নিজস্ব অর্থায়নে বহুল প্রত্যাশার পদ্মাসেতু নির্মাণ হচ্ছে। পদ্মাসেতু নির্মাণে অর্থ সহায়তা পেতে একটি বৈদেশিক মুদ্রায় ,অন্যটি দেশীয় টাকা সংগ্রহের জন্য ২টি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার সদস্যরা এ সেতু নির্মাণে ১মাসের বেতন দেবেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টি জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, `হিসাব দু’টি কীভাবে পরিচালিত হবে, এ বিষয়ে অর্থবিভাগ নীতিমালা প্রণয়ন করবে। যারা পদ্মা সেতুতে স্বেচ্ছায় অর্থায়ন করতে চান, তাদের অর্থই এ হিসাব দু’টিতে নেওয়া হবে। এজন্য কাউকে চাপ দেওয়া হবে না। যে কোনো শ্রেণী বা পেশার মানুষের এ হিসাবে অর্থ জমা দিতে পারবেন। ‘পদ্মা সেতুতে অর্থায়নে তহবিল সংগ্রহকে সরকারের আগামী নির্বাচনী তহবিল সংগ্রহ’ বলে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, এ ধরনের কোনো আলোচনা মন্ত্রিসভার বৈঠকে হয়নি। তিনি আবারো বলেন, কারো কাছে থেকে জোর করে কিছু নেওয়া হবে না। যারা স্বেচ্ছায় দেবেন, তাদের কাছ থেকেই পদ্মা সেতু তহবিলের জন্য অর্থ নেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে গত ২৯ থেকে ৩০ মে দোহায় অনুষ্ঠিত ‘যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম’ বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, ১৬ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মন্ত্রিপর্যায়ের বৈঠক এবং ১ থেকে ৩ জুন পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শাংরিলা সংলাপে’ পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার বিষয়টি অবহিত করা হয়।###
No comments:
Post a Comment