Tuesday, February 3, 2015

আরাফাত ‘কোকো’ রহমানের সিমেন্স ও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি কর্তৃক প্রদত্ত ঘুষ-হাসান ফেরদৌস

পাঠকদের অবগতির জন্য আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ কর্তৃক উত্থাপিত মামলা বিষয়ে কিছু সম্পূরক তথ্য প্রদান করা হলো।এখানে যোগ করা ভালো যে আরাফাত রহমান কোকোর এই মামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংকে প্রশিক্ষণকাজে ‘উদাহরণযোগ্য কেস স্টাডি’ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

১। ১৫ ডিসেম্বর ২০০৮ সালে মার্কিন বিচার বিভাগের প্রদত্ত তথ্য অনুসারে, সিমেন্স স্বীকার করে নেয় যে ২০০১ সালের মে মাস থেকে ২০০৬ সালের আগস্ট পর্যন্ত তারা তথাকথিত বিজনেস কনসালট্যান্টের মাধ্যমে ৫৩ লাখ ১৯ হাজার ৮৩৯ ডলার ঘুষ প্রদান করে। এই নথিতে আরাফাত রহমানের নাম সুনির্দিষ্টভাবে উল্লিখিত হয়নি। মার্কিন বিচার বিভাগের নথিটি এই ওয়েব লিঙ্কে দেখুন: (
http://www.justice.gov/archive/opa/pr/2008/December/08-crm-1105.html)

২। ৮ জানুয়ারি ২০০৯ সালে মার্কিন বিচার বিভাগ কর্তৃক যে সংশোধিত অভিযোগনামা পেশ করেন, তাতে কোকোর নাম সুনির্দিষ্টভাবে উল্লিখিত হয়। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত ‘কোকো’ রহমানের নামে সংরক্ষিত ব্যাংক অ্যাকাউন্টে সিমেন্স বাংলাদেশ লিমিটেড ও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি কর্তৃক প্রদত্ত ঘুষের টাকার খোঁজ পাওয়া গেছে। (The forfeiture action was filed Jan. 8, 2009, in U.S. District Court in the District of Columbia against funds located in Singapore held by multiple account holders. The forfeiture complaint relates primarily to alleged bribes paid to Arafat ‘Koko’ Rahman, the son of the former prime minister of Bangladesh, in connection with public works projects awarded by the government of Bangladesh to Siemens AG and China Harbor Engineering Company. According to the forfeiture complaint, the majority of funds in Koko’s account are traceable to bribes allegedly received in connection with the China Harbor project, which was a project to build a new mooring containment terminal at the port in Chittagong, Bangladesh.
<
http://www.fbi.gov/washingtondc/
press–releases/2009/wfo010909.htm>
বিষয়টি আরও পরিষ্কারভাবে উঠে এসেছে ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিবেদনে। বিস্তারিত দেখুন: <
http://star.worldbank.org/corruption-cases/node/18728>

২০০৯ সালের ১ এপ্রিল আমেরিকান পাবলিক টেলিভিশন (পিবিএস) এক বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে আরাফাত রহমান কোকোর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। তাতে বলা হয়, (বিদেশি কোম্পানি দুটি) তাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির ওপর টেক্কা দিতে একজন বাংলাদেশি কনসালট্যান্ট নিয়োগ করে যার সরাসরি যোগাযোগ ছিল প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত রহমানের সঙ্গে। তিনি ছাড়াও একজন মন্ত্রী ও আরও চারজন এই বন্দোবস্তের সঙ্গে জড়িত ছিলেন। সিমেন্সের নিজস্ব স্বীকারোক্তি অনুসারে তারা আরাফাত রহমানের সিঙ্গাপুর অ্যাকাউন্টে ১ লাখ ৮০ হাজার ডলারের (ঘুষ) প্রদান করে।
 
 বিস্তারিত  <http://www.pbs.org/frontlineworld/stories/bribe/2009/04/bangladesh-following-the-siemens-bribery-trail.html>

হাসান ফেরদৌস, নিউইয়র্ক।

‘কোকো কাহিনি’র তৃতীয় পাঠ -মিজানুর রহমান খান

‘কোকো কাহিনি’ নিয়ে এর আগে দুটি লেখা ছাপা হয়েছে। হাসান ফেরদৌসের পরে গতকাল মাহবুব উদ্দীন খোকন লিখেছেন। তিনি একটি ভালো কাজ করেছেন। ভয়েস অব আমেরিকার কোনো কোনো খবর সম্প্রচারের আগে ঘোষণা আসে যে এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফিলত হচ্ছে। তেমনি খোকন বলে নিয়েছেন যে তিনি কোকোর আইনজীবী হিসেবে নিবন্ধটি লিখেছেন। অবশ্য তাঁর পরিচয়ে আরও দুটি গুরুত্বপূর্ণ পদবি রয়েছে। তিনি সুপ্রিম কোর্ট বারের সম্পাদক। বার কাউন্সিলের হিউম্যান রাইটস ও লিগ্যাল কমিটির চেয়ারম্যান।
তবে তাঁর লেখাটি পড়ে অনেকের ধারণা হতে পারে যে কোকোর বিরুদ্ধে সিঙ্গাপুরের সরকারও কোনো সাজানো মামলায় অংশ নিয়েছে কি না। খোকনের চারটি দাবি আমরা আমাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের আলোকে যাচাই করব। ১. সিঙ্গাপুরে কোকোর কখনোই কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সুতরাং দেশটির ব্যাংকের কথিত অ্যাকাউন্টে টাকা পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। ২. কোকোর স্বাক্ষর প্রমাণ করার জন্য সিঙ্গাপুরের ব্যাংক থেকে কেউ সাক্ষ্যও দেয়নি। ৩. দুদকের এজাহার থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে কোকো কখনো সিঙ্গাপুরি কোম্পানি ‘জেডএএসজেড’–এর শেয়ারহোল্ডার বা পরিচালক ছিলেন না। ৪. কোকো ৩ সেপ্টেম্বর ২০০৭ থেকে ১৭ জুলাই ২০০৮ পর্যন্ত কারাগারে ছিলেন। তাই এজাহারমতে ১৬ নভেম্বর ২০০৭ তারিখে টাকা সিঙ্গাপুরের ব্যাংকে জমা দেওয়া অথবা সেই টাকা ফেরত আনার দাবি হাস্যকর।
এই লেখা কোকো কাহিনির তৃতীয় পাঠ। এটা লেখার আগে আধা ঘণ্টা বিএনপির একজন ওয়াকিবহাল নেতার সঙ্গে টেলিফোনে আলাপ করেছি। সে প্রসঙ্গে পরে আসছি।
প্রথম আলো কোকো কাহিনির অনুসন্ধান শুরু করেছিল সেই ২০০৮ সাল থেকে। ১৯ ডিসেম্বর ২০০৮–এ ছাপা হয়েছিল ‘কোকোর ১৬ কোটি টাকা জব্দ সিঙ্গাপুরে’। ২১ ডিসেম্বর ছাপা হয়েছিল ‘কাজ পেতে কোকোকে ঘুষ দেয় সিমেন্স’। পরে ২০১১ সালের ৩ জানুয়ারি ‘তিন মিলিয়ন ডলারের বেশি স্থানান্তরের জন্য জরিমানা’ শিরোনামে সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস-এ একটি খবর ছাপা হলো। এতে বলা হলো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর পক্ষে মানি লন্ডারিং করার জন্য লিম সিউ চ্যাং দোষ স্বীকার করেন। আদালত তাঁকে ৯ হাজার ডলারের বেশি জরিমানা করেন। এই প্রতিবেদনের প্রতিবেদক খুশবন্ত সিংয়ের কাছে (প্রখ্যাত লেখক ও সাংবাদিক খুশবন্ত সিং নন) ই-মেইল করে আদালতের নথিপত্র উদ্ধারের চেষ্টা করি। তিনি ফ্যাক্সে পাঠাবেন বলেছিলেন। আমি তা পাইনি। পরে ১১ জানুয়ারি ২০১১ দক্ষিণ-পূর্ব এশীয় একজন রাষ্ট্রদূতের কাছে এ ব্যাপারে সিঙ্গাপুর কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয় প্রথম আলোর পক্ষ থেকে। ওই রাষ্ট্রদূত জানালেন, সব নথিপত্র এখনই দেওয়া সম্ভব নয়। তবে তাঁর পরামর্শে ১২ জানুয়ারিতে আমি সিঙ্গাপুর সরকারের করপোরেট কমিউনিকেশনসের জ্যেষ্ঠ উপপ্রধান মিশেল চিয়াংকে ই-মেইল করি। তিনি পরদিনই মামলার অভিযোগপত্র ও স্টেটমেন্ট অব ফ্যাক্টস পাঠিয়ে দেন। আমি তাঁকে লিখি যে আমি আপনাদের দেশে আসতে চাই। মি. লিম, ব্যাংক ও তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাই। সেটা কি সম্ভব? এর উত্তরে তিনি মিস লির ঠিকানা দেন। লি জিন হ সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের চেম্বারের করপোরেট কমিউনিকেশনসের সহকারী পরিচালক।
১৯ জানুয়ারি ২০১১ তাঁর কাছে প্রশ্ন ছিল: উদ্ধার করা অর্থের ভবিষ্যৎ কী? সিঙ্গাপুরের আইন কি বিদেশি বিনিয়োগের উৎস সম্পর্কে একেবারেই নীরব? তাঁর উত্তর ছিল: বিষয়টি যেহেতু এখনো আদালতে বিচারাধীন, তাই উদ্ধার করা অর্থের ভবিষ্যৎ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা যাবে না। আপনি এই মামলার সংশ্লিষ্ট প্রসিকিউটরদের সঙ্গে কথা বলার যে অনুরোধ করেছেন, তা-ও রক্ষা করা সম্ভব নয়। বিদেশি বিনিয়োগসংক্রান্ত আমাদের আইনের বিষয়ে আপনি ঠিক কী জানতে চাইছেন? ২৯ জানুয়ারি আমি এর উত্তরে লিখি: ‘অভিযুক্ত দোষ স্বীকার করেছেন। আদালত তাঁর রায়ও দিয়েছেন। তাহলে এখনো কীভাবে তা বিচারাধীন বলে গণ্য হতে পারে? তাহলে কি এ মামলা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় এখনো ‘চলমান’ রয়েছে? আদালত কি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থের উৎস জানতে চাইতে পারেন? পারলেও বিদেশিদের জন্য কোনো দায়মুক্তি আছে কি না?’
১৪ ফেব্রুয়ারি মিস লি আমাকে এর উত্তরে লিখেছেন, ‘মি. লিম সিউ চ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত প্রসিকিউশন শেষ হলেও মামলাটি এখনো চলমান রয়েছে। কারণ এর সঙ্গে জব্দ করা অর্থের কী হবে, তা ফয়সালার প্রশ্ন জড়িত রয়েছে। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে আমরা স্বাধীন নই।’ এরপর আমি আর ধারাবাহিকতা রক্ষা করিনি। তবে আমাদের কাছে সিঙ্গাপুর সরকারের যে নথি রয়েছে, তা কোকো কাহিনির তৃতীয় পাঠের জন্য যথেষ্ট।
১৭ ডিসেম্বর ২০১০ সিঙ্গাপুর সরকারের করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর প্রিন্সিপাল স্পেশাল ইনভেস্টিগেটর তক থিয়াম সুন ফ্রেডরিক লিমের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগপত্র তৈরি করেন। এতে বলা হয়, ফেয়ারহিল নামের কোম্পানির নমিনি পরিচালক হিসেবে আপনি (লিম) জনৈক আরাফাত রহমানের দ্বারা আদিষ্ট হয়ে ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি কোম্পানির অ্যাকাউন্ট থেকে নিজের নামে ৯ লাখ ৬৭৭ ডলার স্থানান্তর করেছেন। ১৭ ডিসেম্বর ২০১০ ফ্রেডরিক তাঁর দ্বিতীয় অভিযোগপত্রে উল্লেখ করেন যে আপনি ২২ ফেব্রুয়ারি ২০০৭ জনৈক আরাফাত রহমানের আদেশে জেডএএসজেড (আরাফাত রহমানের স্ত্রী ও কন্যাদের নামের অাদ্যক্ষর নিয়ে কোম্পানিটির নামকরণ করা হয়েছিল বলে জানা যায়) ট্রেডিং কোম্পানির নমিনি পরিচালক হিসেবে এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ লাখ ডলার স্থানান্তর করেছেন। সন্দেহজনক এই দুটি লেনদেনকেই ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এখন আমরা এই অভিযোগের পূর্ববৃত্তান্ত জানব ৩ জানুয়ারি ২০১১ সিঙ্গাপুরের ডেপুটি পাবলিক প্রসিকিউটর চারলিন টে-র বরাতে। ১৩টি প্যারায় তিনি কোকো কাহিনি গ্রন্থনা করেছেন।
লিম সিউ চ্যাং একটি পরামর্শক ও আরেকটি সাচিবিক সহায়তাদানকারী কোম্পানি চালান। সিঙ্গাপুরভিত্তিক কিউসি শিপিংয়ের ক্যাপ্টেন সোহেল চ্যাংকে একদিন আরাফাত রহমান কোকোর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ১২ এপ্রিল ২০০৪ জেডএএসজেডের নামে যৌথ ব্যাংক হিসাব খুলতে কোকো চ্যাংয়ের সঙ্গে ইউওবি ব্যাংকের ত্যানজং পাগার শাখায় যান। এরপর কোকো ‘ফেয়ারহিল’ নামে চ্যাংয়ের নামে আরেকটি কোম্পানি খোলেন। কোকো হয়তো কোনো বিপদ টের পেয়েছিলেন। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর কোকো এ জন্য ইউওবি ব্যাংকের শেনটন ওয়ে ব্রাঞ্চে গিয়েছিলেন এবং পরে কোকোর এই বুদ্ধিমত্তার প্রমাণও মিলেছে। কারণ ১৬ ফেব্রুয়ারি ২০০৭ কোকোর ফোন পান চ্যাং। তাঁকে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা চলছে। উভয় কোম্পানি বন্ধ করে দিতে হবে। ব্যাংকের টাকা তৃতীয় আরেকটি ব্যাংক হিসাব খুলে সেখানে সরাতে হবে। এই বিবরণী চ্যাংয়ের জবানবন্দি থেকে নয়, সিঙ্গাপুর সরকারের তদন্ত প্রতিবেদন থেকে বলছি। সিআইসি নামের আরেকটি ব্যাংকে নতুন হিসাব খুলে চ্যাং ওই দুই কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা সরান। ২১ ফেব্রুয়ারি ২০০৭ সালে ৯ লাখ ডলার এবং ২২ ফেব্রুয়ারি ২০ লাখ ডলার জেডএএসজেড থেকে স্থানান্তর করা হয়। সুতরাং
সবটাই ঘটেছে কোকোর জেলে যাওয়ার আগে। এই তদন্ত প্রতিবেদনে দুটি অ্যাকাউন্টে অনেক মানুষের বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর ও তা প্রত্যাহারের কথা উল্লেখ আছে। এই মামলায় কোকো দণ্ডিত হলেও সব তথ্য দেশবাসীর জানা হয়নি বলেই আমাদের বিশ্বাস।
লেখার শুরুতেই বিএনপির এক নেতার সঙ্গে কথা বলার প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম। বিএনপির ওই নেতা আমাকে বলেন, নির্বাসিত কোকোর সঙ্গে থাইল্যান্ডে তাঁর দুই দফা আলোচনা হয়। কোকো তাঁকে বলেছেন, ওই টাকা তাঁর নয়। তবে প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের ছেলে এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে কোকো ইঙ্গিত দিয়েছিলেন। ২০০৬ সালে কোকো তাঁকে বলেছিলেন, তাঁর সাড়ে তিন কোটি টাকা আছে। তিনি তাতেই সুখী। আমি তাঁকে বললাম, দুদকের বিশ্বাসযোগ্যতার সংকট আর সিমেন্স–সংক্রান্ত রায় দেখিয়েও আপনারা কোকো কাহিনির বিভ্রান্তি দূর করতে পারবেন না। আপনারা কি সিঙ্গাপুরের তদন্তকারী কর্মকর্তা, ব্যাংক, আদালত এমনকি অভিযুক্ত ব্যক্তি কারও সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন? তিনি না বলেন। প্রশ্নের জবাবে এসব ‘ধারণা নেই’ বলে নাকচও করেননি।
দুদক কোকোর বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করলেও সিঙ্গাপুরে এই অর্থের হদিস এক-এগারোর পরেই উদ্ঘাটিত হয়েছিল। আসলে সিঙ্গাপুরে কোকোর কোম্পানি-সংশ্লিষ্ট লিম সিউ চ্যাং এবং সিমেন্স উভয়ে সংশ্লিষ্ট আদালতে পত্রপাঠ দোষ স্বীকার করেছেন। না করলে দীর্ঘ শুনানি হতো, আর তাতে বিস্তারিত তথ্য বেরোত। জার্মানির সিমেন্সের ১৪০ কোটি ডলারের বেশি ঘুষের অর্থ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিলি হয়।
সিমেন্স দ্রুত দোষ স্বীকার করেছে, কারণ তারা জানে বিশ্বব্যাপী নামগুলো প্রকাশ পেলে কী ক্ষতি হবে। আর এফবিআই দাতব্য প্রতিষ্ঠান নয় যে তারা তাদের স্বার্থ বিকিয়ে বিশ্বময় কোকোদের নাম ফেরি করে বেড়াবে। আর্জেন্টিনা, বাংলাদেশ ও ভেনেজুয়েলার সিমেন্স কার্যালয় যুক্তরাষ্ট্রকে পাঁচ লাখ ডলার করে জরিমানা দিয়েছে। যুক্তরাষ্ট্র কিংবা ধনী বিশ্বের কবে হুঁশ ফিরবে। কবে তারা বুঝবে এই জরিমানার টাকা ভোগের বিনিময়ে অপরাধীদের প্রকৃত দায়মুক্তি দেওয়ার ফলে দরিদ্র বিশ্বে কী নিষ্ঠুর উন্নয়ন বঞ্চনা ঘটছে।
কোকো লঞ্চ বেরোনোর পর পাকিস্তানের ডন পত্রিকার এক নিবন্ধে ‘কোকোইজম’-এর ভবিষ্যৎ নিয়ে একটি লেখা প্রকাশিত হয়েছিল। কোকোর অকাল মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করি। অভিশাপ দিই সেই রাজনীতিকে, যে রাজনীতি কোকোইজম লালন করে চলেছে।
মিজানুর রহমান খান: সাংবাদিক, প্রথম আলো

দালাল আইনে আটক সাজাপ্রাপ্তদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা ১৯৭৩

সাধারণ ক্ষমা ঘোষণার প্রতিবেদন : দৈনিক বাংলা ১ ডিসেম্বর ১৯৭৩
উপ-শিরোনাম : দেশের কাজে আত্মনিয়োগের জন্য ক্ষমাপ্রাপ্তদের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান : ধর্ষণ ও হত্যাকারীদের ক্ষমা নেই
সরকার বাংলাদেশ দালাল আইনে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুনাল) অধ্যাদেশ ১৯৭২ বলে যারা আটক হয়েছেন, যাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা অথবা হুলিয়া রয়েছে এবং যারা এই আইনে সাজা ভোগ করছেন তাদের সকলের প্রতিই এই সাধারণ ক্ষমা প্রযুক্ত হবে এবং তারা অবিলম্বে মুক্তিলাভ করবেন। তবে নরহত্যা, নারী ধর্ষণ এবং অগ্নিসংযোগ অথবা বিস্ফোরকের সাহায্যে ঘরবাড়ি ধ্বংস অথবা জলযান ধ্বংসের অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা ঘোষণা প্রযুক্ত হবে না। গতকাল শুক্রবার রাতে প্রকাশিত এক সরকারী প্রেসনোটে এই সাধারণ ক্ষমা ঘোষণার কথা প্রকাশিত হয়।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গতরাতে বলেন, দলমত নির্বিশেষে সকলেই যাতে আমাদের মহান জাতীয় দিবস ১৬ ডিসেম্বরে ঐক্যবদ্ধভাবে নতুন দৃষ্টিভঙ্গী নিয়ে দেশ গড়ার শপথ নিতে পারে সরকার সেজন্য 'দালাল আইনে ' আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বাংলাদেশ দালাল অধ্যাদেশে আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা যাতে সাধারণ ক্ষমা ঘোষণার পর অনতিবিলম্বে জেল থেকে মুক্তিলাভ করতে পারেন এবং আসন্ন ১৬ ডিসেম্বরে বিজয় উৎসবে যোগ দিতে পারেন বঙ্গবন্ধু সেজন্য তাদের মুক্তি তরান্বিত করতে স্বরাষ্ট্র দফতরের প্রতি নির্দেশ দিয়েছেন। সাধারণ ক্ষমায় যারা মুক্তি পাবেন তাদের বিজয় দিবসের উৎসবে একাত্ম হতে এবং দেশ গঠনের পবিত্র দায়িত্ব ও দেশের স্বাধীনতা রক্ষার শপথ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বঙ্গবন্ধু তাঁর সরকারের সাধারণ ক্ষমা প্রদর্শনের কথা ঘোষণা করতে গিয়ে বলেন, মুক্ত হয়ে দেশগঠনের পবিত্র দায়িত্ব গ্রহণের পূর্ণ সুযোগ তারা গ্রহণ করবেন এবং তাদের অতীতের সকল তৎপরতা ও কার্যকলাপ ভুলে গিয়ে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন তিনি এটাই কামনা করেন।
 বঙ্গবন্ধু বলেন, বহু রক্ত, ত্যাগ তিতিক্ষা আর চোখের পানির বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। যে কোনো মূল্যে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে এবারের বিজয় দিবস বাঙালীর ঘরে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের এক নতুন দিগন্ত উম্মোচিত করবে।
 প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় কিছু লোক দখলদার বাহিনীর সঙ্গে সহযোগিতা করে আমাদের মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছিলেন। পরে বাংলাদেশ দালাল আদেশ বলে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে অনেকেই পরিচিত ব্যক্তি। স্বাধীনতা যুদ্ধের সময় দখলদার বাহিনীর সঙ্গে তাদের সহযোগিতার ফলে বাংলাদেশের মানুষের জীবনে অবর্ণনীয় দুঃখ দুর্দশা নেমে এসেছিল।
বঙ্গবন্ধু বলেন, এসব লোক দীর্ঘদিন ধরে আটক রয়েছেন। তিনি মনে করেন এতদিনে তারা নিশ্চয়ই গভীরভাবে অনুতপ্ত। তারা নিশ্চয়ই তাদের অতীত কার্যকলাপের জন্য অনুশোচনায় রয়েছেন। তিনি আশা করেন তারা মুক্তিলাভের পর তাদের সকল অতীত কার্যকলাপ ভুলে গিয়ে দেশ গঠনের নতুন শপথ নিয়ে প্রকৃত দেশপ্রেমিকের দৃষ্টান্ত স্থাপন করবেন।

গতকাল স্বরাষ্ট্র দফতর থেকে নিম্নোক্ত প্রেসনোটটি ইস্যু করা হয়।
প্রেসনোট :

যারা ১৯৭২ সালের দালাল (বিশেষ ট্রাইবুনাল) আদেশ (পি.ও নং-৮, ১৯৭২ সালের) বলে আটক রয়েছেন অথবা সাজাভোগ করছেন তাদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের প্রশ্নটি সরকার আগেও বিবেচনা করে দেখেছেন। সরকার এ সম্পর্কে এখন নিম্নোক্ত ঘোষণা করছেন :
১. দু'নম্বর অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিদের ও অপরাধ সমূহের ক্ষেত্র ছাড়া :
 (ক) ১৮৯৮ সালের ফৌজদারী দন্ডবিধি ৪০১ নং ধারা অনুযায়ী উল্লিখিত আদেশবলে আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের রেহাই দেওয়া হচ্ছে এবং উল্লিখিত আদেশ ছাড়া অন্য কোনো আইনবলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাদের সাধারণ ক্ষমা ঘোষণার অনতিবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়া হবে।
(খ) কোনো বিশেষ ট্রাইবুনালের সম্মুখে অথবা কোনো বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালতে উক্ত আদেশবলে বিচারাধীন সকল মামলা সংশ্লিষ্ঠ ট্রাইবুনাল ও ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে প্রত্যাহার করা হবে এবং উল্লিখিত আদেশ ছাড়া অন্য কোনো আইনে তাদের বিরুদ্ধে বিচারাধীন কোনো মামলা বা অভিযোগ না থাকলে তাদের হাজত থেকে মুক্তি দেওয়া হবে।
(গ) কোনো ব্যক্তির বিরুদ্ধে উল্লিখিত আদেশবলে আনীত সকল মামলা ও তদন্ত তুলে নেওয়া হবে এবং উল্লিখিত আদেশ ছাড়া অন্য কোনো আইনে বিচার বা দন্ডযোগ্য আইনে সে অভিযুক্ত না হলে তাকে মুক্তি দেওয়া হবে। উল্লিখিত আদেশবলে ইস্যু করা সকল গ্রেফতারী পরোয়ানা, হাজির হওয়ার নির্দেশ অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া কিংবা সম্পত্তি ক্রোকের নোটিশ দেয়া থাকলে তা প্রত্যাহার বলে বিবেচিত হবে এবং গ্রেফতারী পরোয়ানা অথবা হুলিয়ার বলে কোনো ব্যক্তি ইতিপূর্বে গ্রেফতার হয়ে হাজতে আটক থাকলে তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হবে। অবশ্য সে ব্যক্তি উল্লিখিত দালাল আদেশ ছাড়া কোনো বিচার বা দন্ডযোগ্য অপর কোনো আইনে তার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে তবেই।
 যাদের অনুপস্থিতিতেই সাজা দেওয়া হয়েছে অথবা যাদের নামে হুলিয়া বা গ্রেফতারী পরোয়ানা ঝুলছে তারা যখন উপযুক্ত আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করবে কেবল তখনই তাদের বেলা ক্ষমা প্রযোজ্য হবে।
 ২. দন্ডবিধির ৩০২ নং ধারা (হত্যা), ৩০৪ নং ধারা, ৩৭৬ ধারা (ধর্ষণ), ৪৩৫ ধারা (গুলি অথবা বিস্ফোরক ব্যবহার করে ক্ষতিসাধন), ৪৩৬ ধারা (ঘর জ্বালানো) ও ৪৪৮ ধারায় (নৌযানে আগুন বা বিস্ফোরণ) অভিযুক্ত ও সাজাপ্রাপ্তগণ এক নম্বর অনুচ্ছেদে উল্লিখিত ক্ষমার আওতায় পড়বে না।

দৈনিক বাংলা
জিয়া সরকারের প্রধানমন্ত্রী হওয়া শাহ আজিজুর রহমান এবং এরশাদের কাছে স্বাধীনতা পদকে সম্মানিত শর্ষীনার পীর সাহেবের জেলমুক্তি নিয়ে খবরটি। লেখা হয়েছে :
 বাংলাদেশ সরকারের বিশেষ আদেশে গতকাল শুক্রবার সকালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে অধুনালুপ্ত পিডিপির নেতা শাহ আজিজুর রহমান এবং শর্ষীনার পীর সাহেবকে মুক্তি দেওয়া হয়েছে। দখলদার বাহিনীর সাথে সহযোগিতার অপরাধে তাদের আটক করা হয়েছিলো। এনার খবরে একথা জানা গেছে। স্মর্তব্য শাহ আজিজুর রহমান পাকিস্তান দখলদার বাহিনীর সমর্থনে জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন। একটু খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে যে গভর্ণর মালেক ও শাহ আজিজের মতো হাইপ্রোফাইল দালালদের কাউকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরে স্থানান্তর করা হয়নি। গ্রেফতারের পর থেকে তারা সেখানেই ছিলেন মুক্তি পাওয়ার আগ পর্যন্ত। তাই জেল থেকে ডেকে এনে শাহ আজিজকে নিয়ে কুমিল্লায় বঙ্গবন্ধুর খিচুড়ি খাওয়ার গল্পের মতো আজগুবী দাস্তান বিশ্বাস করার কোনো কারণ নেই।
 ৩ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের খবরে সাধারণ ক্ষমার ফলোআপ -সাধারণ ক্ষমার সিদ্ধান্তটাকে সকল মহল স্বাগত জানিয়েছে । 
 স্বরাষ্ট্র মন্ত্রী আবদুল মালেক উকিল 'দালাল আইনে' আটকদের এবং মুক্তিপ্রাপ্তদের বিষয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন।
দালাল আইনে আটক ব্যক্তিদের মোট সংখ্যা ৩৭ হাজার ৪শত ৭১ শিরোনামে ওই খবরে লেখা হয়েছে : সরকার কর্তৃক সাধারণ ক্ষমা প্রদর্শনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এই আদেশের আওতাভুক্ত সকল ব্যক্তির মুক্তি ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়াছেন। গতকাল (শনিবার) সচিবালয়ে সাংবাদিকদের সহিত আলাপ-আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল এ কথা জানান। তিনি বলেন যে, সাধারণ ক্ষমা প্রদর্শন আদেশের সহিত দালালি আইনে আটক ব্যক্তিদের তালিকা পরীক্ষা করার পর ইহার আওতাভুক্ত সকল ব্যক্তিকে মুক্তিদানের জন্য তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারী কর্মচারীদের নির্দেশ দিয়াছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, 'দালাল আইন' অনুযায়ী মোট অভিযুক্ত ব্যক্তির সংখ্যা ৩৭ হাজার ৪ শত ৭১ জন। ইহার মধ্যে চলতি বছর অক্টোবর মাস পর্যন্ত ২ হাজার ৮ শত ৪৮ জনের বিরুদ্ধে মামলার নিষ্পত্তি হইয়াছে। তন্মধ্যে ৭ শত ৫২ জনের সাজা হইয়াছে এবং বাকি ২ হাজার ৯৬ জন খালাস পাইয়াছেন। তিনি বলেন একটি সংবাদপত্রে দালাল আইনে আটক ব্যক্তিদের সংখ্যা ৮৬ হাজার বলিয়া উল্লেখ করা হইয়াছে। কিন্তু উহা সত্য নহে বরং অতিরঞ্জিত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটককৃত বা সাজাপ্রাপ্ত অনেক প্রাক্তন নেতা এই সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মুক্তি লাভ করিবেন। তিনি বলেন যে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সাবেক পূর্ব পাকিস্তানের প্রাক্তন গভর্ণর ডাঃ এ এম মালেক ও তাহার মন্ত্রীসভার সদস্যবৃন্দ শীঘ্রই মুক্তিলাভ করিবেন। অন্যদের মধ্যে যাহারা মুক্তি পাইবেন তাহাদের মধ্যে ডঃ কাজী দীন মোহাম্মদ, ডঃ হাসান জামান, ডঃ সাজ্জাদ হোসেন, ডঃ মোহর আলী (প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষক) ও খান আবদুর সবুরও রহিয়াছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা তাহাদের সম্পত্তি ফেরত পাইবেন এবং দেশের নাগরিকদিগকে প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করিবেন। 
সূত্র : দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলার বাণী ও বাংলাদেশ অবজারভার

Monday, February 2, 2015

ইউটিউবে খালেদার কথোপকথন নিয়ে মন্ত্রিসভা সরব

 
ইউটিউবে খালেদা জিয়ার কথোপকথন নিয়ে তোলপাড়  হলো মন্ত্রিসভা।চার বছর আগে ঢাকায় বিএনপির একটি সমাবেশের সময় দলের কয়েকজন নেতার সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার কয়েকটি টেলিফোন সংলাপের অডিও টেপ সম্প্রতি প্রকাশ হয়েছে ইউটিউবে, যাতে তাকে নেতাদের নানা নির্দেশ দিতে শোনা যায়।

টেলিফোনে  নাশকতার নির্দেশ দিয়ে দলের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথোপকথন নিয়ে সরব ছিল মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য।  ২০১১ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে সারাদেশ থেকে জনসমাগমের প্রস্তুতি নিয়েছিল বিএনপি-জামায়াত জোট। অনুষ্ঠানস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকালে আগতদের পুলিশ লাঠিপেটা করে বের করে দিলে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ বাধে, যা ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। ওই সময় ঢাকায় বোমা বিস্ফোরণে একজন মারা যায়, পোড়ানো হয় কয়েকটি গাড়ি। সিলেটে বাসে আগুন দেয়া হলে পুড়ে মারা যান এক যাত্রী। এই ধারাবাহিকতায় এখনো দেশে বোমাবাজির মহোৎসবে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ বাস যাত্রী বা ট্রেন যাত্রী সহ অনেক মানুষ। এর শেষ দেখতে চায় দেশের জনগণ! খালেদা জিয়ার পাঁচটি অডিও টেপ প্রকাশ করেছে বাংলা লিকস । তার মধ্যে চারটিই ওই সমাবেশ শুরুর আগে কয়েকজন নেতার সঙ্গে তার কথোপকথন সংক্রান্ত। খালেদার এসব কথোপকথনে দলের নেতা কর্মীদের পদ রক্ষা করতে হলে নাশকতা করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া ।

 
সোমবার মন্ত্রিসভার নিয়মিত  বৈঠকে অনির্ধারিত এই আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই টেলিফোন সংলাপগুলো শোনানো হয় বলে জানিয়েছেন মন্ত্রিসভার একাধিক সদস্য।মন্ত্রিসভার এক সদস্য জানান, টেলিসংলাপ শুনে প্রধানমন্ত্রী বলেন, "সত্যি সত্যিই তো উনি (খালেদা জিয়া) নাশকতার নির্দেশ দিয়েছেন, এ কণ্ঠ ওনারই!"
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, 'মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই এ আলোচনায় অংশ নেয়। বৈঠকে জ্যেষ্ঠ মন্ত্রীদের পাশাপাশি প্রতিমন্ত্রীরাও খালেদা জিয়ার নির্দেশে ওই সময় যারা নাশকতায় অংশ নিয়েছিল, তাদের গ্রেফতারের দাবি জানান। যদিও প্রধানমন্ত্রী এ বিষয়ে আর কিছু বলেননি, তিনি শুধু মনোযোগ দিয়ে শুনেছেন। '
 

 
খালেদার এসব কথোপকথন বাংলা লিকস নামের একটি একাউন্ট থেকে আপলোড করা হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খালেদা জিয়ার এসব নির্দেশ নাশকতা ঘটানোর উদ্দেশ্যেই- এমন কথা রয়েছে অডিও ফাইলগুলোর শিরোনামে। 
https://video.search.yahoo.com/video/play;_ylt=A2KIo9QVcdBUthwA3eD7w8QF;_ylu=X3oDMTByMjBzZmhtBHNlYwNzcgRzbGsDdmlkBHZ0aWQDBGdwb3MDNg--?p=bangla+leaks+khaleda&vid=a5d434f50012185576d9d4922f7c7621&l=1%3A48&turl=http%3A%2F%2Fts4.mm.bing.net%2Fth%3Fid%3DVN.608031077366827083%26pid%3D15.1&rurl=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3De9JulMuErMk&tit=%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE+%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95+%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE-%E0%A7%A6%E0%A7%A7&c=5&sigr=11bfeukjl&sigt=1462ngiqp&sigi=11rh2qchs&age=1391520241&fr2=p%3As%2Cv%3Av&&tt=b
 

আহমদুল কবিরের ৯৩তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি-সুমি খান

 
 

 
দৈনিক সংবাদ'র প্রধান সম্পাদক ও দেশের প্রগতিশীল ধারার রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব আহমদুল কবির (মনু মিয়া)  এর ৯৩তম জন্মদিন আজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে। আহমদুল কবির দেশের একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তাও ছিলেন । এ দেশের শিল্প-বাণিজ্য প্রসারে তার সক্রিয় অবদান রয়েছে। ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি ঘোড়াশালের ঐতিহ্যবাহী মিয়া বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবু ইউসুফ লুৎফুল কবির ছিলেন ঘোড়াশালের জমিদার। তাঁর মায়ের নাম মরহুমা সুফিয়া খাতুন। ২০০৩ সালের ২৪ নভেম্বর কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

 
আহমদুল কবির ছিলেন ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের এক প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব। আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশে তিনি ছিলেন একজন ভিন্নমাত্রার রাজনীতিক। মূলত তার রাজনৈতিক দর্শন ছিল এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা। তদানীন্তন পাকিস্তানের রাজনীতিতে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল যে ধারা এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল জনগোষ্ঠীর রাজনৈতিক চেতনাকে নাড়া দিয়েছিল, সেই একই ধারার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আহমদুল কবির। স্বাধীন বাংলাদেশে প্রগতিশীল, গণতান্ত্রিক, সাম্প্রদায়িকতাবিরোধী রাজনীতির নিবেদিতপ্রাণ ব্যক্তি  আহমদুল কবির দেশের রাজনৈতিক নেতাকর্মীদের কাছে পরিচিত ছিলেন আদর্শবান এবং নীতিনিষ্ঠ এক নেতা হিসেবে। তিনি সত্তরের দশকে গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন। তিনি আমৃত্যু গণতন্ত্রী পার্টির সভাপতি ছিলেন।  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম ভিপি ছিলেন আহমদুল কবির ।১৯৬৫ সালে আহমদুল কবির ন্যাপের প্রার্থী হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে নিজেকে যুক্ত করেন । সংবাদপত্রকে তিনি তাঁর রাজনৈতিক আদর্শ প্রচার ও স্বকীয় প্রতিভা প্রকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। সাংবাদিকতায় তার অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং বস্তুনিষ্ঠ চেতনার প্রতিরূপ  দৈনিক 'সংবাদ'।
 
দৈনিক সংবাদ-এ বস্তুনিষ্ঠ খবর ও মতামত প্রকাশের মধ্য দিয়ে তিনি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক নতুন ধারা সৃষ্টি করেন। আমৃত্যু তিনি তার এই আদর্শ লালন করে গেছেন। কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির পদও অলঙ্কৃত করেছিলেন তিনি।
 
আমার সৌভাগ্য, আমার বাবা সাইফুদ্দিন খানের কল্যাণে আহমদুল কবীরকে কাছে থেকে দেখবার সৌভাগ্য হয়েছে আমার। আমার বাবার গুরুতর অসুস্থতায় আহমেদুল কবীর অভিভাবকের দায়িত্ব নিয়ে চট্টগ্রাম থেকে বারডেমে নিয়ে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের মাধ্যমে বাবার জরুরী অপারেশন করিয়ে সুস্থ করে তুলেছিলেন। এমন নেতা এবং নীতিনির্ধারকের আজ বড়োই অভাব।আজ তিনি বেঁচে থাকলে দেশের সাংবাদিকতা জগত ,  রাজনীতি এবং ব্যবসা ক্ষেত্র গতিশীল নেতৃত্বে সমৃদ্ধ হতো। দেশের এমন সংকটকালে আহমদুল কবীরের স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
 

আমার অনেক ঋণ আছে.......

স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
পানি টলটল মেঘনা নদীর কাছে
আমার অনেক ঋণ আছে

বকের ডানায় ছাওয়া চরের কাছে
চাঁদ জাগা বাঁশ বাগানের কাছে
আমার অনেক ঋণ আছে
যখন হাওয়ায় উড়ে কালো হলদে পাখি
আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি
উড়ন্ত ঐ পাখির মালার কাছে
আমার অনেক ঋণ আছে.......ঋণ আছে।


গীতিকারঃ সামসুর রহমান, শিল্পীঃ রুনা লায়লা

সংলাপ-ড. মো আনোয়ার হোসেন


‘বলতে পার মৃত্যু কী ভয়ঙ্কর? সবাই যখন কথা কইবে, রইবে তুমি নিরুত্তর।’

১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ তম সমাবর্তন অনুষ্ঠানের সমাবর্তন বক্তা অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বক্তৃতা দিচ্ছিলেন। বিএনপি-জামাত সমর্থিত শিক্ষকদের সমাবর্তন বর্জন এবং ছাত্রদল ও শিবিরের সমাবর্তন বানচালের ঘোষণার মধ্যে অনুষ্ঠিত এই সমাবর্তনে অধ্যাপক অমর্ত্য সেন এসেছেন জীবনের ঝুঁকি নিয়েই। কার...
ণ বিএনপি-জামাত ঘরানার বুদ্ধিজীবীদের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছিল যে, ঢাকায় এলে তাঁর জীবন বিপন্ন হতে পারে।

সে প্রেক্ষাপটে মঞ্চে মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অমর্ত্য সেন তাঁর সমাবর্তন বক্তৃতায় উপরের উদ্ধৃতিটি দেন। সংঘাতের চাইতে আলাপ-আলোচনা কিংবা বিতর্ক যে ভালো, তার প্রতিই ইঙ্গিত করছিলেন তিনি। মৃত্যু অবধি বিতর্ক করে যাওয়ার স্বাধীনতা, আনন্দ এবং তার মধ্য দিয়ে কোনো সমাধানে পৌঁছানো আধুনিক মানব সভ্যতার ইতিহাসের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

ছাত্রদল ও শিবিরের সমাবর্তন বানচালের ঘোষণার মধ্যে অনুষ্ঠিত এই সমাবর্তনে অধ্যাপক অমর্ত্য সেন এসেছেন জীবনের ঝুঁকি নিয়ে
ছাত্রদল ও শিবিরের সমাবর্তন বানচালের ঘোষণার মধ্যে অনুষ্ঠিত এই সমাবর্তনে অধ্যাপক অমর্ত্য সেন এসেছেন জীবনের ঝুঁকি নিয়ে
তবে দূর অতীতেও সংলাপ-কথোপকথন যে সমাজে গুরুত্বপূর্ণ ছিল তাও আমরা জানি। আমাদের বাতিঘর প্রয়াত সরদার ফজলুল করিমের অনুবাদ গ্রন্থ ‘প্লেটোর সংলাপ’ বাংলা ভাষা-ভাষী মানুষদের সুযোগ করে দিয়েছিল তা পড়ে দেখবার। শিষ্যদের সঙ্গে সক্রেটিসের আলাপচারিতার কথাও বহুল প্রচারিত।

আমাদের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত সংলাপটি হয়েছিল ১৯৭১ সালের মার্চ মাসে। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের মধ্যে। সংলাপ চলাকালে একদিকে পাকিস্তান সামরিক বাহিনী গণহত্যা চালিয়ে স্বাধীনতাপ্রত্যাশী বাঙালি জনগোষ্ঠীকে দমন করতে গোপনে প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে, বঙ্গবন্ধুর আহ্বানে দেশজুড়ে সাড়ে সাত কোটি মানুষের বিপুল অধিকাংশ স্বাধীনতা সংগ্রামে জীবন বিসর্জন দেবার প্রস্তুতি গ্রহণ করছিল।

সেই সংলাপ ব্যর্থ হয় ২৫ মার্চের কালরাতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গণহত্যা শুরু এবং ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে।সংলাপ ব্যর্থ হয়েছিল, কিন্তু নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ও নিঃশর্ত আত্মসমর্পণ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল।

বাংলাদেশে সামরিক স্বৈরশাসনের অবসানে আন্দোলনরত গণতান্ত্রিক শক্তির মধ্যে সংলাপ হয়েছে। তার শুভ প্রভাব পড়েছে আন্দোলনে। এসব সংলাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যকার সংলাপ। সংলাপ সফল হয়েছিল। ফলশ্রুতিতে বিজয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক এরশাদের পতন এবং গণতান্ত্রিক শাসনের নবযাত্রা সূচিত হয়েছিল। এরপর ক্ষমতার পালাবদল কেন্দ্র করে বিভিন্ন সময়ে সংলাপ হয়েছে। সে সব সংলাপ অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হলেও সাফল্যের উদাহরণ আছে। সংলাপের প্রেক্ষাপটগুলো বিবেচনা করা যাক।

৯০’এর গণঅভ্যুত্থানের পর অপ্রত্যাশিতভাবে বিএনপি ক্ষমতাসীন হয়। নতুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী-দলীয় নেত্রী শেখ হাসিনার সফল সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়। কিন্তু নির্ধারিত সময়ে ক্ষমতার পালাবদল নির্বিঘ্ন হয় না। সরকার ও বিরোধী দলের মধ্যে নানাভাবে সংলাপ হলেও তা কোনো ইতিবাচক ফল বয়ে আনে না। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোর্চার তীব্র আন্দোলনে বেগম খালেদা জিয়া বাধ্য হন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে। ক্ষমতায় আসে শেখ হাসিনার সরকার।

নতুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী-দলীয় নেত্রী শেখ হাসিনার সফল সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়
নতুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী-দলীয় নেত্রী শেখ হাসিনার সফল সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয় ।
আমাদের তথাকথিত সুশীল সমাজের কেউ কেউ বলে থাকেন, সেই আন্দোলনে আওয়ামী লীগ ও জামায়াত-ই-ইসলামীর মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল। কথাটি ভুল। বাস্তবে এই একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়িত হয়। আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে এক মঞ্চে কখনওই বসেনি, ঐক্যবদ্ধ আন্দোলনও করেনি।

হাসিনা সরকারের মেয়াদ শেষে ২০০১ সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাত জয়ী হয়। নির্বিঘ্নেই ক্ষমতা হস্তান্তর হয়। এরপর ’৯৬ সালের মতোই আবারও স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতাসীন খালেদা জিয়ার সরকারের অনীহার মুখে দুই প্রয়াত নেতা আবদুল মানান ভূঁইয়া এবং আবদুল জলিলের মধ্যে দীর্ঘ সংলাপ হলেও তা ব্যর্থ হয়। ফলশ্রুতিতে সেনাচালিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ, দুই নেত্রীর গ্রেপ্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূচিত অভূতপূর্ব ছাত্র-শিক্ষক আন্দোলনের হাত ধরে ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিন চতুর্থাংশ আসন নিয়ে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার।

এবারও মেয়াদ শেষে ক্ষমতার পালাবদল নির্বিঘ্ন হয় না। কারণ, ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্শিক বলে রায় দেয়। সে রায়ের সূত্র ধরে আমাদের জাতীয় সংসদ নির্বাচিত সরকারের অধীনে সংসদ নির্বাচন ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে। নির্বাচন ছাড়াও যুদ্ধাপরাধীদের বিচার জামাত-বিএনপি জোটের সামনে বড় ইস্যু হয়ে দেখা দেয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের বহু পূর্ব থেকেই এই জোট ক্ষমতাসীন সরকার পতনের লক্ষ্যে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। নির্বাচনে জামায়াতে-ই-ইসলামীর অংশগ্রহণ নির্বাচনী আইন বহির্ভূত হয়ে যাওয়া এবং এই দলের শীর্ষনেতাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হওয়ায় বিএনপি নির্বাচন বর্জন ও সরকার পতনের সহিংস আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করে।

সমস্যার শান্তিপূর্ণ নিরসনে দুই নেত্রীর মধ্যে সংলাপের জোরালো দাবি ওঠে। বেগম খালেদা জিয়াকে সরাসরি ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের সূচনা করেন। যথার্থই একজন রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা বিনয়, ধৈর্য ও আন্তরিকতা নিয়ে বিরোধী-দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ টেলিফোন সংলাপ করেন। দুই নেত্রীর টেলিসংলাপ গোপন থাকে না। বেগম খালেদা জিয়ার অত্যন্ত রুঢ় আচরণেও শেখ হাসিনা যে ধৈর্য ও সৌজন্যবোধ দেখান তা জনগণের নজর এড়িয়ে যায় না।

স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণকারী সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে সমঝোতায় পৌঁছাতে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের দ্বার অবারিত করলেও বেগম খালেদা জিয়া তাতে সাড়া দেন না। জামাত-হেফাজত-জঙ্গিদের নিয়ে তিনি সরকার পতনের আন্দোলনে এগিয়ে যান। কার্যত বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ গৃহযুদ্ধ চালিয়ে যায় বিএনপি-জামাত জোট। আন্দোলনের নামে এমন পরিকল্পিত সহিংস অরাজকতা বাংলাদেশে নতুন। টেলিভিশনের পর্দায় দেখা পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া বা আফ্রিকার কোনো কোনো দেশে মানবতার বিরুদ্ধে ইসলামি জঙ্গি গোষ্ঠীর নিষ্ঠুরতার ভয়াবহ চিত্রগুলো বাংলাদেশে ঘটতে দেখে মানুষ আতংকিত হয়ে পড়ে।

ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দেয়। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দেয়
এমন একটি পরিবেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি-জামাতের সহিংসতার কারণে নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হলেও নির্বাচন বানচালে বিরোধী গোষ্ঠী ব্যর্থ হয়। তার মূখ্য কারণ, তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। বিএনপির মধ্যপন্থী অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণের পক্ষে থাকলেও তারেক জিয়া ও জামাতের চাপের কাছে খালেদা জিয়া নতি স্বীকার করেন। সংলাপ ও নির্বাচন বর্জন করে তিনি যুদ্ধের পথই বেছে নেন। সে যুদ্ধে তিনি পরাজিত হন। তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা।

যুদ্ধে জয়লাভ করে বিজয়ী শক্তি যে কার্যক্রম গ্রহণ করে শেখ হাসিনা তাই করছেন। শক্তহাতে দেশ পরিচালনা এবং উন্নয়নের গতিশীল কার্যক্রম চালিত করে তিনি ইতোমধ্যেই দেশের জনগণ ও বহির্বিশ্বের সামনে বাংলাদেশকে এক সম্ভাবনার দেশ হিসেবে উপস্থাপিত করেছেন। অগ্রগতির অনেক সূচকেই বাংলাদেশকে রোল মডেলের অবস্থানে নিয়ে গেছেন শেখ হাসিনা।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে জনগণের উল্লেখযোগ্য অংশ এবং বিশ্বজনমত যেখানে নির্বাচন ও নতুন সরকারের প্রতি আস্থা স্থাপনে দ্বিধান্বিত ছিল, গত এক বছরে সেখানে বড় পরিবর্তন সূচিত হয়েছে। ভারতের মোদী সরকার, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, জাপান, চীন ও আরব দেশগুলো বৈরিতার পরিবর্তে সহযোগিতার হাত প্রসারিত করে। উন্নয়নের উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রেখে সর্ব ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যেতে থাকে।

যুদ্ধে পরাজিত পক্ষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপন শক্তি সংহত করতে পারে। সঠিক নীতি-কৌশল অনুসরণ করে পরবর্তী যুদ্ধে জয়লাভের ক্ষেত্র প্রস্তুত করতে পারে। ইতোমধ্যেই বিএনপির কয়েকটি নীতিগত বিষয়ে বোধোদয় হওয়ার কথা ছিল। জামাতে ইসলামী যে তাদের জন্য কোনো আশীর্বাদ নয়, বরং মাথার উপর জগদ্দল বোঝা, তা বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র তারেক জিয়া না বুঝলেও দলের নেতা-কর্মীদের তা না বোঝার কথা নয়। ‘প্রথম আলো’র মতো পত্রিকা যেখানে নানা সমীক্ষায় অংশগ্রহণকারীদের অধিকাংশের সায় থাকত বিএনপির পক্ষে, সেখানে ইদানিং কেন উল্টো চিত্র, তা নিয়ে ভাববার কথা ছিল ওই দলের নীতি নির্ধারকদের।

দুর্ভাগ্যবশত, তা তাঁরা ভেবেছেন বলে মনে হয় না। গত প্রায় এক মাস অব্যাহত অবরোধের পরও সরকার পতনের সম্ভাবনা দেখা না দিলেও বেগম খালেদা জিয়া সংঘাতের পথ থেকে সরে আসেনি। তাঁর ঘোষিত অবরোধ-হরতালের নির্মম শিকার হয়ে অগ্নিদগ্ধ শিশু-যুবা-বৃদ্ধ, নারী-পুরুষ হাসপাতালের বার্ন ইউনিটগুলোতে অপরিসীম যন্ত্রণা নিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। পুত্রের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান হলেও খেটে খাওয়া সাধারণ মানুষের করুণ মৃত্যু বেগম খালেদা জিয়ার কঠিন হৃদয়ে কোনো দাগই ফেলতে পারে না।

২৯ জানুয়ারি ঢাকা শহরে হরতালের কোনো ঘোষণা না থাকার পরও এতিমদের অর্থ আত্মসাতের মামলায় খালেদা জিয়ার কোর্টে হাজিরা এড়াতে তড়িঘড়ি হরতাল ডেকে দেওয়া হয় নগর বিএনপির পক্ষ থেকে। বিএনপি-জামাতের নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোচিং সেন্টার অবশ্য খোলাই থাকে। অন্যদিকে, অবরোধ-হরতালে কর্মহীন অভাবী মানুষকে আগুনে পোড়ার ঝুঁকি নিয়েও জীবন-জীবিকার সংগ্রামে নামতে হয়। বিএনপি-জামাত পিকেটারদের ছুঁড়ে দেওয়া পেট্রোল বোমার আগুনে পোড়া ট্রাক ড্রাইভার যখন রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তখন স্ত্রীর আহাজারি, ‘আগুনে তো কোনো নেতা পোড়ে না’ শুনেও বেগম খালেদা জিয়ার চক্ষুলজ্জা হয় না।

অবরোধের কারণে সারা দেশে ক্ষেতের শাক-সবজি ক্ষেতেই নষ্ট; লেখাপড়া বন্ধ; পোশাক শিল্পে ধস; কষ্টের মৃত্যু– এসবের কারণে কৃষকের অভিশাপ, প্রায় পনের লাখ ছাত্রছাত্রীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার মধ্যে লাগাতার হরতাল ঘোষণায় ছাত্র-অভিভাবকদের গভীর হতাশা, কর্মহীন শ্রমজীবী নারী-পুরুষের যাতনা, বিশ্ব ইজতেমায় জড়ো হওয়া লাখ মুসল্লির অনুরোধ, ঈদে-মিলাদুন্নবি কিংবা সরস্বতী পূজা এবং এমনকি ছেলের মৃত্যু বা অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে গুলশানের অফিসে এসে পুত্রহারা বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আসা– কিছুই টলাতে পারছে না বেগম খালেদা জিয়াকে।

জনগোষ্ঠীর যে অংশ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে সমর্থন করে আসছিল তারাও ভেবে পাচ্ছে না কেন বেগম খালেদা জিয়া সংঘাতের এমন সর্বনাশা পথ যা দিয়ে সরকার পতন হবে না, তা থেকে সরে আসছেন না। যুদ্ধে পশ্চাদপসরণের একাধিক সুযোগ কেন হেলায় হারাচ্ছেন তিনি তাও বুঝতে বেগ পেতে হচ্ছে সচেতন দেশবাসীর।

এমন মরিয়া পরিস্থিতিতে দুই নেত্রীর মধ্যে সংলাপের তাগিদ দিচ্ছেন বিপর্যস্ত মানুষ ও সুশীল সমাজ। এটা অনেকটা এমন যে, জিম্মিকারীদের ক্ষতিপূরণ দিয়ে হলেও জিম্মিদশা থেকে মুক্তির ব্যবস্থা করা। সফল কিংবা বিফল, যাই হোক, দূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথিবীজুড়ে নানা বিরোধ সমাধানে সংলাপের প্রয়োজনীয়তার কথা উদাহরণ দিয়ে উল্লেখ করেছি। শান্তিপূর্ণ সংলাপ-সমঝোতার জন্য বিবদমান দুই পক্ষকে সেই উপলব্ধিতে আসতে হয় যে, এছাড়া অন্য আর পথ খোলা নেই।

কোনো কোনো ক্ষেত্রে তার জন্যে এক পক্ষের পরাজয় বা জেতার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে পড়া প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমনটা হয়েছিল ১৯৭১ সালে, নয় মাসের মুক্তিযুদ্ধের পর, পাকিস্তান সেনাবাহিনীর ক্ষেত্রে। বাংলাদেশে এমন উদাহরণ হল, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে গণআন্দোলনের বিজয়ের মুখে ক্ষমতাসীন খালেদা জিয়া সরকারের নতি স্বীকার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন মেনে নেওয়া। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বেগম খালেদা জিয়া তেমন পরিস্থিতিতে না যাওয়া পর্যন্ত রণে ভঙ্গ দেবেন না। তার কতকগুলো কারণও আছে।

খোদ ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ হওয়ার পর রাষ্ট্রযন্ত্রের শক্তিশালী স্তম্ভ, সেনাবাহিনী এবং সেনা গোয়েন্দা সংস্থা ব্যবহার করে প্রতিপক্ষকে নির্মূল করার সক্ষমতা তিনি অনেকটা হারিয়েছেন। রাজনীতিতে কখনও অংশ নেবেন না এই মুচলেকা দিয়ে দুর্নীতিগ্রস্ত দুই পুত্রকে তাদের লুণ্ঠিত অর্থসম্পদসহ দেশের বাইরে পাঠিয়েও তিনি শান্তিতে থাকতে পারেননি। খোদ মার্কিন এফবিআই-এর উদ্যোগে কোকোর পাচার করা অর্থের কিছু অংশ বাইরে থেকে বাংলাদেশে ফেরত এসেছে। মানি-লন্ডারিং মামলায় সাজা মাথায় নিয়ে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে।
অপর পুত্র, তারেক জিয়ার বিরুদ্ধে চলমান মামলার রায় হবে সামনে। হরতাল ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেও এতিমদের টাকা আত্মসাতের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না বেগম খালেদা জিয়া। আন্দোলনে জনগণের সমর্থন লাভে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চোরাগুপ্তা আক্রমণে খালেদা জিয়া ও তারেক জিয়ার প্রধান ভরসা জামায়াত-শিবির যুদ্ধাপরাধ মামলায় অনেকটা পর্যদুস্থ। এমন কোণঠাসা অবস্থায় সরকার পতনে শেষ মরিয়া চেষ্টা চালাচ্ছেন বেগম খালেদা জিয়া।

জনগণের জীবন-মরণ প্রশ্নে নির্ধারক অবস্থান না নিয়ে ভালো ভালো কথার আড়ালে নিজেদের নিরপেক্ষ চেহারা বজায় রেখে রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছেন এমন সুশীলদের মুখপত্র ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্না গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। শুধুমাত্র পুত্রশোকে কাতর একজন মাকে সমবেদনা জানাতেই গুলশানের কার্যালয়ে তাঁরা গিয়েছিলেন, মিডিয়ার সামনে এমন বয়ান দেওয়ার পরও একথা বুঝতে কারও অসুবিধা হয় না যে, মাধ্যমিক পরীক্ষার সময় অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহারে খালেদা জিয়াকে রাজি করাতেই তাঁরা গিয়েছিলেন সেখানে। সফল হননি। ভালোমানুষী নিরপেক্ষতার ঘোমটা অটুট রাখতে হলে পর্দার আড়ালে নয়, খোলাখুলিভাবে বেগম খালেদা জিয়ার উদ্দেশে তাদের বলতে হবে, অবরোধ-হরতাল প্রত্যাহার করুন, সরকারের সঙ্গে সংলাপের পরিবেশ সৃষ্টি করুন। আপনাদের কাছে এমন চাওয়া খুব বড় চাওয়া নয়।

সুশীলদের এমন আহ্বানে বেগম খালেদা জিয়া সাড়া দিলে নিজের এবং দলের জন্য ভালো করবেন। এর অন্যথা হলে পত্রিকার সমীক্ষায় যেমনটা পাওয়া গেছে– রাষ্ট্রের পক্ষ থেকে শক্ত অবস্থান নিলে বর্তমান অচলাবস্থা কেটে যাবে– এই মতের পক্ষে শতকরা সত্তর ভাগ অংশগ্রহণকারীর সায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তার মধ্য দিয়ে খালেদা জিয়া-তারেক জিয়া-জামাত চক্রকে নির্ধারকভাবে পরাজিত করেই সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।

বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়া তার গুলশানস্থ পার্টি অফিস থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে নিজে সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। সারা দেশের জনগণ তা দেখেছে। প্রায় মাসব্যাপী এই অবরোধে জীবন প্রদীপ নিভে গেছে এখন পর্যন্ত ৪৬ জন সাধারণ মানুষের। বিএনপি-জামাত জঙ্গিদের ছোঁড়া পেট্রোল বোমায় পুড়ে মারা গেছে নিহতদের প্রায় অর্ধেক। দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। পয়লা ফেব্রুয়ারি তারিখের পত্রিকায় প্রকাশিত কয়েকটি খবর: সিরাজগঞ্জে পেট্রোল বোমায় অটোরিকশা চালক নিহত-দগ্ধ পাঁচ; ঝিনাইদহে গরুর ট্রাকে পেট্রোল বোমা; যশোরে চালবোঝাই ট্রাক ও প্রাইভেট কারে আগুণ; খুলনায় পুলিশ দপ্তরে হাতবোমা বিস্ফোরণ; রাজশাহীর বোয়ালিয়া থানায় বোমা মেরে পালানোর সময় দুই শিবির কর্মী ধৃত; চাঁদপুরে পেট্রোল বোমাসহ আটক এক।
বেগম খালেদা জিয়া ঘোষিত অবরোধ-হরতালে জানমালের এই ক্ষতির দায়দায়িত্ব তো তাঁকেই নিতে হবে। তাই আর কালবিলম্ব না করে সময়সীমা বেঁধে দিয়ে তাঁকে জানিয়ে দেওয়া হোক, অবরোধ-হরতাল প্রত্যাহার করুন। তা না হলে দেশ ও জনগণকে বাঁচাতে আপনাকে গ্রেপ্তার করা হবে।
 
২০১৪ সালের শুরুতে ইউরোপিয়ান পার্লামেন্ট বিএনপির প্রতি আহবান জানিয়েছিল জামাত-হেফাজতের সঙ্গে দূরত্ব বজায় রাখতে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দলগুলোকে নিষিদ্ধ করার কথা বলেছিল। জানুয়ারি ১৬ তারিখের প্রকাশিত রেসোলিউশনে বলা হয়:
The European Parliament, [...] whereas the BNP opposition is continuing to cooperate with Jamaat-e-Islami and the splinter group Hafezat-e-Islam, which are regarded as the main instigators of the violence; [...] whereas during and after the elections thousands of citizens belonging to vulnerable minority groups, particularly Hindus, have been violently attacked and chased from their homes, reportedly mainly by Jammat e-Islami militants, for reasons partly linked to the ICT trials, as many of the prosecution witnesses are Hindus; [...] Believes that, in the interest of Bangladesh’s future, parties having a democratic reputation need to develop a culture of mutual respect; urges the BNP to unequivocally distance itself from Jamaat-e-Islami and Hafezat-e-Islam; [...] Stresses that parties which turn to terrorist acts should be banned; [...].

মার্কিন সিভিল ওয়ারের সময় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন জানতে পারেন মেরিল্যান্ড স্টেটের একটি রেললাইন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ উপড়ে ফেলতে পারে, তিনি তখন একক সিদ্ধান্তে এবং সাময়িকভাবে রিট অব হেবিয়াস কর্পাস স্থগিত করেছিলেন। একেই বলা হয় গণতান্ত্রিক একনায়কত্ব। জনগণের জন্য গণতন্ত্র এবং জনগণের শত্রুদের বিরুদ্ধে একনায়কত্ব। আমেরিকা, ইউরোপ, জাপান যেখানে কার্যকর গণতন্ত্র আছে, সেসব দেশে কোনো রাজনৈতিক দল বিএনপি-জামাতের মতো রাষ্ট্র ও জনগণ-বিরোধী সন্ত্রাসী অপতৎপরতা চালালে তাদের পরিণতি যা হত, তাই গ্রহণ করা হোক এদের বিরুদ্ধে। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশে এই ব্যবস্থাই কার্যকর আছে।

মার্কিন সিভিল ওয়ারের সময় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একক সিদ্ধান্তে ও সাময়িকভাবে রিট অব হেবিয়াস কর্পাস স্থগিত করেছিলেন।

দেশে প্রকৃত ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সংলাপ শুরু করা প্রয়োজন। ঠিক করে ফেলতে হবে ‘কার সঙ্গে সংলাপ, কী নিয়ে সংলাপ’, সেই প্রশ্নটি। একটি গৌরবময় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ অর্জন করেছি। এই অর্জনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে জন্যই তিনি জাতির পিতা। মুক্তিযুদ্ধের অন্যতম অর্জন আমাদের সংবিধান ও চার মূলনীতিঃ গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র।
এসব মৌলিক বিষয়ে যারা একমত এবং এসব মতের বিরুদ্ধ শক্তি যেমন, জামাত ও ধর্মীয় জঙ্গি চক্রের বিরুদ্ধে অবস্থান নিতে যারা একমত হবেন, তাদের মধ্যে অর্থপূর্ণ সংলাপ শুরু হওয়া অতি জরুরি। খালেদা-তারেক-জামাতের নির্ধারক পরাজয়ের মধ্য দিয়ে বিএনপি ও অন্যান্য ডানপন্থী দলের সুস্থ, গণতান্ত্রিক ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল অংশের সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। মধ্য-ডান-বাম গণতান্ত্রিক শক্তিগুলো সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বহু প্রত্যাশিত জাতীয় ঐকমত্য অর্জনে সমর্থ হবে।
গণতন্ত্র ও প্রগতির সম্ভাবনার বাংলাদেশ এগিয়ে যাবে দ্রুতগতিতে, কিন্তু সুনিশ্চিত পদক্ষেপে।

ড. মো. আনোয়ার হোসেন: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Saturday, January 24, 2015

ধিক্কারের ভাষাও হারিয়ে যায় - সুমি খান


 

শনিবার ২৪ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭টার পর। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের ফটকে বড়ো বড়ো দুটি তালা ঝুলিয়ে দেয়া হলো। উদ্দেশ্য একটিই। দেশের রাষ্ট্রপ্রধান এবং বঙ্গবন্ধু কন্যাকে দেখিয়ে দেয়া কোন পুত্রহারা মাকে সমবেদনা জানাতে সশরীরে হাজির হতে চাওয়াও তাঁর জন্যে অপরাধ!
দেশের এমন বৈরী রাজনৈতিক পরিস্থিতি, যখন দেশের হাসপাতালগুলোর বার্ন ইউনিটে শত শত দগ্ধ মানুষ জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।তাঁদের শারীরিক যন্ত্রণা ও জীবন বাঁচানোর তীব্র আর্তনাদে হতাশ, ক্ষুব্ধ দেশের জনগণ যখন এর থেকে উত্তরণের পথ খুঁজছে- তখনই এমন বিরল একটি সুযোগ নস্যাৎ করে দিলেন বিএনপির নীতিনির্ধারকেরা।

১৫ আগষ্টে জাতির পিতা সহ পরিবারের সকলকে হারানো, ২১ আগষ্টে নিজের উপর গ্রেনেড হামলা-সব ভুলে বঙ্গবন্ধু তনয়ার আকুল মাতৃত্ব জেগে উঠেছিলো সন্তানহারা এক মায়ের পাশে গিয়ে সমবেদনা জানানোর জন্যে।তাই বিএনপি নেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র কোকোর মুত্যুতে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যান। যার মাধ্যমে দুজনের সাক্ষাত জন্ম দিতে পারতো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চরম কাঙ্খিত একটি ক্ষণের। যে ক্ষণটিতে রাজনৈতিক বৈরিতার উর্ধে প্রতিষ্ঠিত হতো মানবিক সম্পর্ক।কিন্তু না,এ বৈরিতা যারা বজিয়ে রাখতে চান-তাদের শক্তির জয় হলো।বেগম জিয়া নিজের কৃতকর্ম বা দায়িত্বশীলতা কোনটিই কখনো বিবেচনা করেন নি।তাই তাঁর নেতাসুলভ উদারতা দেখানোর অসাধারণ একটি সুযোগ সচেতনভাবে হারালেন।যথারীতি তার চুড়ান্ত অভদ্রতায় রাষ্ট্রপ্রধানের সাথে তার প্রত্যাশিত সাক্ষাতটি হলো না!

 ধিক্কারের ভাষাও হারিয়ে যায় !এমন আচরণ করলেন খালেদা-যা ভুলিয়ে দেয়,একসময়ে তিনি এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন।এর পর ও কি তিনি আশা করেন এ দেশের আপামর জনতা তাকে ভোট দেবেন?

 পুত্রশোকে কাতর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গেলে ফটক বন্ধ রাখা হয়।বারবার প্রমাণ হয়েছে মানুষকে ভালোবাসা উজাড় করে দেবার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যার মানবিক অনুভূতি বরাবরই অনেকের চেয়ে অনেক বেশি।বিএনপি নেত্রীর  প্রধান ফটকের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গাড়ি থেকে নামেন রাত ৮টা ৩৫ মিনিটে।পায়ে হেঁটে প্রধান ফটকে গিয়ে তিনি দেখতে পান তাতে বড় বড় দুটি তালা লাগানো। ফটকের সামনে কিছু সময় দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উপস্থিত হবার আগে সেখানে যান আওয়ামী লীগের দুই প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। ফটকে তালা দেখে প্রধান ফটক খুলে দেয়ার জন্য ভেতরে থাকা নেতাদের অনুরোধ জানান তাঁরা।তালা খুলে দেয়া হলো না। বিএনপির কোন সিনিয়র নেতা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সাথে সৌজন্য দেখাতেও বেরিয়ে এলেন না।এর পর খোদ প্রধানমন্ত্রী হাজির হলেন, তবু তারা কেউ বেরিয়ে এসে সামান্য সৌজন্যতা ও দেখান নি। বরং দলীয় কার্যালয়ের ভেতর থেকে জানানো হয়- পুত্রশোকে কাতর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে তিনি কারও সঙ্গে দেখা করতে পারবেন না। প্রায় সাত মিনিট প্রধান ফটকের সামনে খোলা আকাশের নিচে অপেক্ষা করেও সাক্ষাত না পেয়ে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বিএনপির গুলশানের কার্যালয় থেকে গণভবনে ফেরত আসতে বাধ্য হন।প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর ইসলামী ঐক্যজোট এবং জামায়াত নেতারা গেছেন-তাদের জন্যে ফটকের তালা খুলে দেয়া হলো।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে,কোকোর মৃত্যুর খবর প্রচারিত হবার পর শনিবার দুপুর থেকেই খালেদা জিয়াকে সান্তনা দিতে বিএনপিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁর কার্যালয়ে যান। তাঁদের মধ্যে অনেকের সাথেই কথা বলেছেন খালেদা জিয়া।তবে বিকেলে যখন জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে গুলশানের কার্যালয়ে আসবেন,এর পরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায়।বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, খালেদা তারেকের আইনজীবি মাসুদ তালুকদার সহ অন্য নেতারা বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে কথাও বলেন। খালেদা সিদ্ধান্ত দেন তিনি দেখা তো করবেন ই না , ফটকে বড়ো বড়ো দুটি তালা ঝুলিয়ে দেবেন।চমৎকার সিদ্ধান্ত। দেখা না করার অনেক উপায় আছে। যিনি সংবাদ সম্মেলন আহ্বান করে সাংবাদিকদের ডেকে তাঁর প্রয়োজনীয় কথাটুকু বলেই উঠে চলে যান-তিনি কারো সাথে সৌজন্য দেখাবেন সেটা অনেকটা অবাস্তব। তবে বাস্তবতা হলো,তিনি মানুষকে অপমান করার চুড়ান্ত মাত্রাটি খুব ভালোভাবে দেখাতে চান অন্যদের।তাঁকে নতুন করে জন্ম দেয়া তাঁর ধর্মপিতা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার কালো দিন ১৫ আগস্টে ঘটা করে কেক কেটে জন্মদিন পালন করে ঘাতকদের ষড়যন্ত্রে নিহত পিতাকে প্রতি ক্ষণে চুড়ান্ত অপমান করেন যিনি, তাঁর কাছে সৌজন্যতা আশা করা যে কতো বড়ো ভুল- তা আবারো প্রমাণ হলো।আর অপমানের লক্ষ্য যদি হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাহলে অপমানের সর্বনিম্ন স্তরে নামতেও সদা প্রস্তুত খালেদা জিয়া-সেটাই চাক্ষুস করলো জনগণ।

শনিবার সন্ধ্যা ৭টার পর পরই খালেদা জিয়া দলীয় কার্যালয়ের যে রুমে অবস্থান করছিলেন,সেটার দরজা বন্ধ করে দেয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রীর গুলশানের কার্যালয়ে আসার আগেই বিএনপি হাইকমান্ডের নির্দেশে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা প্রধান ফটকে দুটি বড় বড় তালা ঝুলিয়ে দেয়।

দীর্ঘসময় ধরে সেখানে উপস্থিত সাংবাদিকেরা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিএনপির কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন,তখনও ওই কার্যালয়ের ভেতরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণভবন সূত্র জানায়, সাক্ষাত না পেয়ে গুলশান থেকে সরাসরি নিজের সরকারী বাসভবন গণভবনে ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ফিরেই তাঁর সঙ্গে থাকা নেতাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকও করেন তিনি। জানা গেছে, পূর্ব থেকে জানানো সত্ত্বেও ফটকে তালা ঝুলিয়ে ফিরিয়ে দেয়ায় বিস্মিত, বেদনাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উপস্থিত রাজনৈতিক নেতাদের বলেন, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে কে বেশি অনুভব করে?আমি একরাতে বাবা-মা, ভাইসহ সবাইকে হারিয়েছি। আমি তো একজন মা হিসেবে আরেক পুত্রহারা মাকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। সেটাও করতে দেয়া হলো না!এরপর আর কারো সাথে কোন কথা বলেননি প্রধানমন্ত্রী।

২০০৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর তাঁদের ধানমন্ডির বাসভবন সুধাসদনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানান এবং দুই নেত্রীর মধ্যে কিছুক্ষণ কথাও হয়েছিলো।গত পাঁচ বছরে বিভিন্ন অনুষ্ঠানে দুই নেত্রী একসাথে উপস্থিত থাকলেও তাঁরা কথা বলেননি।সর্বশেষ ২০১৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর শোক জানাতে বঙ্গভবনে গিয়েছিলেন দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া।সেদিন ও খালেদা হাসিনার মধ্যে কথা হয়নি।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মালিকানাধীন টিভি চ্যানেল বাংলাভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ আরেকটি বেসরকারী চ্যানেলের টক শো তে এ ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে দেখা করতে না পেরে ফিরে আসার পর ইসলামী ঐক্যজোট, জামায়াত নেতারা দেখা করেন বেগম জিয়ার সাথে ।বেগম খালেদা জিয়া কাদের পরামর্শ নিচ্ছেন, যারা দেশের কোটি কোটি মানুষের অধীর আগ্রহে অপেক্ষমান একটি মুহূর্ত কে এভাবে নষ্ট করে দিলেন? তিনি প্রশ্ন করেন, কী এমন ক্ষতি হতো-যদি দুজনের সাক্ষাত হতো? বরং এ সাক্ষাত হয়তো দেশের চলমান সংকট নিরসন ঘটাতে পারতো।

অনেকে ভুলে গেছেন ২৬ অক্টোবর ২০১৩ সন্ধ্যে সোয়া ছয়টার দিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে টেলিফোন করে ৪০ মিনিট নিস্ফল আলাপ করেন।দেশের তৎকালীন রাজনৈতিক সংকটের চরম পরিস্থিতি সমাধানে সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপে মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের প্রস্তাব দিতে গিয়ে প্রচন্ড অপমানিত হয়েছিলেন।সেসময়ে বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট নিয়ে টানটান উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেত্রী খালেদা জিয়াকে টেলিফোন করে গণভবনে নৈশভোজের দাওয়াত দেন।হরতাল প্রত্যাহারে প্রধানমন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করে সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তৎকালীন বিরোধীদল নেতা খালেদা জিয়া।খালেদার বেঁধে দেওয়া দুদিনের সময়সীমার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়ে হরতাল কর্মসূচী প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা।কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে হরতাল, জ্বালাও পোড়াও কর্মসূচী অব্যাহত রেখেছিলেন ।সেই টেলি সংলাপ প্রকাশ হবার পর দুজনের রুচি এবং মানবিক অবস্থানের চরম বৈপরীত্য উন্মোচিত হয়ে যায় জনগণের কাছে।কতোটা অভদ্র জনোচিত ছিল সেই টেলি সংলাপ সেটা ফিরে দেখলেই হয়।খালেদা।একই ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চরম অপমান করে পরবর্তীতে যে কোন সময়ে আলোচনা র নাটকীয় বক্তব্য দিলেন এবারেও।
রাত আটটার দিকে গুলশানের কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শিমুল বিশ্বাস হঠাৎ করেই সাংবাদিকদের ডেকে নিয়ে বলেন,পুত্র হারানোর শোকে কাতর খালেদা জিয়াকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।তিনি (খালেদা জিয়া) সুস্থ হলে তাঁর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়টি জানানো হবে।তবে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চলমান অবরোধ-হরতাল কর্মসূচী অব্যাহত থাকবে।  

প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনি,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি,প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলসহ অন্যান্য নেতারা ছিলেন। কিন্তু প্রধান ফটকে প্রায় সাত মিনিট অপেক্ষা করার পরও সাক্ষাত না পেয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আসতে হয়। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার কিছু সময় পর গুলশানের কার্যালয় থেকে একে একে বেরিয়ে যান ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলটির সিনিয়র নেতারা।এটা উপ।এই সিনিয়র নেতারা কি উদ্যোগ নেন নি? নাকি তারাও চান না দুই নেত্রীর দেখা হোক?

রাত সাড়ে নয়টার দিকে আবার প্রেস ব্রিফিং করে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন শোকের ঘটনা নিয়ে কেউ যাতে নোংরা রাজনীতি না করেন,সে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শোকবই নিয়ে আসতে না আসতেই তিনি (প্রধানমন্ত্রী) চলে গেলেন। প্রধানমন্ত্রী এক মিনিটের মধ্যেই গেট থেকে ফিরে গেছেন। কেউ তাঁর (খালেদা জিয়া) পুত্রশোক নিয়ে কুৎসিত রাজনীতি করুক, আমরা তা পছন্দ করি না। দেশের রাজনীতিতে শালীনতা ও সৌজন্যতা সবাইকে রক্ষা করতে হবে। এ নিয়ে রাজনীতি করে কেউ যেন চলমান সমস্যার সমাধানের পথে কোন বাধার সৃষ্টি না করে। শিমূল বিশ্বাস জানেন গোয়েবলসীয় মিথ্যাচারে এদেশে বেশ ভালোই রাজনীতি করা যায়। শোকবই এনেছেন, দেখাচ্ছেন টিভি ক্যামেরাকে-তাতে একটি স্বাক্ষর ও নেই। হঠাৎ একটা খাতা এনে লিখে দিলেন শোক বই-তাতেই হয়ে গেলো? প্রধানমন্ত্রীর স্বাক্ষরের জন্যে শোক বই যদি রাখবেন , আগে থেকে একটি টেবিল চেয়ার তো থাকতো অন্তত। ফটকে তালা লাগিয়ে শোক বই নিয়ে দৌড়ে গেলেন শিমুল বিশ্বাস-এ কেমন সৌজন্যতা?

ডা. দীপুমণি উপস্থিত সাংবাদিকদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নেত্রী,একটি দলের সভানেত্রী, সর্বোপরি একজন মা হিসেবে পুত্রহারা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। একজন সন্তানহারা মা অসুস্থ হতেই পারেন, তাঁকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হতেই পারে। কিন্তু একজন প্রধানমন্ত্রী সেখানে যাবেন, সেটা বিকেল থেকেই জানানো হয়েছে বিএনপি নেতাদের। প্রধানমন্ত্রী গেলেন এবং ছয় মিনিট বন্ধ ফটকের সামনে অপেক্ষা করলেন।প্রধানমন্ত্রী গুলশানের কার্যালয়ে উপস্থিত হওয়ার মাত্র ৫-১০ মিনিট আগে প্রধান ফটকে তালা দেয়া হলো কেন?  বিয়োগান্তক ঘটনা যে কোন পরিবারে ঘটতে পারে। সমবেদনা জানাতে আসা একজন সাধারণ নাগরিকের সঙ্গে যে সৌজন্য দেখানো হয়, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই ন্যূনতম সৌজন্য দেখাতেও বিএনপি নেতারা ব্যর্থ হয়েছেন।এ ঘটনার কোন মন্তব্য বা ব্যাখ্যা প্রদানের ভাষা আমার জানা নেই।

এছাড়া বিগত কয়েক বছরে একাধিকবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে গেলেও কথা বলেননি তাঁরা। ৯৭ সালে সদ্য প্রয়াত খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর বিয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আজকের মতোই ২০১৩ সালের ২৬ অক্টোবর ক্লান্তিকালে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সংলাপের জন্য খালেদা জিয়াকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ফোনালাপ হলেও বরফ গলেনি, বরং সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্বাচন বানচালে আন্দোলনের নামে সহিংসতা-ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছিল বিএনপি-জামায়াত জোট। এরপরে দুনেত্রীর মধ্যে আর কোন সাক্ষাত কিংবা কথা হয়নি।

 এরমধ্যে গড়িয়ে গেছে অনেক জল। বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীর নেতৃত্বাধীন দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। গত ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে বিরোধী দলের নেতার পদটিও হারিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। নির্বাচন বয়কটের আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোটের ভয়াল সহিংসতায় প্রায় পাঁচ শতাধিক মানুষকে জীবন দিতে হয়েছে, মানুষকে পুড়িয়ে মারার মহোৎসব প্রত্যক্ষ করেছে দেশের মানুষ।

 ঠিক এক বছর বাদে গত ৫ জানুয়ারি থেকে অবরোধ-হরতালের নামে একই কায়দায় মানুষ হত্যায় নেমেছে বিএনপি-জামায়াত জোট। গত ৬ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ১৯ দিনে বিএনপি-জামায়াত জোটের নাশকতায় প্রায় ৩৫ জনের মৃত্যু ঘটেছে। পেট্রোলবোমা ও অগ্নিসংযোগে শিশু-কিশোর-বৃদ্ধ-বৃদ্ধা, দিনমজুর, ট্রাকচালকসহ নানা শ্রেণী-পেশার মানুষ দগ্ধ হয়ে মারা গেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার কঠোর অভিযান চালাচ্ছে। জাতীয় সংসদসহ সর্বত্র বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে গ্রেফতারের প্রচ- দাবি উঠেছে। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে পুত্র হারানোর শোকের সান্ত্বনা দিতে খালেদা জিয়ার বাড়িতে যান। একই সঙ্গে দেশকে জ্বালাও পোড়াও থেকে রক্ষা করতে খালেদা জিয়াকে এই মুহূর্তে  হরতাল-অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। শনিবার বিকালে উপজেলার ঘোনার চালা উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, তারেক রহমান বিদেশের মাটিতে বসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সাধারণ মানুষের মনে কষ্ট দেয়ায় হরতাল-অবরোধে মানুষ সাড়া দিচ্ছে না। তিনি তারেক রহমানকে এ সব কথা না বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

অন্য কাউকে দোষ দেবার আগে সেই টেলিসংলাপ থেকে ফটকে তালা ঝুলানো পর্যন্ত আচরণ জনগণের  বিবেচনা করে ভাবতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে ন্যুনতম বিবেচনা বোধ ধারণ করেন কিনা। ২০১৩ টেলি সংলাপ এবং  সর্বশেষ শেখ হাসিনার সমবেদনা প্রত্যাখ্যানের জন্যে ফটকে তালা ঝুলানোর ঘটনার ধারাবাহিকতা প্রমাণ করে বেগম খালেদা তাঁর ব্যক্তিস্বার্থ প্রশ্নে একেবারে আপোষহীন।যিনি নিজেই সামান্যতম ভদ্রতা দেখানো অপ্রয়োজনীয় মনে করেন- তাঁর কাছে দেশের প্রতি দায়িত্মশীলতা আশা করা বাতুলতা মাত্র।### ২৫ জানুয়ারী ২০১৫

Sumikhan29bdj@gmail.com

 

Saturday, January 17, 2015

'আহা হতে পারতাম যদি তোমার মত মালাউন' - জ.শ. তিমির

'মানুষ হিসেবে তোমার সীমানায় পৌঁছাব এমন স্পর্ধা কখনও করিনি পোষন,
গৌরী শৃঙ্গের পানে বিস্ময়াহত চেয়ে থাকি ।তোমার স্মৃতি
চিরকাল বহন করে সঞ্জীবনী গুণ,
 আহা হতে পারতাম যদি তোমার মত মালাউন ।'
শওকত ওসমান

পিতা অপূর্বরত্ন দাশগুপ্ত খ্যাতনামা খেলোয়াড় ছিলেন। মা ইন্দুপ্রভা দাশগুপ্ত , আর মামা ছিলেন কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশ । আদি বাড়ি বিক্রমপুরের গাউপাড়া গ্রামে।  সাহিত্য, সাংবাদিকতা, সংগঠন, ও রাজনীতি, যেখানেই বিচরণ করেছেন ঋষিত্বের স্বাক্ষর একেছেন । নীতি, আদর্শের প্রতি দৃঢ়চেতা এই মানুষ দেশ, মানুষ ও সমাজের প্রতি সঁপে দিয়েছিলেন তার মৃত্যুহীন প্রাণ।অসাম্প্রদায়িক,  শোষণমুক্ত, বৈষম্যহীন, প্রগতিশীল  সমাজ  এবং নতুন প্রজন্ম গড়ার প্রত্যয়ে ছুটে বেড়িয়েছেন অবিরাম। গত ১৫ ই জানুয়ারী ছিল ঋষিতুল্য এই ব্যক্তি রনেশ দাশগুপ্তর জন্মতিথি। 
অগ্নিযুগ - ব্রিটিশবিরোধী সংগ্রামীদের  সম্পর্কে রনেশ দাশগুপ্ত তার ‘আইরিশ, বাংলা, সিয়ান ও ক্যাসি’ নিবন্ধে লিখেছেন, ‘(আইরিশ) স্বাধীনতা সংগ্রামের সৈনিক টেরেন্স ম্যাকসুইনি কারাগারে রাজনৈতিক মর্যাদা আর দেশের মুক্তির দাবিতে পঁচাত্তর দিন অনশন করে প্রাণ দিয়েছিলেন। ইংরেজ রাজত্ব উচ্ছেদের প্রচেষ্টায় লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বাংলার যতীন দাস একই ধরনের দাবিতে কারাগারে চৌষট্টি দিন অনশন করে যখন প্রাণ দিলেন, তখন বাংলার যৌবনের মর্মভূমিতে যতীন দাস ম্যাকসুইনি যমজ ভাইয়ের মতো আসীন হয়েছিলেন।
১৯৪০ সালে “প্রগতি লেখক-শিল্পী সঙ্ঘ” যাদের প্রচেষ্ঠাতে গড়ে ওঠে তাদের মধ্যে  একজন  রনেশ দাশগুপ্ত আর আরেকজন শহীদ সোমেন চন্দ । ১৯৪৭ সালে ৪৭ এর দাঙ্গা প্রতিরোধে, সাম্প্রদায়িক দাঙ্গার সেই মহামারীর তান্ডবের বিরুদ্ধে সারা বাংলা রুখিয়া দাড়াও' এর  ঐতিহাসিক প্লাটফর্মে তার  সক্রিয় অংশগ্রহণ ইতিহাসে মুদ্রিত ।
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষাকে উর্দু ও ইংরেজির সাথে গণপরিষদের ভাষা হিসেবে অন্তর্ভূক্তির প্রস্তাব প্রত্যাখ্যাত হলে বিক্ষুব্ধ ছাত্রবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের ডাকে ২৬ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করে । ১৯৪৮ সালের ২ মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হওয়ার পর ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, মুহম্মদ তোয়াহ, আবুল কাশেম, রনেশ দাশগুপ্ত, অজিত গুপ্ত প্রমুখ নেতাদের উদ্যোগে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পালিত সর্বাত্মক সাধারণ ধর্মঘট ডাকা হয়  ১৯৪৮ সালের সাধারণ ধর্মঘট ছিল ভাষা আন্দেলনের ইতিহাসে তথা পাকিস্তান প্রতিষ্ঠার পর এদেশে প্রথম সফল হরতাল। এই হরতালে নেতৃত্বদান কালে বঙ্গবন্ধু পুলিশি নির্যাতনের শিকার হয়ে গ্রেফতার হন।
 
রনেশ দাশগুপ্ত জেলে নাট্যকার মুনীর চৌধুরীকে ‘কবর’ নাটক লিখতে উদ্বুদ্ধ করেছিলেন। ‘কবর’ নাটকটি তাদের চেষ্টায় কারাগারে মঞ্চস্থ হতে পেরেছিল। স্বাধীনতার মূল প্রেরণা শক্তি যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনের চেতনায় দীপ্ত হয়ে ১৯৫২ সালের ২ মে দৈনিক সংবাদ-এর পাতায় আত্মপ্রকাশ করে খেলাঘর | প্রগতিশীল সাহিত্য চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে সুন্দর আগামী বিনির্মাণের লক্ষ্যে সেদিন কবি হাবীবুর রহমান, শহীদুল্লাহ কায়সার, রনেশ দাশগুপ্ত, সত্যেন সেন, জহির রায়হানসহ আরো অনেক প্রগতিশীল বরেণ্য ব্যক্তিবর্গ মিলে জন্ম দিয়েছিলেন খেলাঘর| তিনি উদীচী শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম| 
গোটা পাকিস্তানি আমলে তিনি বহুবার কারাবাস করেছেন। কারামুক্তির পর ১৯৫৫ সালে তিনি ‘সংবাদ’ পত্রিকায় সাংবাদিকতার চাকরি গ্রহণ করেন। এ পত্রিকাকে ব্যাপক অর্থে প্রগতির মুখপত্র করে তুলতে তার অবদান ছিল বিরাট।সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা করেছেন।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান যেসব বুদ্ধিজীবী নিয়মিত অনুষ্ঠান সিরিজে অংশ নিয়েছেন তাদের মধ্যে ছিলেন জামিল শারাফি ছদ্দনামে- সাংবাদিক রণেশ দাশগুপ্ত (দৃষ্টিপাত এ)|
ইতিবাচক এই আজন্ম যোদ্ধা রনেশ দাশগুপ্ত শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের স্কেচ দেখে বলেছেন কখনো মনে হয়নি মানুষ মরে যাচ্ছে শুধু,  বরং মনে হতো মানুষ বেঁচে উঠতে চাইছে।’


Monday, January 5, 2015

একজন সৎ এবং মেধাবী রাজনীতিক কমরেড সুধন দাসের জন্মদিনে কুর্নিশ জানাই-সুমি খান

 
  আমাদের লাল সবুজ পতাকা আর এই সবুজ ঘাসের মাটির পরিচয় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত-তেমন একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রতিবেশী দেশের বিধায়ক সৎ এবং মেধাবী রাজনীতিক কমরেড সুধন দাস। আজ তাঁর জন্মদিনে অন্তরের অন্ত:স্থল থেকে বিনম্র শ্রদ্ধা!!



মেলাঘর,চোট্টাখোলা,রাজনগর,পালাটানা,বিশ্রামগঞ্জ, বিলোনিয়া...এসব এলাকার এমন কোনো গ্রাম নেই, যেখানে বাংলাদেশের শরণার্থীদের পরম আত্মীয়ের মতো স্বাগত জানানো হয়নি।একাত্তরে বাংলাদেশের  মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং গেরিলা অভিযান পরিচালনার জন্যও গড়ে উঠেছিল অনেক ক্যাম্প। নতুন প্রজন্মের কাছে সেসব গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার জন্যে উদ্যোগী হয়েছেন সিপিএম নেতা এবং এলাকার জনপ্রিয়তম জনপ্রতিনিধি কমরেড  সুধন দাস।ইতিহাস সাক্ষী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান অবিস্মরণীয়।একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৪৩ বছর অতিক্রান্ত হলেও ত্রিপুরার মানুষের কাছে সেসব দিনের স্মৃতি এখনও অম্লান। ত্রিপুরা রাজ্যের কোন কোন এলাকার নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
 ১৬ ডিসেম্বর,২০১৩ চোট্টাখোলায় বিধায়ক কমরেড সুধন দাস এবং বন্ধুকবি প্রীতি আচার্য্যের সাথে আমি
 
 মেলাঘর,চোট্টাখোলা,রাজনগর,পালাটানা,বিশ্রামগঞ্জ, বিলোনিয়া...এসব এলাকার এমন কোনো গ্রাম নেই, যেখানে বাংলাদেশের শরণার্থীদের পরম আত্মীয়ের মতো স্বাগত জানানো হয়নি।একাত্তরে বাংলাদেশের  মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং গেরিলা অভিযান পরিচালনার জন্যও গড়ে উঠেছিল অনেক ক্যাম্প। নতুন প্রজন্মের কাছে সেসব গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার জন্যে উদ্যোগী হয়েছেন সিপিএম নেতা এবং এলাকার জনপ্রিয়তম জনপ্রতিনিধি কমরেড সুধন দাস।

একাত্তরে কমরেড সুধন দাসের বাবা পরিবারের সকলকে নিয়ে তাদের গোয়ালঘর এবং রান্নাঘরে আশ্রয় নিয়ে বাংলাদেশের কয়েকটি মুসলিম পরিবারকে তাঁদের থাকার ঘর ছেড়ে দিয়েছিলেন। সেই মুসলিম পরিবারটি ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও এখনো একাত্তরের আত্মীয়তা বুকে ধারণ করছেন। আর তাই বর্তমানে ত্রিপুরার অন্যতম  সফল বিধায়ক সুধন দাস এবং তাঁর পরিবারের প্রত্যেককে  ঢাকায় আমন্ত্রন করেন তাঁদের পরিবারের মানুষ মনে করে।পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রনে সুধন দাস সপরিবারে উপস্থিত হতে না পারলে বাংলাদেশী  মুসলিম আত্মীয় ভীষণ অভিমান করেন। এ যেন সম্প্রীতির বন্ধনের চিরকালীন দৃষ্টান্ত, যা অনেকটা হারিয়ে গেছে।
বিধায়ক সুধন দাসের  মা, স্ত্রী এবং  ছোট্ট দুই মেধাবী কন্যা ভীষণ সমাজ সচেতন এবং জনদরদী।আমার দুর্ভাগ্য, তাঁর মায়ের সাথে দেখা করে তাঁর আশীর্বাদ নিতে পারিনি। তবে শ্রদ্ধেয় বৌদী এবং দুই সুকন্যার সাথে কাটানো মহার্ঘ সময়গুলো অমলিন হয়ে আছে আমার স্মৃতিতে। অবসর হচ্ছে না সেসব নিয়ে বিস্তারিত লিখতে। আজ সুধন'দার জন্মদিনের শুভক্ষণে সামান্য  কিছু স্মৃতিচারণ করলাম।পরবর্তীতে বিস্তারিত লিখবার প্রত্যয় মনে গেঁথে রাখলাম।
চোট্টাখোলা মুক্তিযুদ্ধ পার্ক এমনই অসাধারণ উদ্যোগ।এখানে আহত মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য করা হয়েছে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, লালবাগ কেল্লা সহ নানান দর্শনীয় স্থানের নিদর্শনের রেপ্লিকার পাশাপাশি ভারতের দর্শনীয় স্থানের রেপ্লিকা তৈরি করা হয়েছে। প্রতি বছরের মতো ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এই পার্কে উৎসবের আয়োজন করা হয়েছিল। একাত্তরে ২ নম্বর সেক্টরের অধিনায়ক খালেদ মোশাররফের কন্যা, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মাহজাবিন খালেদ এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি স্মৃতিসৌধও নির্মিত হচ্ছে।
একাত্তরে ত্রিপুরায় লোকসংখ্যার চেয়ে বেশি ছিল বাংলাদেশের শরণার্থীএমন কোনো গ্রাম নেই, যেখানে বাংলাদেশের শরণার্থীদের পরম আত্মীয়ের মতো স্বাগত জানানো হয়নি। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং গেরিলা অভিযান পরিচালনার জন্যেও গড়ে উঠেছিল অনেক ক্যাম্প। ত্রিপুরার নতুন প্রজন্মের কাছে এগুলো তুলে ধরার জন্য অনেক আয়োজন রয়েছে। চোট্টাখোলা মুক্তিযুদ্ধ পার্ক হচ্ছে এমনই একটি উদ্যোগ। করেন।সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।একটি স্মৃতিসৌধও নির্মিত হচ্ছে।২০১৩ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সেখানে উৎসবের আয়োজন করা হয়েছিল। আমি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। জাতীয় পতাকা উত্তোলন করা হলো বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে। একাত্তরে জন্ম না নিয়েও যেন একাত্তরের সেই রক্তঝরা যুদ্ধের দিনগুলো দেখতে পাচ্ছিলাম...... দু'চোখ ভরে উঠলো জলে! সে কী অসাধারণ অনুভূতি তা কখনো ভুলবার নয়;বলে বোঝানোর মতোও নয়।মনে মনে ভাবলাম, যুগে যুগে কালে কালে এই মানুষগুলোর কাছে আমরা ঋণী হয়েই রইলাম। 
সেই ধারাবাহিকতায় ২০১৪ সালের ১৬ ডিসেম্বর একাত্তরে ২ নম্বর সেক্টরের অধিনায়ক খালেদ মোশাররফের কন্যা, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মাহজাবিন খালেদ এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ  আগামী ২১ ফেব্রুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এই মুক্তিযুদ্ধ পার্কের উদ্বোধন করবেন।এই পুরো কাজে রাজনগর এলাকার পরপর চারবারের নির্বাচিত বিধায়ক সুধন দাস প্রধান ভূমিকা পালন করছেন। বাবরী মসজিদ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে সুধন দাস রাজনগরে শতবছরের প্রাচীন মসজিদ পুনরুদ্ধার করে প্রতিবছর সেখানে অসাম্প্রদায়িক অনুষ্ঠান উদযাপন করেন।হরতালের মধ্যে আমাকে আমন্ত্রন জানানো তে অনেক সতর্কতার মধ্যে বিলোনিয়া সীমান্ত পার করালেন কমরেড সুধন দাস।সীমান্ত থেকে আমাকে বরণ করে নিজের বাড়িতে রেখেছিলেন কবি সমরজিৎ সিনহা এবং তাঁর  গুণী স্ত্রী প্রীতি আচার্য্য!
দেশে ফিরবার সময়ে অনেক মিষ্টি কিনে দিলেন কমরেড সুধন দাস। তাতেই শেষ নয়, অবাক বিস্ময়ে দেখলাম সীমান্ত পেরিয়ে বিএস এফ এবংবিজিবি সদস্যদের  ও বিধায়ক মহোদয় নিজের হাতে মিষ্টি বিলালেন! এঁরাই কমরেড! এঁরাই গণমানুষের নেতা!দিনে বাংলাদেশের  পবিত্র মাটি থেকে অতি সাধারণ এক নাগরিক আমি  বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।