Sunday, January 5, 2014

পোষ্টমর্টেম নির্বাচন - সুমি খান

এভাবে মানুষকে জীবন্ত অগ্নিদগ্ধ করে পিটিয়ে হত্যা করে ও ভোট দেয়া ঠেকাতে পারলো না সন্ত্রাসী রা.....


 প্রাণভয়ে ভোটাররা অনেকেই যায় নি ভোট কেন্দ্রে। অনেকে দ্বিধান্বিত... তার ওপরে আবার অবরোধ-হরতাল। 

 আমার ভাইয়া কৃতি গবেষক চিন্তাবিদ হাসান মাহমুদ জানালেন, ইংল্যাণ্ডে ২১% ভোটারের ভোটে সরকার গঠন হয়েছিল কবে যেন, কিন্তু ওসব দেশে, ক্যানাডাতেও বাংলাদেশের চেয়ে অনেক কম লোক ভোট দেয়. আমাদের জন্য কমপক্ষে ৪০% হলে চলে যায় বোধহয় ।

3:30 PM - আজ এ পর্য্যন্ত নিহত ১৩জন ও মোট ১৮১০৮টি কেন্দ্রের মধ্যে ১৫২ টি স্থগিত। 

3:00 PM - SAME AS BEFORE. খুলনায় সর্বোচ্চ ভোট পড়েছে ২০% 

2:30 PM - মোট নিহত ১২জন। সি-ই-সি জানাচ্ছে মোট ভোট কেন্দ্র ১৮১০৮ টি, স্থগিত ১৪৩ - স্থগিত কেন্দ্রগুলোতে ২৪ শে জানুয়ারীর মধ্যে আবার নির্বাচন হবে. 

2:00 PM - এখনো এ পর্য্যন্ত নিহত ৯ জন ও মোট ১৮২০৮ টি কেন্দ্রের মধ্যে ১৪০টি স্থগিত। অর্থাৎ ভোট গ্রহণ চলছে ৯৯.২৫% কেন্দ্রে, স্থগিত ০.৭৫% কেন্দ্রে। 

1:30PM - এখনো মোট ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত - এ পর্য্যন্ত নিহত ৯ জন - বেশী সহিংস এলাকার মধ্যে আছে ফেনী, মুন্সিগঞ্জ, দিনাজপুর, লক্ষ্মীপুর, রংপুর ও নীলফামারী। শুধু চোখ-খোলা চেহারা-ঢাকা নেকাবী নারী-ভোটারও দেখা গেছে - দক্ষিন এশীয় ২ দেশের পর্য্যবেক্ষক দল সন্তুষ্ট। 

1:00 PM - এখনো মোট ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত - এ পর্য্যন্ত সর্বমোট নিহত ৮জন - কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে - বোমা বানাতে গিয়ে শিবির আহত, ব্যালট বাক্স ছিনতাই-এর সময় যুবদল নেতা গুলিবিদ্ধ ইত্যাদি।... 

12:45 PM - (১) বেগম খালেদা জিয়া জাতির প্রতি ভিডিও বার্তা দিতে পারেন। (২) পার্বতীপুরে জামাতের হামলায় এক আনসার নিহত। (৩) সামগ্রিকভাবে নারী-ভোটারের উপস্থিতি বেশী। 

12:30 PM - এখনো মোট ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত; নীলফামারীতে ডিমলা ও জলঢাকায় পুলিশের সাথে সংঘর্ষে ২জন জামাত নেতা নিহত। দেশে সর্বমোট ভোটকেন্দ্র কতো কেউ জানাবেন? 

12 NOON - বিভিন্ন জায়গায় নিহত ৬ - এখনো মোট ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত - ফেনীতে ব্যালট বাক্স ছিনতাই চেষ্টায় পুলিশের গুলিতে নিহত একজন 

11:30 AM - মোট ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত 

11:15 AM - মোট ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত.. সর্বমোট ১৪৭ আসন, ভোটার সাড়ে ৪ কোটি। দেশে সর্বমোট ভোটকেন্দ্র কতো তা বলতে পারছি না. 

11:00 AM - মোট ১৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত - বিভিন্ন জায়গায় আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ, আহত, কয়েকজন নিহত, ককটেল সহ আটক কয়েকজন - পটুয়াখালীর খাসেরহাট স্কুলের ভোটকেন্দ্র থেকে ২২টি ককটেল সহ অন্যান্য জায়গায় ককটেল, ভারী বোমা ও পেট্রল বোমা উদ্ধার।

ব্যালট ছিনতাই আগুন দেয়া সহ সর্বাত্মক সহিংসতার মধ্যে চলছে ভোট - মোট ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত - আজিমপুরে রাস্তায় পড়ে থাকা ককটেলে শিশু আহত - BD time 10 AM.

10:15 AM - জামাতের শক্তি বিশেষে কোন জায়গায় হিংস্রতা বেশী ও ভোট স্থগিত, অন্যান্য জায়গায় ভোট ভালই চলছে। কেউ জানেন সারা দেশে সব মিলিয়ে কতো ভোট কেন্দ্র? 

রংপুর ভোটকেন্দ্র দখলের চেষ্টায় ২জন নিহত। 

10:22 AM - মোট ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত - এ পর্য্যন্ত মোটামুটি ৫% ভোট দেয়া হয়েছে - খুলনার পুলিশ কর্মকর্তা। ভোট চলবে বিকেল ৪টা পর্য্যন্ত। কোথাও কোথাও শীত প্রচণ্ড 
10:30 AM - মোট ১৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত -

No comments:

Post a Comment