Thursday, October 25, 2012

মসলার দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ


ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রকম মসলার দাম অস্বাভাবিক বাড়ায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মসলার দাম কেন অস্বাভাবিক বেড়েছে তা জানার চেষ্টা করছি। এর পেছনে যে কারণ রয়েছে তা চিহ্নিত করে সেগুলো বন্ধ করার ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ১৪ অক্টোবর বাণিজ্য মন্ত্রনালয়ে এক সভায় ঈদের আগে পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন রকম মসলার দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল ব্যবসায়ীরা।

মন্ত্রণালয়ের নির্দেশনা ও ব্যবসায়ীদের প্রতিশ্রুতির পরও বাজারে বিভিন্ন রকম মসলার দাম বেড়েই চলছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় ভোক্তা সংরক্ষণ কমিটির সভাপতি জেলা প্রশাসকদের এ বিষয়টি জানানো হয়েছে। দাম বৃদ্ধি যদি অযৌক্তিক হয় তাহলে ব্যবস্থা নেয়া হয়।

No comments:

Post a Comment