Monday, August 17, 2015

শৃঙ্খলিত ইতিহাসের অট্টহাস -সুমি খান


নতুন আগষ্ট আসে!
 শৃঙ্খলিত ইতিহাস
অট্টহাসে!

একাত্তরের রক্তাক্ত ছুরি
মসনদ ঘিরে লুকোচুরি-
সে কোন্ মরীচিকায় বাড়ানো হাত !
টেনে নিলো কারাঘাত!

পিতা-কন্যার রক্তাক্ত সংগ্রামের ফসল
 ঘরে তোলে খন্দকারের দল -
হা!হতোস্মি !
ব্যাভিচারী অপশক্তি-
বিশ্বজয়ী বীর বাংলা
উন্নত শির তব
অধোনত ..পদাবনত....

দরোজায় কড়া নাড়ে আবারো   পঁচাত্তর
নিকষ কালো হাতের সারি.....
লাল সবুজ পতাকা খামচে ধরা
সেই পুরনো শকুন
 হায়েনার সাথে
ত্রস্ত উন্মত্ত
হার্মাদ !

কাতরে বেড়ানো সুখের মরীচিকার ফাঁদে
শৃঙ্খলিত তুমি আমি -
 শ্রাবণের অশ্রুধার
তুমি আমি একাকার-

রসুনের কোষ ঘিরে
হায়েনার উন্মত্ত উল্লাস
অপশক্তির পরাজয়ের আগষ্ট মাস-
 মীরজাফরের রক্তমাখা হাত
ধূলায় লুটিয়ে দেয়-
 লাল-সবুজের জয়নিশান
বিশ্বসভাজয়ী বাংলার বীরোচিত সম্মান- 
কন্টকশয্যা মোর
এ যে কারাগার ঘোর!

শৃঙ্খল ভেঙ্গে উন্মোচিত হোক-
খল নায়কের মুখোশধারী মুখ
মিথ্যাচারী ধ্বজাধারী
জগৎ বলে -'মিথ্যেবাদী , ধিক্ শতবার'-
আমরা আছি লাখো কোটি শহীদ পরিবার !

তাই তো জাগে স্বপ্নের অনন্ত প্রহর -
'জাগো বাহে..........কুন্ঠে সবাই .....'
পিতা তুমি আছো জানি -
মিছে তো নয়-
এখনো তোমারি বরাভয়ে-
তোমারি কন্যার জয়ে -
ফাঁসির দড়িতে ঝুলে ঘাতক শিরোমণিকূল-
আর তাই এখনো বিশ্বাস করি বিলকুল -
দিগ্বিজয়ী  নুরুলদিন হেঁকে যায়-
সত্যবচন হবে না কখনো নির্বাসন!!


সুমি খান ,সকাল ৯টা.১০, মঙ্গলবার ,১৮ আগষ্ট ,২০১৫

No comments:

Post a Comment