
ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার রাতে এই লাতিন নেতার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান।
৫৮ বছর বয়সী শ্যাভেজ ১৪ বছর ভেনেজুয়েলার নেতৃত্ব দেন। এই সাম্যবাদী নেতা ছিলেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নীতির একজন কড়া সমালোচক।
বাষ্পরুদ্ধ কণ্ঠে মাদুরো বলেন, “আজ আমাদের জন্য দারুণ এক বেদনার দিন।”
দেশটির রাজনৈতিক ও সামরিক নেতারাও এ সময় তার পাশে ছিলেন।
গত মাসে কিউবা থেকে ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফেরার পর আর জনসম্মুখে দেখা যায়নি শ্যাভেজকে।
মাদুরো এর আগে জানিয়েছিলেন, শ্যাভেজের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। ভেনিজুয়েলান নেতা ‘কঠিনতম প্রহর’ পার করছেন।
প্রেসিডেন্টের মৃত্যুসংবাদ ঘোষণার পাশাপাশি ভেনেজুয়েলার সামরিক বাহিনীতে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি।
No comments:
Post a Comment