Friday, February 20, 2015

ধ্রুব সত্য হয়ে এসো - সুমি খান



জন্ম-মৃত্যুর মতো ধ্রুব সত্য হয়ে এসো
হৃদয়ের রক্তক্ষরণ ছুঁয়ে জাগালে ঘুমন্ত হৃদপিন্ড
বুকের ভেতর নামালে সুখের ঝর্ণাধারা-
আঁজলা ভ'রে ভালোবাসা নিলে
ধ্রুবজ্যোতি আমার
দ্বিধার দ্বৈরথেই তোমায় গ্রহণ করলাম-


তোমার অখণ্ড আকাশ
 আর অনন্ত নীলিমা দিলে -
হাতে এনে দিলে দূরের কপোতাক্ষ
সবুজ অসীমের চর্যাপদ !

আদিম শিকড় উপড়ে ফেলে
বৃক্ষের মতো
জন্ম-মৃত্যুর মতো
ধ্রুব সত্য হয়ে এসো-
অতিক্রান্ত অতীতের সব স্মৃতি সব ছায়া নিশ্চিহ্ন করে
শুদ্ধতার অগ্নিস্নান শেষে
এসো
ভালোবাসার অভিষেকে।


বসন্তের নির্জন দুপুরের বৃষ্টিধারা-
গোধূলির মায়াবি আলোয়
 তোমার নীরব চোখের চাওয়া
ধ্রুপদ স্বপ্নের মায়াবিনী আলোয় ভেসে যায়

 নিবিড় অপলকে
অপরূপ বিকেলের কাছে
দিনশেষে করতলে গুঁজে দিলে
জ্বলজ্বলে শুকতারা !!


বিকেল ৩টা ২২ মিনিট,২১শে ফেব্রুয়ারী ,২০১৫
ঢাকা

No comments:

Post a Comment