Friday, February 14, 2014

নিজের আগুনে জ্বলতে শিখেছে মন্দাক্রান্তা- সুমি খান

০১
নীল যমুনার
জলের ঢেউয়ে
 দু'কূল এমন নিঃস্ব হলো!
০২
'ভালোবাসি' 'ভালোবাসি'
 যমুনার কূলে ভাঙ্গন -বানভাসি
 শুভংকরেরা জানে শুধু ভাসাতে দু'কূল
যাপিত সুখের কূল - শ্রমণে ব্যাকুল!!

০৩
  ভাসান দিতে যেতেই এমন
   করুণা হলো!!

০৪
 যে  কাঁদনে হিয়া আমারে কাঁদায়,
  সেই কাঁদনের জোয়ার ভাটা-
 তোমারে হাসায়-
যেদিন জেনেছি-
নষ্ট মেয়ের কাব্য সেদিন
নতুন করে রচনা করেছি-
ভাববাচ্যের ভাষায় আবার বলতে শিখেছি!!
০৫
মন্দাক্রান্তা দীপাবলী রাতে -
প্রদীপ ভাসায় সজল ছায়ায়-
অবদমনের অতৃপ্ততায়
তাড়িয়ে বেড়ায়-বিষন্নতায়!!

০৬
নিজের আগুনে জ্বলতে শিখেছে মন্দাক্রান্তা-
তপ্ত দুপুরে নিরুত্তাপে
তাপহীন সুখ অন্ধ জঠরে
কুরে কুরে খায় অষ্টপ্রহর-

০৭
সাগরের কূলে
 ফানুসের হাতে সঁপে দেয়া
 যতো আরব বাতাস!!
বসন্তের এই উতল  দুপুর
 ফাগুন হাওয়ায় উড়িয়ে দিলো
 ঝোড়োমেঘের মাতাল বাতাস এলোমেলো-
এলোমেলো-
(কবি কচি রেজার কবিতায় অনুপ্রাণিত হয়ে)

2 comments:

  1. খুব ভাল লাগল কবিতা পড়ে ... আরও লেখার সমাহারের আসায় রইলাম :)

    ReplyDelete
    Replies
    1. আমি কবি নই। মনের অনুভূতি প্রকাশ করি নিজের মতো। তবু আপনার চমৎকার মন্তব্য অনুপ্রেরণা দিয়েছে অনেক। ধন্যবাদ। অবশ্যই লিখবো। শুভকামনা রইলো!

      Delete