Sunday, June 11, 2017

বিন্দুবাসিনীর ডায়েরী-২

 নিশি পার করে ভোর হলো.... ভোরের বৃষ্টি, খুব বৃষ্টি  খুব ভালোবাসতাম আমরা , মনে পড়ছে প্রাণ আমার?!
তুমি এতো এতো ভালোবেসেছিলে- কিন্তু কেন?
তোমার ভালোবাসায় কোন খাদ ছিল না- নিখাদ নিপাট ভালোবাসা তোমার আমার ....
ঝড়ের মতো এলো-ঝড়ের মতোই হারিয়ে গেলো ...
পরান আমার বধূর বেশে চলে না;চিরস্বয়ম্বরা ও না।
বুঝলে না কখনো
হয়তো হারানোর ভয়ে , হয়তো না.....
বিন্দুকে ভালোবাসতে নেই যে.....
সুধাময়ীর  সাথে বিন্দুর এক অমোঘ টান ছিল, তাই সুধাময়ীর বিয়ের পরে ও চিঠি পত্রের লেনদেন ছিল।

কোথাও কেউ নেই বিন্দুর -
জেনে গেছে রক্তবিন্দু দিয়ে
এ তুমি কেমন তুমি -
কাঁদতে গেলেই সামনে আসো
জল মুছিয়ে
চোখের কোণায়
আকাশ ভেঙ্গে   বৃষ্টি নামায়- যে প্রাণ আমার
সেই প্রাণেতেই জেগে আছি নিত্য প্রহর।

মালা গাঁথার প্রহর মনে রয়ে যায়-
যেমন রয়ে যায় মালার প্রতিটি ফুলের পাপড়ি গুলো  ছিঁড়ে যাবার প্রহর ...
রবিবাসরিয় প্রতীক্ষার কাল দুঃসহ যন্ত্রনায় পার করতে হয় কেন বারবার ?
সকাল ৮টা , ১২ জুন, ২০১৭


No comments:

Post a Comment