Sunday, April 7, 2013

গণমাধ্যমকর্মীদের উপর সাম্প্রদায়িক জঙ্গীগোষ্ঠীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ





নাদিয়া শারমীনসহ দেশের বিভিন্ন অঞ্চলে নারী সাংবাদিকদের উপর হেফাজতে ইসলামের কর্মীদের হামলার প্রতিবাদে রবিবার বিকেল ৪ টায় নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সাংবাদিক কেন্দ্র চট্টগ্রামের উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।কর্মসূচি থেকে বক্তারা ঢাকায় নারী সাংবাদিককে মারধর, হয়রানিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

চট্টগ্রামে হেফাজতের সমাবেশের সময় শুক্রবার মারধরের শিকার হন একাত্তর টিভির চার সাংবাদিক। ওইদিন হেফাজতকর্মীরা নাজেহাল করেন সাংবাদিক সুমি খানকেও।


সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪২ বছর পর আজ যখন মুক্তিযুদ্ধের আদর্শে দেশ গড়ে তোলার শপথে তরুণসমাজ সহ দেশপ্রেমিক আপামর জনতা রাজপথে পথে নেমেছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। তারা দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে  তালেবানি রাষ্ট্রে পরিনত করতে চাইছে।
বক্তারা আরো বলেন, নারী ছাড়া একটি দেশ সভ্য জাতিতে পরিনত হতে পারে না, নারীর অবদান ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। নারীর অবদান অস্বীকার করে যারা, নারীকে অবদমিত করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে দেশপ্রেমিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে।
সাংবাদিক সুমি খান’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী নূরজাহান খান, মহিলা পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক লতিফা কবির, অধ্যাপক আলেক্স আলীম, সাংবাদিক এম নাসিরুল হক, লতিফা রুনা, সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সাংবাদিক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, প্রীতম দাশ, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ছাত্র ফ্রন্টের আল কাদেরি জয়, সুমন দত্ত, সাফকাত আনোয়ার, সুজন বর্মন প্রমূখ। সমাবেশে সাম্প্রদায়িকতা বিরোধী নারী বাদী ছড়া আবৃত্তি করেন অধ্যাপক আলেক্স আলীম ও কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার রাশেদ হাসান। সমাবেশ শেষে সারাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠার হাতে নির্যাতিত ও হামলায় আহত সাংবাদিকদের তালিকা করে পরবর্তীদে কর্মসূচি ঘোষণা হবে বলে জানান হয়।
সমাবেশে বক্তরা আরো বলেন,  স্বাধীনতার বিরোধী সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধের চেতনা, দেশের সার্বভৌমত্ব, বাঙালির অস্তিত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে মেতেছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক প্রগতিগামী বাংলাদেশ তথা মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

No comments:

Post a Comment