Thursday, September 18, 2014

জীবন পিয়াসী তৃষ্ঞার আশে- সুমি খান

 (তন্বী জয়ন্তীদের জন্যে)
তৃষাতুর প্রাণ জোছনার ছায়া
আলোর হল্কা মরীচিকা মায়া
পরাজিত রাতে হার মেনে নেয়া

মিথ্যে প্রবোধে 
এতো ভুল আর এতো ক্ষরণে
 এতো প্রাণ জাগে তৃষ্ঞা হরণে
সবুজাভ সাধ তৃষিত প্রাণে
কেবলি বেসুর 
বেতাল অগ্নিবানে
ছুঁয়েছো অধর নিবিড় আলিঙ্গনে !!!!
-------------+++++------
কোন্ অকরুণ
চিতার চাবুকে
নীল কশাঘাতে
বিষজল সুখে
চোখ ছলছলকাঁপিত অধর
নীল অভিমানে
প্রাণ জর্জর!!

জানোনি তো তুমি
চাওনি জানতে!!

 লোভাতুর  সুখে
  টেনেছিলে বুকে
  ফেলে গেছো মিছে
  মরীচিকা পিছে
  অর্ন্তজ্বালা    
মুক্তিপিয়াসী
আমি ভেসে গেছি-
জীবন পিয়াসী তৃষ্ঞার আশে।

-----------------------
ও জীবন তুমি
কিছু তো দিয়েছো
কিছু ভালোবাসা
কিছু কাছে আসা
কিছু টা পিয়াসী
প্রাণের জোযারে

হয়তো  ভুলে
বা মিথ্যে প্রবোধে
তুমি তো ভাসালে
আঁখির জোয়ারে
ও জীবন তুমি
চুম্বনে ভাসো
মেঘহীন দূর
নীলিমায় এসো
হোক ভুল, হোক্ মিথ্যে প্রবোধে-

তিল তিল গড়া বালির প্রাচীরে
ভাঙ্গনের ঢলে তীব্র জোয়ারে
যতোই ভাসাও অকূলে,
ও জীবন তুমি ভরা জোছনায়
আজ বুঝি নেমে এলে!!
9.00 pm 
18.09.2014
Daily Janakantha Office

No comments:

Post a Comment