Wednesday, June 27, 2018


৮.১০ রাত ২৬ জুন, ২০১৮
দূরের মানুষ
কাছের মানুষ
লাল বা সাদায় রাঙ্গা মানুষ
কূটকচালি
ভোট পাঁচালি
সবকিছুতেই
ছলচাতুরি-
কোথায় অালো
রাত পেরুলো-
চলছে সমাজ
চলছে অাগুন
কিম্বা ফাগুন
কোন বা পথে
দৃষ্টি দিয়ে
পথ এগিয়ে
হাত বাড়িয়ে
পা চালিয়ে
স্তব্ধ দুপুর
থমকে নূপুর
দিনের অাগেই
রাত পেরিয়ে
ভোর সরিয়ে
কালো অাকাশ
নিকষ কালো
কোথায় অালো -
কোথায় অালো?
--++-------+---------

No comments:

Post a Comment