Monday, February 2, 2015

ইউটিউবে খালেদার কথোপকথন নিয়ে মন্ত্রিসভা সরব

 
ইউটিউবে খালেদা জিয়ার কথোপকথন নিয়ে তোলপাড়  হলো মন্ত্রিসভা।চার বছর আগে ঢাকায় বিএনপির একটি সমাবেশের সময় দলের কয়েকজন নেতার সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার কয়েকটি টেলিফোন সংলাপের অডিও টেপ সম্প্রতি প্রকাশ হয়েছে ইউটিউবে, যাতে তাকে নেতাদের নানা নির্দেশ দিতে শোনা যায়।

টেলিফোনে  নাশকতার নির্দেশ দিয়ে দলের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথোপকথন নিয়ে সরব ছিল মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য।  ২০১১ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে সারাদেশ থেকে জনসমাগমের প্রস্তুতি নিয়েছিল বিএনপি-জামায়াত জোট। অনুষ্ঠানস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকালে আগতদের পুলিশ লাঠিপেটা করে বের করে দিলে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ বাধে, যা ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। ওই সময় ঢাকায় বোমা বিস্ফোরণে একজন মারা যায়, পোড়ানো হয় কয়েকটি গাড়ি। সিলেটে বাসে আগুন দেয়া হলে পুড়ে মারা যান এক যাত্রী। এই ধারাবাহিকতায় এখনো দেশে বোমাবাজির মহোৎসবে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ বাস যাত্রী বা ট্রেন যাত্রী সহ অনেক মানুষ। এর শেষ দেখতে চায় দেশের জনগণ! খালেদা জিয়ার পাঁচটি অডিও টেপ প্রকাশ করেছে বাংলা লিকস । তার মধ্যে চারটিই ওই সমাবেশ শুরুর আগে কয়েকজন নেতার সঙ্গে তার কথোপকথন সংক্রান্ত। খালেদার এসব কথোপকথনে দলের নেতা কর্মীদের পদ রক্ষা করতে হলে নাশকতা করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া ।

 
সোমবার মন্ত্রিসভার নিয়মিত  বৈঠকে অনির্ধারিত এই আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই টেলিফোন সংলাপগুলো শোনানো হয় বলে জানিয়েছেন মন্ত্রিসভার একাধিক সদস্য।মন্ত্রিসভার এক সদস্য জানান, টেলিসংলাপ শুনে প্রধানমন্ত্রী বলেন, "সত্যি সত্যিই তো উনি (খালেদা জিয়া) নাশকতার নির্দেশ দিয়েছেন, এ কণ্ঠ ওনারই!"
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, 'মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই এ আলোচনায় অংশ নেয়। বৈঠকে জ্যেষ্ঠ মন্ত্রীদের পাশাপাশি প্রতিমন্ত্রীরাও খালেদা জিয়ার নির্দেশে ওই সময় যারা নাশকতায় অংশ নিয়েছিল, তাদের গ্রেফতারের দাবি জানান। যদিও প্রধানমন্ত্রী এ বিষয়ে আর কিছু বলেননি, তিনি শুধু মনোযোগ দিয়ে শুনেছেন। '
 

 
খালেদার এসব কথোপকথন বাংলা লিকস নামের একটি একাউন্ট থেকে আপলোড করা হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খালেদা জিয়ার এসব নির্দেশ নাশকতা ঘটানোর উদ্দেশ্যেই- এমন কথা রয়েছে অডিও ফাইলগুলোর শিরোনামে। 
https://video.search.yahoo.com/video/play;_ylt=A2KIo9QVcdBUthwA3eD7w8QF;_ylu=X3oDMTByMjBzZmhtBHNlYwNzcgRzbGsDdmlkBHZ0aWQDBGdwb3MDNg--?p=bangla+leaks+khaleda&vid=a5d434f50012185576d9d4922f7c7621&l=1%3A48&turl=http%3A%2F%2Fts4.mm.bing.net%2Fth%3Fid%3DVN.608031077366827083%26pid%3D15.1&rurl=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3De9JulMuErMk&tit=%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE+%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95+%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE-%E0%A7%A6%E0%A7%A7&c=5&sigr=11bfeukjl&sigt=1462ngiqp&sigi=11rh2qchs&age=1391520241&fr2=p%3As%2Cv%3Av&&tt=b
 

No comments:

Post a Comment