Saturday, August 16, 2014

ছড়াকার-সাংবাদিক ওবায়দুল গনি চন্দন আর নেই

ওবায়দুল গনি চন্দন.--যেখানেই অবস্থান করতেন হতেন সবার মধ্যমনি। এই ক্ষণজন্মা গান গাইতেন বেশ। একটি গানে তিনি বলেছেন- কত দুর তুমি যাবে প্রিয়া/তত দুর যাবো আমি/তোমার পথের বাকের শেষে/পাখিদের কানাকানি হবে
জানি পাখিদের কানাকানি।-তবে তিনি আর গেলেন না হাজার প্রিয়ার অবস্থানের লক্ষ্যে। অলক্ষ‌্যে নিজেই চলে গেলেন, না ফেরার জন্য। বলেছিলেন, যেখানে পাখিদের কানাকানি হবে, যাবেন সেখানে। কিন্তু আজ এমন জায়গায় কেন গেলেন?আপনার বিরহে আজ পাখিরা কানাকানি করছে না, এই বিচ্ছেদে তারা আর্তনাদ করছে!
ছয় বান্ধবী- ---ওবায়দুল গনি চন্দন.
সুলেখা আমার সবচেয়ে প্রিয়
ভালোবাসি খুব তাকে,
তাইতো দেখি সে অনেক ব্যাপারে
সঙ্গী হয়েই থাকে।

সুশ্রীকে লাগে মোটামুটি ভালো
মেঘনাকে নয় মন্দ,
সুতন্বীর মুখ দেখা ইদানীং
করেই দিয়েছি বন্ধ!

সাবরীনা খুব পপুলার নয়
মাঝে মাঝে দেখা হয়,
চন্দ্রাবতীও নজর কেড়েছে
মনকে করেছে জয়!

বান্ধবী এরা? ধূর বোকা!

নাম
কম্প্যুটারের ফন্টের,
বুদ্ধিমানের দ্বিতীয় লাইনে
পেয়েছে হয়তো মন টের!


About Only child Obaidul Gani Chandan Wrote on July 23
Nipa Nipobithi asked -tui ki bachha churi korsis? cheledhora lagtese
July 23 at 11:04pm
ওবায়দুল গনি চন্দন - Hahaha.sobai age tai bolchhe.tar mane tor dristio besh prokhor.eita amar dustu ekta misti bachcha.ei bachchata amarei churi korchhe. July 24 at 12:54am ·

No comments:

Post a Comment