক মাস হিসেবে চলতি অক্টোবর মাসে রেমিটেন্স প্রবাহে অতীতের সব রেকর্ড ভাঙবে বলেও আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। সাইদুর রহমান জানান, অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে ১০০ কোটি ৮২ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

এদিকে প্রবাসী আয়ের ওপর ভর করেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১২শ’ কোটি ডলার ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত ১৮ অক্টোবর রিজার্ভ ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
এর আগে জানুয়ারিতে ১২২ কোটি ডলারের রেমিটেন্স দেশে আসে, যা একক মাস হিসাবে রেমিটেন্স আসার ক্ষেত্রে রেকর্ড।

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৫৫ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে। গত ২০১১-১২ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এসেছিল ২৯৬ কোটি ডলার।

No comments:

Post a Comment