সমাজ প্রগতির সংগ্রামে নিবেদিত প্রতিটি মানুষের প্রতি এ অন্ধ মৃত সমাজের দায়বদ্ধতা নিশ্চিত করা-অন্ধকারের শক্তির মুখোশ উন্মোচন করে দৃষ্টির ভেতরে বাইরে প্রতিটি সর্বনাশ ঠেকানোর মানবিক প্রয়াস মাত্র!
Thursday, January 16, 2025
বলি-অভিনেতা পতৌদির ছোটে নবাব ‘ সাইফ আলী খানের উপর গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে হামলা
১৬ জানুয়ারী ২০২৫, মুম্বাই: বৃহস্পতিবার ভোর রাতে জনপ্রিয় অভিনেতা ‘ ছোটে নবাব ‘ সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে গভীর রাতে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা। তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। অভিনেতার ঘাড়ে ১০ সেন্টিমিটার ক্ষত সৃষ্টি হয়। শরীরের ছ'টি জায়গায় ছুরির আঘাত ছিল, যার মধ্যে দু'টি আঘাত গুরুতর। শিরদাঁড়ায় গেঁথে যায় ছুরির একাংশ। সেফের পাঁজরের হাড়ের কাছে চোট গুরুতর। লীলাবতী হাসপাতালে প্রথমে নিউরো সার্জারি ও পরে কসমেটিক সার্জারি করা হয় সাইফের। সেই হামলায় জখম হন পরিচারিকাও।
বিশ্বখ্যাত ক্রিকেটার নবাব মনসুর আলি খান পতৌদ- ‘টাইগার’ পতৌদি এবং প্রখ্যাত অভিনে ত্রী শর্মিলা ঠাকুরের একমাত্র পুত্র তাঁদের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সাইফ আলি খাননের উপর হামলার নেপথ্যে কে বা কারা?
প্রায় ৫,০০০ কোটি টাকার মালিক উত্তরাধিকার সূত্রে মালিক সাইফ আলী খান।
তিনজনকে আটক করা হয়েছে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সেফ আলী খান। নিরাপত্তাহীনতায় বলিউড অভিনেতা ।সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সামনে এসেছে, তাতে বাড়ির নীচে উদ্বিগ্ন করিনাকে দেখা গিয়েছে। গৃহ সহায়িকাদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
বাবা নবাব মনসুর আলি খান পতৌদি তথা ‘টাইগার’ পতৌদির মৃত্যুর পর তাঁর স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সাইফ আলি খান। প্রায় ৫,০০০ কোটি টাকার মালিক উত্তরাধিকার সূত্রে। বর্তমানে পতৌদি প্যালেসের মালিক হলেও দায়িত্ব সামলান তাঁর মা তথা বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অমিতাভ বচ্চনের ‘জলসা’অথবা শাহরুখ খানের ‘মন্নত’- অভিনেতাদের আবাসনের মধ্যে দাম এবং বিলাসিতার দিক থেকে সবচেয়ে এগিয়ে সাইফ আলি খানের প্রাসাদ ‘পতৌদি প্যালেস’। একাধিক হিন্দি ছবি, ওয়েব সিরিজ এমনকি হলিউডের ছবির শুটিংও হয়েছে এই প্রাসাদে।
বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে চড়াও হয়েছিল একদল দুষ্কৃতী। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে।অভিনেতার শরীরে ছ’টি ক্ষত হয়েছে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। সেখানেই চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। আবাসনে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে।’’জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর সইফ আলি খানের শরীর থেকে বের করা হয়েছে ভাঙা ছুরির অংশ।
বলি-তারকার টিমের তরফে পেশ করা বিবৃততে জানানো হয়েছে অস্ত্রোপচার শেষ হয়েছে। বিপদ কেটেছে সইফের। এইমুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল,পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।বলি-তারকার দলের তরফে ধন্যবাদ জানানো হয়েছে চিকিৎসকদের –“আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, ডঃ নীরজ উট্টামানি, ডঃ নীতিন ডাঙ্গে, ডঃ লীনা জৈন এবং লাবতী হাসপাতালের কর্মচারীদের। ধন্যবাদ জানাই অভিনেতার অনুরাগী এবং শুভাকাঙ্খীদের যাঁরা এই কঠিন সময়ে তাঁর জন্য প্রার্থনা করেছেন ও পাশে থেকেছেন।”
গত কয়েক বছর ধরে মুম্বইয়ের তাবড় তারকাদের নিরাপত্তা বিপন্ন ।সলমন খানকে একনাগাড়ে খুনের হুমকি দেয়া হচ্ছে। তাঁর বাড়িতে গুলিও চলেছে। হুমকি পেয়েছেন শাহরুখ খানও। সেফের উপর এই হামলার ঘটনায় মুম্বই পুলিশ এব ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিনেত্রী পূজা ভট্ট সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আগে কখনও এত নিরাপত্তার অভাব বোধ করিনি'। সেই হামলাকারীর নাগাল এখনও পায়নি পুলিশ। সে একা এই ঘটনায় জড়িত, না কি নেপথ্যে আরও কেউ রয়েছে, চলছে তদন্ত। আপাতত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেফ-করিনার বাড়ি।
মুম্বই পুলিশের সূত্রে জানা যায়,হামলার সময় সকলে বাড়িতেই ছিলেন। পরিবারকে বাঁচাতে অস্ত্রধারীর উপর ঝাঁপিয়ে পড়েন সেফ। দু'জনের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি হয়। সেফ-কে ধারাল অস্ত্র দিয়ে কোপায় ওই দুষ্কৃতী। তদন্তে বান্দ্রা থানার পুলিশ।
মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কপূর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সইফ। বুধবার রাত ২.৩০টে নাগাদ বাড়িতে ঢোকার সময় সইফের উপর হামলা হয় বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশ এবং তাদের অপরাধ দমন শাখা এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করেছে। দোষীদের চিহ্নিত করতে টিম গঠন করা হয়েছে। করিনা এবং বাচ্চারা নিরাপদ। তবে সাইফ ও করিনার মুম্বইয়ের বান্দ্রার সুরক্ষিত বাড়িতে কী করে হামলাকারী ধারাল অস্ত্র নিয়ে ঢুকে পড়লো?
সেফ ও করিনার ছোট ছেলে জাহাঙ্গিরের ঘরের দিকেই ওই দুষ্কৃতী এগোয় বলেছে পুলিশ। সেই সময় গৃহ সহায়িকার চোখে পড়ে যায়,তাদের বচসার সময়ে রুম থেকে বেরিয়ে আসেন সেফ। দুষ্কৃতীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। ধারাল অস্ত্র দিয়ে সেফকে এলোপাথাড়ি কোপায় হামলাকারী।
গতকাল রাতে করিশ্মা, রিয়া এবং সোনমের সঙ্গে বেরিয়েছিলেন করিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেন তিনি। সেই সময় ছেলেদের নিয়ে বাড়িতে ছিলেন সেফ। রাতে বাড়ি ফিরে আসেন করিনা। কিন্তু গভীর রাতে বাড়িতে কেউ ঢুকেছে বুঝতে পারেননি, ঘুমিয়ে পড়েছিলেন সকলে।করিনা ভোররাতেই পৌঁছে যান লীলাবতী হাসপাতালে। পৌঁছান করিশ্মাও। পরিবারের সকলে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন বিবৃততে। ভয়াবহ এ ঘটনায় শোকাহত পুরো মুম্বাই; শোরগোল সেফ প্রেমীদের মাঝে।
টাইগার পতৌদি এবং শর্মিলা ঠাকুরের একমাত্র পুত্র সইফ-ই পতৌদি পরিবারের শেষ নবাব, বাবা-মায়ের একমাত্র পুত্রসন্তান এবং নবাবদের একমাত্র উত্তরাধিকারী। উল্লেখ্য, তাঁর দুই বোন সাবা এবং সোহা সম্পত্তির কিছুই পাননি। সইফের এ সম্পত্তি পাবেন না তাঁর ছেলেমেয়েরাও ।কারণ,১৯৬৮ সালে ভারত সরকারের ‘এনিমি ডিসপিউট অ্যাক্ট’-এর অধীনে চলে গিয়েছে পতৌদিদের সম্পত্তি। সেই আইন অনুসারে এই সম্পত্তির উপর কেউ অধিকার দাবি করতে পারবে না কিংবা উত্তরাধিকারী হতে পারবে না। পতৌদি হাউসের ভিতরে থাকা সমস্ত বিলাসবহুল সম্পদ এই আইনের আওতায় আসবার কারণে সইফের দুই বোন কিংবা চার সন্তান কেউই এই সম্পত্তির উত্তরাধিকারীরী নন। রিয়ানার গুরুগ্রাম জেলায় অবস্থিত পতৌদির প্রাসাদটি স্থানীয়দের কাছে ইব্রাহিম কোঠি বলেও পরিচিত। ১৫০টি কক্ষ বিশিষ্ট ১০ একর জায়গা জুড়ে বিস্তৃত সেই প্রাসাদ।পতৌদি প্যালেসের দায়িত্ব সামলান নবাবগিন্নী বর্ষীয়ান জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
তবে এই মুহূর্তে ধন মান কিছুই নয়, ছোটে নবাব সাইফ আলী খাননের জীবন সংশয় নিয়ে উদ্বিগ তাঁর ভক্তরা। ##
Subscribe to:
Posts (Atom)