Wednesday, February 27, 2013

জামায়াত-ই-ইসলামি পাকিস্তানের কেন্দ্রীয় নায়েবে আমির সিরাজুল হক গ্রেপ্তার


জামায়াত-ই-ইসলামি পাকিস্তানের কেন্দ্রীয় নায়েবে আমির সিরাজুল হককে আজ বুধবার পেশোয়ারের দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
‘ডন নিজউ’-এর খবরে বলা হয়, কয়েক বছর আগে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত বাজৌর এলাকায় উগ্রপন্থী তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর তত্পরতার বিরুদ্ধে সেনাবাহিনী যখন অভিযান চালাচ্ছিল, তখন সিরাজুল হকের নেতৃত্বে জামায়াত-ই-ইসলামি সে অভিযান বন্ধের দাবি জানিয়ে সভা-সমাবেশ করেছিলেন। এসব রাজনৈতিক তত্পরতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০০৮ সালের ২২ নভেম্বরে জামায়াত-ই-ইসলামি বাজৌর, সোয়াত ও ওয়াজিরিস্তানে সামরিক অভিযানের বিরোধিতা করে এবং অভিযান বন্ধের দাবিতে দির এলাকার তিমারগারায় বিক্ষোভ-সমাবেশ করেছিল। সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াত-ই-ইসলামির বাজৌর শাখার প্রধান সরদার খান ও জানদুল এলাকার প্রধান ইজাজুল মুলক আফকারি বক্তব্য দেন। সমাবেশের পর কয়েক ঘণ্টার জন্য জামায়াত-ই-ইসলামির কর্মীরা মুন্দা-বাজৌর সড়ক অবরোধ করে রাখেন।

No comments:

Post a Comment