Tuesday, May 15, 2018

ফিরলো না মেয়েটি - সুমি খান

৭.৪৮ সকাল,  মঙ্গলবার ১৫ মে ২০১৮

হার্মোনিকা ঠোঁটে আলপথ ধরে এঁকে বেঁকে চলে গেলো মেয়েটি
কেউ তাকে মনে রাখেনি-
বিশুদ্ধতায় ডুবে যাওয়া
চলিত রীতির অচলায়তন ভাঙ্গা মেয়েটি কে কোথাও খুঁজে পেলো না কেউ-
আশালতার আত্মদান  নিভৃতে হারিয়ে যায়
নন্দী  ডাক্তার দের দেশত্যাগের ইতিহাস যার বুকে রক্ত ঝরাতো-

নিউজরুমে খবরের খোল নলচে পাল্টে মিথ্যার বেসাতি
যাকে দুমরে মুচড়ে দিতো-
মেয়েটি হারিয়ে গেলো -

লু হাওয়া কদমবুচি দিয়ে যায়
জননীর চরণে- কে ও?
তবে কি ও এসেছিলো?

পৌরুষের সংস্কারে আপাদমস্তক সুরক্ষিত সমাজ

মায়ের চাদর সুরক্ষিত করে নিপীড়ককে

বাবার ভাঙ্গা চশমারর কাঁচে জলের ফোঁটা
কাজল স্যারের চশমার ফাঁক গলে নেমে আসা
ফার্স্ট ব্র্যাকেট আর লাফিয়ে পড়া থার্ড ব্র্যাকেট এর গলাগলি-
যোগ বিয়োগের সাথে গুণ ভাগের দলাদলি
এসেছিলো-সীমন্তিনী
নীরব সমর্পনে অন্য জীবনে
আকাশসীমার শেষে দিগন্তবিস্তৃত
ময়রাপাড়ার মাঠ পেরিয়ে চলে গেলো না ফেরার দেশে
হার্মোনিকার সুর ছড়িয়ে চলে যাবার পথে আর পিছু তাকায় নি

সীমন্তিনীদের ফিরতে নেই
 তাই বুঝি  আর ফেরে নি সেই মেয়েটি

1 comment:

  1. যন্ত্রণার আখরে ফুটেছে অনাচার, মন ছুঁয়ে যাওয়া, লড়াকু মানুষের জয় আসুক

    ReplyDelete